Ajker Patrika

জলাবদ্ধ স্কুলের মাঠ, ভোগান্তিতে শিক্ষক-শিক্ষার্থীরা

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি  
বগুড়া শাজাহানপুর উপজেলার আড়িয়া রহিমাবাদ বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ পানিতে তলিয়ে রয়েছে। আজ মঙ্গলবার তোলা। ছবি: আজকের পত্রিকা
বগুড়া শাজাহানপুর উপজেলার আড়িয়া রহিমাবাদ বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ পানিতে তলিয়ে রয়েছে। আজ মঙ্গলবার তোলা। ছবি: আজকের পত্রিকা

পানি নিষ্কাশনের কোনো সুব্যবস্থা না থাকায় আশপাশের এলাকার পানি গড়িয়ে প্রায় সারা বছরই জলাবদ্ধ থাকে বগুড়া শাজাহানপুর উপজেলার আড়িয়া রহিমাবাদ বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠটি। বৃষ্টি বেশি হলে মাঠের পানি শ্রেণিকক্ষ পর্যন্ত তলিয়ে যায়। স্কুলের মাঠ নোংরা পানিতে তলিয়ে থাকায় ভোগান্তিতে পড়েছে শিক্ষক-শিক্ষার্থীরা। ব্যাহত হচ্ছে শিক্ষার পরিবেশ।

গত আট বছরের বেশি সময় ধরে স্কুলটিতে এমন জলাবদ্ধতার সমস্যা চলেছে। গত চার বছরে পরিস্থিতি আরও শোচনীয় হয়েছে। আর গত দুই মাস ধরে জমে থাকা পানি স্কুলের বারান্দা ছুঁইছুঁই করছে।

জানতে চাইলে ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক সালমা খাতুন বন্যা আজকের পত্রিকাকে বলেন, ‘স্কুলের মাঠ অপেক্ষাকৃত নিচু। আশপাশের সমস্ত পানি গড়িয়ে মাঠে জমা হয়। এতে স্কুলের মাঠ ভরে পানি শ্রেণিকক্ষে ঢুকে যায়। গত আট বছরের বেশি সময় ধরে আমরা এই সমস্যায় রয়েছি।’ তিনি বলেন, ‘মহাসড়ক চার লেনে উন্নীত হওয়ার ফলে স্কুলের পাশের ড্রেন সড়কের ভেতরে চলে গেছে। এখন পানি নিষ্কাশনের আর কোনো ব্যবস্থা নেই। গত চার বছর ধরে পানি জমার এই সমস্যা প্রকট হয়েছে। আমরা নারী শিক্ষকেরা স্কুলে ঢুকতে পারছি না। ছাত্ররাও পানি মাড়িয়ে স্কুলে আসতে চায় না। এলেও ঝুঁকি থাকে।’

স্কুলের প্রধান শিক্ষক রীনা আক্তার বলেন, ‘পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় আমরা বিপদে পড়েছি। স্থানীয় জনপ্রতিনিধিরাও সাহায্যে এগিয়ে আসছেন না। সমস্যা সমাধানে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে লিখিতভাবে জানিয়েছি। ঢাকা অফিস থেকে গত বছর লোকজন এসে পরিদর্শন করে গেছেন। কিন্তু সমাধান এখনো পাই নাই।’

এ ব্যাপারে কথা বলতে আড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমানের সঙ্গে যোগাযোগ করতে পরিষদে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। তাঁর ব্যবহৃত ব্যক্তিগত মোবাইল ফোনে একাধিকবার কল করলেও সেটি বন্ধ পাওয়া যায়।

জানতে চাইলে উপজেলা শিক্ষা কর্মকর্তা বেঞ্জুয়ারা বেগম বলেন, ‘পানির ভেতরে শিক্ষার্থীরা স্কুলে আসতে না পারলেও শিক্ষকদের অবশ্যই আসতে হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা করব।’

এ বিষয়ে শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাইফুর রহমান বলেন, ‘আমরা চেষ্টা করছি, শিগগির একটা ব্যবস্থা হবে। প্রকৌশলীসহ স্থানটি পরিদর্শন করে দ্রুত একটা উপায় বের করার চেষ্টা করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বদলির আদেশ ছিঁড়ে বরখাস্ত হলেন এনবিআরের ১৪ কর্মকর্তা

দরপত্র ছাড়াই জুলাই স্মৃতি জাদুঘরের কাজ পেল দুই প্রতিষ্ঠান, এরা কারা

ট্রাকে করে ৪৩ হাজার পৃষ্ঠার নথি ইসিতে জমা দিয়েও নিবন্ধন পেল না এনসিপি

বিধি লঙ্ঘন করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হলেন এনসিপি নেতা

বিমানবন্দর থেকেই ৯৬ বাংলাদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত