Ajker Patrika

অনিয়ম ঢাকতে মেয়রের দায়িত্ব হস্তান্তরে গড়িমসি

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি 
অনিয়ম ঢাকতে মেয়রের দায়িত্ব হস্তান্তরে গড়িমসি

নারী কেলেঙ্কারির অভিযোগে বরখাস্ত হয়েছেন রাজশাহীর পুঠিয়া পৌরসভার মেয়র আল মামুন খান। তিনি দায়িত্ব ছেড়ে দেওয়ার চার দিন পেরিয়ে গেছে। অথচ নানা অনিয়মের কারণে ১ নম্বর প্যানেল মেয়রকে দায়িত্ব বুঝে না দেওয়ার অভিযোগ উঠেছে। কাউন্সিলররা বলছেন, বরখাস্ত হওয়ার বিষয়টি গোপন রেখে সহকারী প্রকৌশলী ও প্রশাসনিক কর্মকর্তা নিয়মবহির্ভূতভাবে মেয়রকে ২২ দিন দায়িত্ব পালন করার সুযোগ করে দিয়েছেন। এ সময়ের মধ্যে বিভিন্ন বিল বাবদ ৩২ লাখ টাকা লেনদেন করেছেন। আর তাঁদের অনিয়ম ঢাকতে প্যানেল মেয়রকে দায়িত্ব বুঝিয়ে দিতে তাঁরা গড়িমসি করছেন।

প্যানেল মেয়র ও কাউন্সিলর কামাল হোসেন বলেন, নিয়মানুযায়ী কোনো কারণে মেয়রের অনুপস্থিতিতে ১ নম্বর প্যানেল মেয়র দায়িত্ব পালন করবেন। তবে এখানে সহকারী প্রকৌশলী, ভারপ্রাপ্ত সচিব শহিদুল ইসলাম ও প্রশাসনিক কর্মকর্তা এ কে ফজলুল হক টুটুল সেই দায়িত্ব দিতে গড়িমসি শুরু করেছেন।

কামাল হোসেন আরও বলেন, মেয়র বরখাস্ত হওয়ার পরও ২২ দিন দায়িত্ব পালন করেছেন। এ সময় তাঁদের যোগসাজশে পৌরসভার মোটা অঙ্কের অর্থ নয়ছয় করার আশঙ্কা আছে। আর সেই কারণে তাঁরা নানা অজুহাতে প্যানেল মেয়রকে দায়িত্ব দিতে চাচ্ছেন না।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কাউন্সিলর বলেন, পৌরসভার নাটেরগুরু সহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম। তিনি প্রশাসনিক কর্মকর্তার সহযোগিতায় একটি সিন্ডিকেট চক্র গড়ে তুলেছেন। আর পৌরসভা গঠনের ২১ বছরের মধ্যে ২০ বছর ধরে শহিদুল ইসলাম এখানে কর্মরত। আর সেই সুযোগে তিনি নানা অনিয়ম ও দুর্নীতি করে আসছেন। তাঁর বিরুদ্ধে কাউন্সিলর শফিকুল ইসলাম রুহুল সম্প্রতি বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন। তবে এ বিষয়ে প্রশাসনিক কর্মকর্তা এ কে ফজলুল হক টুটুলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো বক্তব্য দেবেন না বলে জানান।

এ ব্যাপারে সহকারী প্রকৌশলী ও ভারপ্রাপ্ত সচিব শহিদুল ইসলাম বলেন, ‘১৪ ডিসেম্বর আমরা চিঠি হাতে পেয়েছি। আর চিঠি পাওয়ার পর ওই দিনই মেয়র দায়িত্ব ছেড়ে দিয়েছেন।’

প্যানেল মেয়রকে দায়িত্ব না দেওয়ার বিষয়ে জানতে চাইলে শহিদুল ইসলাম বলেন, দপ্তরে কিছু জটিলতার কারণে সব কাউন্সিলরদের ডাকা হয়নি। চলতি সপ্তাহের যেকোনো দিন সবাইকে ডেকে প্যানেল মেয়রের কাছে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে। আর তাঁর বিরুদ্ধে দপ্তরে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এটা আমার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হামলাকারীদের উসকানি, স্থানীয় সাংবাদিক গ্রেপ্তার

৪ দাবি নিয়ে মার্কিন চাপ, বাংলাদেশের সায় ৩ শর্তে

রাজশাহী টেক্সটাইল মিলসে তৈরি হচ্ছে মানিব্যাগ, জুতা

রাবিতে শিক্ষক নিয়োগে জামায়াত নেতার সুপারিশ, উপ-উপাচার্যের ফেসবুক থেকে ভাইরাল

স্ত্রীকে ঘরে রেখে তালা দিয়ে পুড়িয়ে মারলেন স্বামী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত