Ajker Patrika

বগুড়ায় করোনা ও উপসর্গ নিয়ে মৃত্যু ৮, শনাক্ত ৫০

প্রতিনিধি, বগুড়া
বগুড়ায় করোনা ও উপসর্গ নিয়ে মৃত্যু ৮, শনাক্ত ৫০

বগুড়ায় করোনা আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে আরও ৮ জন মারা গেছেন। শুক্রবার সকাল আটটা থেকে শনিবার সকাল আটটা পর্যন্ত বগুড়ার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। সর্বশেষ মৃতদের মধ্যে করোনায় ৫ জন ও উপসর্গ নিয়ে মারা যাওয়া ৩ জন রয়েছেন। আজ শনিবার বেলা সোয়া ১১টার দিকে তথ্যগুলো নিশ্চিত করেন জেলা ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন। 

মোস্তাফিজুর রহমান বলেন, গত ২৪ ঘণ্টায় বগুড়ার ২৩৫টি নমুনা পরীক্ষায় করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৫০ জন। একই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ৯৮ জন। নমুনা পরীক্ষার ফলাফলে জেলায় করোনা শনাক্তের হার ২১ দশমিক ২৭ শতাংশ। বর্তমানে জেলায় করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ১২১৫ জন। এদের মধ্যে হাসপাতালে ভর্তি রয়েছেন ৪৯৬ জন। বাকিরা বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছেন। 

উল্লেখ্য জেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৪৩ জন। মৃতদের মধ্যে বগুড়ার বাসিন্দা রয়েছেন ৫৯২ জন। বাকিরা অন্য জেলার বাসিন্দা। তারা করোনা আক্রান্ত হয়ে বগুড়ায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত