Ajker Patrika

রাজশাহীর আদালতে সাবেক এমপি কালামকে আঘাতের চেষ্টা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ০৩ অক্টোবর ২০২৪, ২১: ০১
Thumbnail image

রাজশাহী-৪ (বাগমারা) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আবুল কালাম আজাদকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার পুলিশ তাঁকে আদালতে হাজির করলে শুনানি শেষে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

পুলিশের আদালত পরিদর্শক মো. আমান উল্লাহ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘বিকেলে সাবেক এমপি আবুল কালাম আজাদকে রাজশাহীর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এ সময় আদালতের বিচারক সাইফুল ইসলাম তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।’ 

এর আগে গতকাল বুধবার রাতে রাজধানীর মিরপুর শেওড়াপাড়া থেকে তাঁকে গ্রেপ্তার করে র‍্যাব। পরে বাগমারা থানা-পুলিশের একটি দল আজ সকালে তাঁকে রাজশাহীতে নিয়ে আসে। 

এ বিষয়ে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘গত ৫ আগস্ট বাগমারায় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় করা পাঁচ মামলার আসামি সাবেক এমপি আবুল কালাম আজাদ। আওয়ামী সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। গ্রেপ্তারের পর তাঁকে ওই সব মামলাতেই গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হয়।’ 

বাগমারা–১৩এদিকে আদালত এজলাস থেকে বের করার সময় সাবেক এমপি কালামের মাথায় বাঁশ দিয়ে আঘাতের চেষ্টা করেন বিক্ষুব্ধ জনতা। তবে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। পুলিশ দ্রুত তাঁকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

উল্লেখ্য, গ্রেপ্তার আবুল কালাম আজাদ বাগমারার তাহেরপুর পৌরসভার মেয়র ছিলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি দলীয় মনোনয়ন পান। এরপর মেয়রের পদ থেকে পদত্যাগ করে এমপি নির্বাচিত হন। পরে তাঁর স্ত্রী খন্দকার শাইলা পারভীন পৌরসভার মেয়র হন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত