নাটোর প্রতিনিধি
নাটোর শহরের উপশহর মাঠে কর্মসূচি করা নিয়ে অনড় অবস্থানের কথা জানিয়েছে বিএনপি ও আওয়ামী লীগ। দুই পক্ষই আগামীকাল শনিবার বিকেলে ওই মাঠে কর্মসূচি পালন করতে চায়। আগামীকাল বিকেলে ওই মাঠে কর্মসূচি পালনের কথা জানিয়ে আজ সকালে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে জেলা বিএনপির পক্ষ থেকে। অন্য দিকে আওয়ামী লীগও আগামীকাল ওই মাঠেই শান্তি সমাবেশ করার কথা জানিয়েছে।
সংবাদ সম্মেলনে বিএনপির পক্ষ থেকে জানানো হয়, আগামীকাল শনিবার (১ এপ্রিল) শহরের উপশহর মাঠে এই কর্মসূচি পালনের ঘোষণা অনেক আগে দেওয়া হয়েছিল। সেই কর্মসূচি ঠেকাতে গতকাল বৃহস্পতিবার বিকেলে আওয়ামী লীগ শান্তি সমাবেশ ডাকে। সন্ধ্যার পর এ নিয়ে মাইকিংও করা হয়। এরপর রাত ১১টার দিকে বিএনপির ইফতার মাহফিল মঞ্চও ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়। তবে মঞ্চ ভাঙা হলেও ওই মাঠেই অবস্থান ও ইফতার মাহফিলের কর্মসূচি পালন করবে বিএনপি।
জেলা বিএনপির সদস্যসচিব রহিম নেওয়াজ বলেন, ‘বিএনপির পক্ষ থেকে শনিবারের কর্মসূচির জন্য আগে থেকেই পুলিশ প্রশাসনের কাছ থেকে অনুমতি নেওয়া হয়েছে। ইফতার মাহফিল সম্পন্নের জন্য সব ধরনের প্রস্ততি নেওয়া হয়েছে। এখন হঠাৎ করে একই স্থানে পাল্টা সমাবেশ ডেকেছে আওয়ামী লীগ। এটি একটি পরিকল্পিত ঘটনা। আবার আমাদের কর্মসূচি পালনে কোনো মিলনায়তন ভাড়া দেওয়া হয় না। দেয়ালে আমাদের পিঠ ঠেকে গেছে। তাই পূর্বনির্ধারিত স্থানে আমরা যথাসময়ে কর্মসূচি পালন করব।’
এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান বলেন, ‘আওয়ামী লীগের শান্তি সমাবেশের কর্মসূচিও পূর্ব ঘোষিত। শুধু মাইকিং করা হয়েছে দুই দিন আগে। আওয়ামী লীগের কেউ মঞ্চ ভাঙচুর করেনি। আমাদের ধারণা, বিএনপি তাদের অনুষ্ঠানে লোকজন জমায়েত করতে ব্যর্থ হবে—এই আশঙ্কা থেকেই নিজেরাই মঞ্চ ভাঙচুর করেছে। আমরা শনিবার যথাসময়ে যথাস্থানে সমাবেশ শুরু করব৷’
এ নিয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারমিনা সাত্তার বলেন, ‘দুই পক্ষের একই স্থানে সভা আহ্বানের বিষয়টি জেনেছি। পরিস্থিতি দেখে জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেব।’
নাটোরের পুলিশ সুপার সাইফুর রহমান বলেন, ‘দুই পক্ষের একই স্থানে কর্মসূচি ঘোষণার বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যা কিছু করণীয় সবই করা হবে।’
নাটোর শহরের উপশহর মাঠে কর্মসূচি করা নিয়ে অনড় অবস্থানের কথা জানিয়েছে বিএনপি ও আওয়ামী লীগ। দুই পক্ষই আগামীকাল শনিবার বিকেলে ওই মাঠে কর্মসূচি পালন করতে চায়। আগামীকাল বিকেলে ওই মাঠে কর্মসূচি পালনের কথা জানিয়ে আজ সকালে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে জেলা বিএনপির পক্ষ থেকে। অন্য দিকে আওয়ামী লীগও আগামীকাল ওই মাঠেই শান্তি সমাবেশ করার কথা জানিয়েছে।
সংবাদ সম্মেলনে বিএনপির পক্ষ থেকে জানানো হয়, আগামীকাল শনিবার (১ এপ্রিল) শহরের উপশহর মাঠে এই কর্মসূচি পালনের ঘোষণা অনেক আগে দেওয়া হয়েছিল। সেই কর্মসূচি ঠেকাতে গতকাল বৃহস্পতিবার বিকেলে আওয়ামী লীগ শান্তি সমাবেশ ডাকে। সন্ধ্যার পর এ নিয়ে মাইকিংও করা হয়। এরপর রাত ১১টার দিকে বিএনপির ইফতার মাহফিল মঞ্চও ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়। তবে মঞ্চ ভাঙা হলেও ওই মাঠেই অবস্থান ও ইফতার মাহফিলের কর্মসূচি পালন করবে বিএনপি।
জেলা বিএনপির সদস্যসচিব রহিম নেওয়াজ বলেন, ‘বিএনপির পক্ষ থেকে শনিবারের কর্মসূচির জন্য আগে থেকেই পুলিশ প্রশাসনের কাছ থেকে অনুমতি নেওয়া হয়েছে। ইফতার মাহফিল সম্পন্নের জন্য সব ধরনের প্রস্ততি নেওয়া হয়েছে। এখন হঠাৎ করে একই স্থানে পাল্টা সমাবেশ ডেকেছে আওয়ামী লীগ। এটি একটি পরিকল্পিত ঘটনা। আবার আমাদের কর্মসূচি পালনে কোনো মিলনায়তন ভাড়া দেওয়া হয় না। দেয়ালে আমাদের পিঠ ঠেকে গেছে। তাই পূর্বনির্ধারিত স্থানে আমরা যথাসময়ে কর্মসূচি পালন করব।’
এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান বলেন, ‘আওয়ামী লীগের শান্তি সমাবেশের কর্মসূচিও পূর্ব ঘোষিত। শুধু মাইকিং করা হয়েছে দুই দিন আগে। আওয়ামী লীগের কেউ মঞ্চ ভাঙচুর করেনি। আমাদের ধারণা, বিএনপি তাদের অনুষ্ঠানে লোকজন জমায়েত করতে ব্যর্থ হবে—এই আশঙ্কা থেকেই নিজেরাই মঞ্চ ভাঙচুর করেছে। আমরা শনিবার যথাসময়ে যথাস্থানে সমাবেশ শুরু করব৷’
এ নিয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারমিনা সাত্তার বলেন, ‘দুই পক্ষের একই স্থানে সভা আহ্বানের বিষয়টি জেনেছি। পরিস্থিতি দেখে জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেব।’
নাটোরের পুলিশ সুপার সাইফুর রহমান বলেন, ‘দুই পক্ষের একই স্থানে কর্মসূচি ঘোষণার বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যা কিছু করণীয় সবই করা হবে।’
রাউজানে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকারসহ উভয় পক্ষের ৩০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
১ মিনিট আগেলালমনিরহাটের পাটগ্রাম উপজেলা টানা ২৪ ঘণ্টা ধরে বিদ্যুৎবিচ্ছিন্ন। এতে জনদুর্ভোগ চরমে উঠেছে। গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। আজ মঙ্গলবার (২৯ জুলাই) রাত সাড়ে ৯টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে পারেনি নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো)।
১১ মিনিট আগেবরিশালের বাকেরগঞ্জে হাসান গাজী (১৮) নামে মাদকাসক্ত ছেলেকে হত্যার দায় নিয়ে থানায় আত্মসমর্পণ করেছেন মা-বাবা। আজ মঙ্গলবার বিকেলে পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ড সাহেবগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটেছে।
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ম্যানহাটনে সন্ত্রাসীর গুলিতে নিহত হয়েছেন মৌলভীবাজারের কুলাউড়ার সন্তান দিদারুল ইসলাম রতন (৩৬)। তিনি নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের একজন কর্মঠ ও নিষ্ঠাবান কর্মকর্তা ছিলেন। স্থানীয় সময় গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একটি বহুতল অফিস ভবনে দায়িত্ব পালনকালে ২৭ বছর বয়স
১ ঘণ্টা আগে