Ajker Patrika

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক নিহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১৩: ০৬
চাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক নিহত

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় মো. ইউসুফ আলী নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। 

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের শিবগঞ্জ উপজেলার কয়লাবাড়ী ট্রাক টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা চালকসহ ট্রাকটি জব্দ করে পুলিশে সোপর্দ করে। 

নিহত ইউসুফ আলী শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের চণ্ডীপুর গ্রামের এনামুল হকের ছেলে। তিনি নিজেও ট্রাকচালক ছিলেন। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ১১টার দিকে ইউসুফ আলী মোটরসাইকেল চালিয়ে সোনামসজিদ বন্দরের দিকে যাচ্ছিলেন। ট্রাক টার্মিনাল পার হয়ে ওজন স্কেলের কাছে পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক ইউসুফ আলীর মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান ইউসুফ আলী। 

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহমেদ বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। চালকসহ ট্রাক পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত