Ajker Patrika

চাঁপাইনবাবগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
Thumbnail image

চাঁপাইনবাবগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বুধবার বিকেলে এ রায় ঘোষণা করেন চাঁপাইনবাবগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, সিনিয়র জেলা ও দায়রা জজ নরেশ চন্দ্র সরকার।

তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর চার আসামিকে খালাস দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, জেলার শিবগঞ্জ উপজেলার আখিরা গ্রামের আব্দুল মান্নানের ছেলে হেলাল আলী, আতাউর রহমানের ছেলে আব্দুল জলিল, মো. মন্টুর ছেলে মোহাম্মদ আলী সাদ্দাম ও আইয়ুব আলীর ছেলে আওয়াল হোসেন।

চাঁপাইনবাবগঞ্জের স্পেশাল পিপি এনামুল হক এই তথ্য জানান। তিনি আজকের পত্রিকাকে বলেন, ২০১৮ সালের ৯ আগস্ট দুপুরে শিবগঞ্জের লওঘাটা গ্রামের আলাউদ্দীনের মেয়ে খাতিজা খাতুন তাঁর চার বছরের চাচাতো বোনকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর গভীর রাত পর্যন্ত বাড়ি না ফিরলে তাকে খোঁজাখুঁজি করেন স্বজনেরা। পরদিন সকালে উপজেলার আখিরা গ্রামের একটি আখখেতের পাশ থেকে খাদিজার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে থানায় মামলা করেন খাদিজার বাবা আলাউদ্দীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত