Ajker Patrika

উজিরপুরে বাবাকে কুপিয়ে হত্যা, ছেলে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
গ্রামবাসী শাহরিয়ার শিমুলকে ধরে পুলিশের কাছে তুলে দিয়েছেন। ছবি: আজকের পত্রিকা
গ্রামবাসী শাহরিয়ার শিমুলকে ধরে পুলিশের কাছে তুলে দিয়েছেন। ছবি: আজকের পত্রিকা

বরিশালের উজিরপুরে শাহ আলম (৬৫) নামের এক ব্যক্তিকে তাঁর মাদকাসক্ত ছেলে কুপিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। আজ রোববার বিকালে উপজেলার বড়াকোঠা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের খাটিয়ালপাড়া সিকদার বাড়ির সামনে এই হত্যাকাণ্ড ঘটে। ঘটনার পরপরই গ্রামবাসী ছেলে শাহরিয়ার শিমুলকে (৩৫) ধরে পুলিশের হাতে তুলে দেন।

প্রতিবেশীরা জানান, শিমুল অনেক দিন ধরে মাদকাসক্ত। এ কারণে বাবা-ছেলের প্রায়ই ঝগড়াবিবাধ হতো। আজ সকালে দুজনের মধ্যে কথা–কাটাকাটি হয়। এর জেরে বিকেলে ধারালো অস্ত্র দিয়ে শিমুল তাঁর বাবার গলায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই মারা যান শাহ আলম।

প্রতিবেশী শামসুল হক জানান, দিনমজুর শাহ আলম দুই বিয়ে করেছেন। শিমুল তাঁর প্রথম পক্ষের সন্তান। আগে ছেলের সঙ্গে তাঁর ভালো সম্পর্ক ছিল। কয়েক বছর আগে শিমুল মাদকাসক্ত হয়ে পড়লে বাবা-ছেলের সম্পর্ক খারাপ হতে শুরু করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম জানান, শিমুলকে গ্রেপ্তার করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালাল বিমানবন্দরে আগুনের সূত্রপাত ও হতাহতের বিষয়ে যা জানা গেল

প্রায় ২৫০ কারখানার পণ্য পুড়ে যাওয়ার আশঙ্কা করছি: বিজিএমইএ সভাপতি

শাহজালালের কার্গো ভিলেজে কী ধরনের পণ্য থাকে

বিমানবন্দরের মতো কৌশলগত স্থাপনায় আগুন নিরাপত্তা ঘাটতির স্পষ্ট প্রমাণ: জামায়াত আমির

এখনো যথেষ্ট আগুন রয়েছে, তবে নিয়ন্ত্রণে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত