Ajker Patrika

বগুড়ায় ছুরিকাঘাতে কলেজছাত্র খুন

বগুড়া প্রতিনিধি
বগুড়ায় ছুরিকাঘাতে কলেজছাত্র খুন

বগুড়ায় আজহারুল ইসলাম শান্ত (২২) নামে এক কলেজছাত্রকে ছুরিকাঘাতে খুন করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার বিকেল ৫ টার দিকে শহরের চকফরিদ কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত শান্ত সারিয়াকান্দি উপজেলার কুপতলা গ্রামের আবুল হোসেনের ছেলে। শান্ত শহরের ফুলদীঘি পুর্বপাড়ায় পরিবারের সঙ্গে বসবাস করতেন। তিনি সুখানপুকুর সৈয়দ আহম্মেদ কলেজের স্নাতকের (পাশ) ছাত্র ছিল।

বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহিনুজ্জামান এতথ্য নিশ্চিত করেছেন।

নিহত শান্তর বাবা আবুল হোসেন আজকের পত্রিকাকে বলেন,‘তার ছেলে লেখাপড়ার পাশাপাশি ইন্টারনেট সংযোগের কাজ করতো। আজ শনিবার বিকেলে শান্ত বাসা থেকে বের হয়ে নোট আনার জন্য চক ফরিদ কলোনি এলাকায় যায়। 

সেখানে দুর্বৃত্তরা তাকে ধরে উপর্যুপরি ছুরিকাঘাত করে ফেলে রেখে যায়। পরে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ পরিদর্শক শাহিনুজ্জামান বলেন, ‘প্রাথমিকভাবে খুনের পেছনের কোনো কারন জানা যায়নি। খুনের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত