Ajker Patrika

বগুড়ায় কসমেটিকস কারখানা সিলগালা, দুই লাখ টাকা জরিমানা

বগুড়া প্রতিনিধি
বগুড়ায় কসমেটিকস কারখানা সিলগালা, দুই লাখ টাকা জরিমানা

বগুড়ায় একটি কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা এবং কারখানাটি সিলগালা করা হয়েছে। আজ সোমবার দুপুরে কারখানায় এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বগুড়া কার্যালয়ে সহকারী পরিচালক ইফতেখারুল আলম রেজভী। 

জানা গেছে, কলিন্স কসমেটিকস নামের একটি প্রতিষ্ঠান বিভিন্ন ব্যান্ডের প্রসাধনী নকল করে উৎপাদনসহ বাজারজাত করে আসছিল। আজ সোমবার দুপুর ২টার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা কারখানায় অভিযান চালান। এসময় প্রতিষ্ঠানের মালিক আব্দুল মমিনকে ২ লাখ টাকা জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা করে দেন। 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী বলেন, কলিন্স কসমেটিকস নামের অনুমোদনহীন একটি কারখানায় অভিযান চালানো হয়। অভিযানের সময় সেখান থেকে বিভিন্ন ব্র্যান্ডের নকল পারফিউম, কসমেটিকস ও নারিকেল তেলসহ বিভিন্ন নামীদামি প্রতিষ্ঠানের মোড়ক জব্দ করা হয়েছে।

এসময় কারখানার মালিক আব্দুল মমিন ভুল স্বীকার করায় তাঁকে ২ লাখ টাকা জরিমানা ও সিলগালা করে প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। অভিযানে জেলা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত