Ajker Patrika

হেরোইন বহনের দায়ে সিরাজগঞ্জে এক ব্যক্তির যাবজ্জীবন

সিরাজগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৫ জুলাই ২০২৩, ১৭: ০৬
হেরোইন বহনের দায়ে সিরাজগঞ্জে এক ব্যক্তির যাবজ্জীবন

সিরাজগঞ্জের সলঙ্গায় হেরোইন রাখার দায়ে আব্দুল্লাহ শাহ (৪০) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ বুধবার দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো. নাজির এই আদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত আব্দুল্লাহ শাহ রাজশাহীর গোদাগাড়ী থানার ভাটোপাড়া গ্রামের বাসিন্দা।

জেলা ও দায়রা জজ আদালতের পিপি আব্দুর রহমান ও স্টেনোগ্রাফার রাশেদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়, ২০২১ সালের ৯ জুলাই সিরাজগঞ্জের সলঙ্গায় শামীম হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে মাদকবিরোধী অভিযান চালায় র‍্যাব। এ সময় আব্দুল্লাহ শাহ নামের এক ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করলে র‍্যাব সদস্যরা তাঁকে আটক করেন। পরে তাঁর দেহ তল্লাশি করে ৩২১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় র‍্যাবের ডিএডি মোশতাক আহম্মেদ বাদী হয়ে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

মামলা চলাকালে সাতজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন আদালত। অভিযোগ প্রমাণিত হওয়ায় আজ আব্দুল্লাহ শাহকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

ছেলের লাশ পেতে পুলিশের হয়রানির শিকার হতে হয়েছে

ই-মেইলে একযোগে ৫৪৭ ব্যাংক কর্মকর্তা চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি

জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া

সচিবালয়ে শিক্ষার্থীদের মারধরের প্রতিবাদে সিপিবি-বাসদের ওয়াকআউট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত