বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে মাটিবাহী ট্রাক্টরের চাপায় শান্ত ইসলাম (৭) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটার দিকে উপজেলার নওগ্রাম সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু নওগ্রাম এলাকার আসমত আলীর ছেলে এবং নওগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।
গোপালপুর ইউপি চেয়ার আবু বক্কর সিদ্দিক বলেন, নওগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠান চলছিল। সেই অনুষ্ঠানে শান্ত ইসলামও অংশগ্রহণ করে। সে বাড়ি ফেরার জন্য বিদ্যালয়ের সামনের রাস্তায় উঠলে পেছন থেকে মাটি বহনকারী ট্রাক্টর তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা জনতা চাপা দেওয়া ট্রাক্টরে আগুন ধরিয়ে দেন। বনপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
নিহত শিশুর বাবা আসমত আলীর বলেন, ‘প্রায় এক মাস এই রাস্তা দিয়ে মাটিবাহী গাড়ি চলাচল করছে। ধুলায় এলাকাবাসী অতিষ্ঠ। বারবার প্রশাসনকে জানানোর পরও বন্ধ হয়নি ফসলি জমিতে পুকুর খনন করে মাটি বহন। আজ আমার ছেলে জীবন কেড়ে নিল। আমার ছেলের মৃত্যুর বিচার চাই।’
নাম প্রকাশ না করা শর্তে এক ব্যক্তি বলেন, ‘পুলিশ আসে বন্ধ হয়ে যায়। কয়েক দিন বন্ধ থাকে। হঠাৎ আবার শুরু হয়ে যায়।’ একই শর্তে আরেক ব্যক্তি বলেন, ‘এই সমস্ত পুকুর খননের সঙ্গে সরকারি দলের নেতা-কর্মীরা জড়িত। যার কারণে প্রশাসন কোনো পদক্ষেপ নেয় না।’
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, ঘটনার সংবাদ পাওয়া মাত্রই পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
নাটোরের বড়াইগ্রামে মাটিবাহী ট্রাক্টরের চাপায় শান্ত ইসলাম (৭) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটার দিকে উপজেলার নওগ্রাম সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু নওগ্রাম এলাকার আসমত আলীর ছেলে এবং নওগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।
গোপালপুর ইউপি চেয়ার আবু বক্কর সিদ্দিক বলেন, নওগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠান চলছিল। সেই অনুষ্ঠানে শান্ত ইসলামও অংশগ্রহণ করে। সে বাড়ি ফেরার জন্য বিদ্যালয়ের সামনের রাস্তায় উঠলে পেছন থেকে মাটি বহনকারী ট্রাক্টর তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা জনতা চাপা দেওয়া ট্রাক্টরে আগুন ধরিয়ে দেন। বনপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
নিহত শিশুর বাবা আসমত আলীর বলেন, ‘প্রায় এক মাস এই রাস্তা দিয়ে মাটিবাহী গাড়ি চলাচল করছে। ধুলায় এলাকাবাসী অতিষ্ঠ। বারবার প্রশাসনকে জানানোর পরও বন্ধ হয়নি ফসলি জমিতে পুকুর খনন করে মাটি বহন। আজ আমার ছেলে জীবন কেড়ে নিল। আমার ছেলের মৃত্যুর বিচার চাই।’
নাম প্রকাশ না করা শর্তে এক ব্যক্তি বলেন, ‘পুলিশ আসে বন্ধ হয়ে যায়। কয়েক দিন বন্ধ থাকে। হঠাৎ আবার শুরু হয়ে যায়।’ একই শর্তে আরেক ব্যক্তি বলেন, ‘এই সমস্ত পুকুর খননের সঙ্গে সরকারি দলের নেতা-কর্মীরা জড়িত। যার কারণে প্রশাসন কোনো পদক্ষেপ নেয় না।’
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, ঘটনার সংবাদ পাওয়া মাত্রই পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনা ঘটেছে। আজ শনিবার বিকেলে শহরের হাজীগঞ্জ নবীগঞ্জ খেয়াঘাটে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ৯ জন যাত্রী নদীতে পড়ে গেলে আশপাশের ট্রলার এসে তাদের দ্রুত উদ্ধার করে। এই ঘটনায় কোনো নিখোঁজ নেই বলে জানিয়েছে পুলিশ।
১৪ মিনিট আগেগত ৫ আগস্টের পর জামিনে জেল থেকে বের হওয়া শীর্ষ সন্ত্রাসীরা কে কোথায়, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে তাদের অবস্থান শনাক্ত এবং অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে নিয়মিত অভিযান চলছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা প্রধান রেজাউল করিম মল্লিক। শনিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে
১৭ মিনিট আগেমৌলভীবাজারের কুলাউড়ায় রাজাপুর সেতুসংলগ্ন এলাকার বালুমহালের ইজারা স্থায়ীভাবে বন্ধ করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। আজ শনিবার সেতুসংলগ্ন স্থানে হাজীপুর, শরীফপুর ও পৃথিমপাশা ইউনিয়নবাসীর আয়োজনে মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।
৩০ মিনিট আগেবগুড়ার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটিকে ‘অবৈধ পকেট কমিটি’ আখ্যা দিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে বাতিলের দাবি জানিয়েছেন সংগঠনের একাংশের নেতারা। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে বগুড়া জেলা স্কুলের প্রধান ফটকের সামনে সংবাদ সম্মেলন করে এমন দাবি করেন তাঁরা।
১ ঘণ্টা আগে