Ajker Patrika

যানবাহনে এলইডি লাইটে বাড়ছে দুর্ঘটনা

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি 
আপডেট : ০২ মে ২০২৩, ১৫: ৫০
যানবাহনে এলইডি লাইটে বাড়ছে দুর্ঘটনা

রাজশাহীর পুঠিয়ায় বিভিন্ন যানবাহনে এলইডি লাইটের ব্যবহার বেড়েছে। এতে রাতে লাইটের তীব্র রশ্মির কারণে সড়ক ও মহাসড়কে চলাচলকারীদের পড়তে হয় দুর্ভোগে। চোখে সরাসরি আলোকরশ্মি পড়ায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। প্রশাসনের তদারকি না থাকায় এলইডি লাইটের ব্যবহার বাড়ছে বলে অভিযোগ করেন স্থানীয়রা। 
 
অটোরিকশা ভ্যান স্ট্যান্ড মাস্টার আইউব আলী বলেন, ‘উপজেলায় ২ হাজারের বেশি ব্যাটারিচালিত অটোরিকশা ও ভ্যান রয়েছে। সেই সঙ্গে আরও দুই শতাধিক লেগুনা ও সিএনজিচালিত অটোরিকশা। এসব গাড়িতে রাতে চলাচলের জন্য সংযোজন করা হয়েছে এলইডি লাইট। সাধারণ লাইটে আলো কম হয়, এলইডি লাইটে আলো অনেক বেশি। তাই চালকেরা এলইডি লাইট ব্যবহারে বেশি আগ্রহী। 

সাইদুর রহমান নামের একজন মোটরসাইকেলচালক বলেন, বর্তমানে চার্জার ভ্যান ও অটোরিকশার চালকেরা এলইডি লাইট বেশি ব্যবহার করছেন। এসব লাইট মোটরসাইকেলসহ কিছুসংখ্যক বাস ও ট্রাকেও ব্যবহার করা হচ্ছে। এই লাইট ব্যবহারে নিয়ন্ত্রণ না থাকায় সামনে থাকা যানবাহন ও পথচারীরা দুর্ভোগে পড়ে। 

এলইডি লাইটের তীব্র রশ্মির কারণে মাঝেমধ্যে বিভিন্ন স্থানে দুর্ঘটনাও ঘটছে বলে জানান সাইদুর রহমান। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রফিকুল ইসলাম বলেন, দিনের চেয়ে রাতে দুর্ঘটনাকবলিত রোগীর সংখ্যা বেশি। তবে দুর্ঘটনার শিকার বেশির ভাগ রোগী ছোট গাড়ির চালক ও যাত্রী। 

পুঠিয়া ফায়ার সার্ভিস কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, ইদানীং অধিকাংশ ছোট যানবাহনে এলইডি লাইটের ব্যবহার বেড়েছে। তবে লাইটের ব্যবহার চালকের ইচ্ছেমতো যত্রতত্র সংযোজন করা হচ্ছে। রাতে এলইডি লাইটের মাত্রাতিরিক্ত রশ্মি বিপরীত দিক থেকে আসা গাড়িচালকদের ওপর প্রভাব পড়ে। এ কারণে তাঁরা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ছোট-বড় দুর্ঘটনা ঘটে। 

এ ব্যাপারে পবা হাইওয়ে থানার (শিবপুরহাট) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাখ্‌খারুল ইসলাম বলেন, নিয়মবহির্ভূতভাবে অনেক চালক রাতে যানবাহনে এলইডি লাইট ব্যবহার করছেন। এতে দুর্ঘটনার আশঙ্কা থাকে। তবে বিষয়টি আমরা আইনগতভাবে ব্যবস্থা নেব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত