বাঘা (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর বাঘায় একই কলেজের তিনজন শিক্ষক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সম্প্রতি অনুষ্ঠিত ইউপি নির্বাচনে নিজ নিজ এলাকা থেকে বিজয়ী হন তাঁরা। তিনজনই বাঘা উপজেলার বাউসা মহাবিদ্যালয়ের শিক্ষক।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চতুর্থ ধাপের নির্বাচনে বাউসা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ নুর মোহাম্মদ তুফান স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোটরসাইকেল প্রতীকে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি উপজেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক (বহিষ্কৃত) ও জেলা পরিষদের নির্বাচিত সদস্য ছিলেন। সম্প্রতি তিনি অবসরে গেছেন বলে জানা গেছে।
বাউসা ইউনিয়ন পরিষদ নির্বাচনকালীন আওয়ামী লীগের দলীয় প্রার্থীর ওপর হামলা অভিযোগে করা মামলায় বর্তমানে তিনি কারাগারে। জেল থেকেই নির্বাচন করে চেয়ারম্যান হিসেবে বিজয়ী হয়েছেন।
অপরদিকে একই কলেজের শিক্ষক রফিকুল ইসলাম রফিক আড়ানি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি বাউসা মহাবিদ্যালয়ের হিসাববিদ্যা বিষয়ের শিক্ষক। রফিকুল ইসলাম রফিক আড়ানি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান।
গত ২৮ নভেম্বর তৃতীয় ধাপের নির্বাচনে একই কলেজের বাংলা বিষয়ের শিক্ষক মোখলেসুর রহমান লালপুর উপজেলার আড়বাব ইউনিয়ন থেকে স্বতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহী) প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। মোখলেসুর রহমান আড়বাব ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি (বহিষ্কৃত) ও লালপুর উপজেলা কৃষক লীগের আহ্বায়ক ছিলেন।
এ বিষয়ে আড়ানি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান বাউসা মহাবিদ্যালয়ের শিক্ষক রফিকুল ইসলাম রফিক বলেন, ‘আমরা একই কলেজে আলাদা বিষয়ে শিক্ষকতা করি। নিজ নিজ এলাকায় আওয়ামী লীগের রাজনীতি করি। আমি আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নিয়ে দ্বিতীয়বারের মতো নৌকার প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছি। অন্য দুজন স্বতন্ত্র হিসেবে নির্বাচন করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।’
রাজশাহীর বাঘায় একই কলেজের তিনজন শিক্ষক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সম্প্রতি অনুষ্ঠিত ইউপি নির্বাচনে নিজ নিজ এলাকা থেকে বিজয়ী হন তাঁরা। তিনজনই বাঘা উপজেলার বাউসা মহাবিদ্যালয়ের শিক্ষক।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চতুর্থ ধাপের নির্বাচনে বাউসা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ নুর মোহাম্মদ তুফান স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোটরসাইকেল প্রতীকে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি উপজেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক (বহিষ্কৃত) ও জেলা পরিষদের নির্বাচিত সদস্য ছিলেন। সম্প্রতি তিনি অবসরে গেছেন বলে জানা গেছে।
বাউসা ইউনিয়ন পরিষদ নির্বাচনকালীন আওয়ামী লীগের দলীয় প্রার্থীর ওপর হামলা অভিযোগে করা মামলায় বর্তমানে তিনি কারাগারে। জেল থেকেই নির্বাচন করে চেয়ারম্যান হিসেবে বিজয়ী হয়েছেন।
অপরদিকে একই কলেজের শিক্ষক রফিকুল ইসলাম রফিক আড়ানি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি বাউসা মহাবিদ্যালয়ের হিসাববিদ্যা বিষয়ের শিক্ষক। রফিকুল ইসলাম রফিক আড়ানি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান।
গত ২৮ নভেম্বর তৃতীয় ধাপের নির্বাচনে একই কলেজের বাংলা বিষয়ের শিক্ষক মোখলেসুর রহমান লালপুর উপজেলার আড়বাব ইউনিয়ন থেকে স্বতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহী) প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। মোখলেসুর রহমান আড়বাব ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি (বহিষ্কৃত) ও লালপুর উপজেলা কৃষক লীগের আহ্বায়ক ছিলেন।
এ বিষয়ে আড়ানি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান বাউসা মহাবিদ্যালয়ের শিক্ষক রফিকুল ইসলাম রফিক বলেন, ‘আমরা একই কলেজে আলাদা বিষয়ে শিক্ষকতা করি। নিজ নিজ এলাকায় আওয়ামী লীগের রাজনীতি করি। আমি আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নিয়ে দ্বিতীয়বারের মতো নৌকার প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছি। অন্য দুজন স্বতন্ত্র হিসেবে নির্বাচন করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।’
শ্রীপুর পৌরসভার চৌরাস্তা এলাকার দুটি গুরুত্বপূর্ণ সড়কের এক কিলোমিটারজুড়ে পিচ উঠে গেছে, বেরিয়ে এসেছে নিচের পাথর। কোথাও কোথাও তৈরি হয়েছে বড় গর্ত, তাতে জমেছে বৃষ্টির পানি। ছোট গাড়ি থেকে শুরু করে কনটেইনারবাহী ট্রাক পর্যন্ত এসব গর্তের ভেতর দিয়ে হেলেধুলে চলাচল করছে। যানজটও লেগে থাকছে দীর্ঘ সময়।
১৪ মিনিট আগেবিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা—বিশেষ করে ক্যাফেটেরিয়া, অদম্য বাংলা, কটকা, লেকসাইড ওয়াকওয়ে, ছাত্রী হল রোড, খাজা গেট এলাকায় দলবদ্ধভাবে ঘোরাফেরা করছে কুকুর। এতে এসব স্থানে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে বলে জানান শিক্ষক-শিক্ষার্থীরা।
২২ মিনিট আগেঢাকার আশুলিয়ায় উল্টো পথে চলা একটি অটোরিকশা লরির নিচে চাপা পড়ে নারী ও শিশুসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। নিহতরা হলেন আলতাফ (৫০), নূরজাহান (২৪) ও শিশু আব্দুল্লাহ (৪)। দুর্ঘটনাটি ঘটে রোববার (৩ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল কেন্দ্রীয় মসজিদের সামনে।
২ ঘণ্টা আগেপৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মধ্যকুল সরদারপাড়ায় সরেজমিন ঘুরে দেখা গেছে, বাড়িঘরে পানি ঢুকে পড়েছে, তলিয়ে গেছে চলাচলের একমাত্র পথ। ১ নম্বর ওয়ার্ডের সাহাপাড়া খ্রিষ্টান মিশনের পাশের সড়কেও পানি উঠে এসেছে।
২ ঘণ্টা আগে