Ajker Patrika

উল্লাপাড়ার কামারপল্লির ব্যস্ততা বেড়ে গেছে

প্রতিনিধি, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) 
আপডেট : ১৪ জুলাই ২০২১, ১১: ২৯
উল্লাপাড়ার কামারপল্লির ব্যস্ততা বেড়ে গেছে

ঈদুল আজহা ঘিরে ব্যস্ততা বেড়ে গেছে কামারপল্লির। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টু–টাং শব্দে মুখরিত এখন উল্লাপাড়ার কামারপল্লি। উপজেলার প্রত্যন্ত এলাকা থেকে অনেকেই দা, বঁটি, ছুরি, কাটারি প্রস্তুত করতে ছুটছেন কামারপাড়ায়। পুরোনো দা-বঁটি আগুনে পুড়িয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে তা আবার নতুনরূপে তৈরি করে দিচ্ছেন তাঁরা। অনেকে নতুন প্রস্তুত করা জিনিস কামারদের সঙ্গে দামাদামি করে কিনে নিয়ে যাচ্ছেন।

কোমলেশ কর্মকার বলেন, ‘আর কয়েক দিন পর কোরবানির ঈদ। আর এই ঈদে গরুর মাংস প্রস্তুত করার জন্য ধারালো দা, বঁটি, ছুরি, কাটারির দরকার হয়। এই সময়ে অনেকে পুরোনো জিনিস ধার দিতে নিয়ে আসেন। কেউবা আমার প্রস্তুত করা নতুন জিনিস কিনে নিয়ে যান। তবে বর্তমানে করোনার কারণে বেচা–বিক্রি আগের চেয়ে কম। পশুর হাট এখনো সেভাবে বসেনি। তাই অনেকেই এখনো পশু কিনতে পারেননি।’

কামারপল্লিতে কাটারি কিনতে আসা সবুজ মিয়া বলেন, ‘প্রতিবছরের মতো এ বছরও গরু কোরবানি করব। তাই মাংস প্রস্তুত করার জন্য ধারালো অস্ত্রের প্রয়োজন। তবে এবারে জিনিসের দাম একটু বেশি।’ বড় ছুরি ৭০০, ছোট ছুরি ৩০ থেকে ৫০ টাকা ও কাটারি বড়–ছোট ভিত্তিতে ৪০০ থেকে ৫০০ টাকা দরে বিক্রি করা হচ্ছে বলে জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত