Ajker Patrika

পাবনায় পূর্ববিরোধের জেরে যুবক খুন

পাবনা ও সাঁথিয়া প্রতিনিধি
আমিরুল ইসলাম। ছবি; সংগৃহীত
আমিরুল ইসলাম। ছবি; সংগৃহীত

পাবনার সাঁথিয়া পূর্ববিরোধের জেরে আমিরুল ইসলাম (৪২) নামের এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগের কর্মীদের বিরুদ্ধে। আজ সোমবার উপজেলার গৌরীগ্রাম ইউনিয়নের চকপাটা উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত আমিরুল ইসলাম উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের ক্ষেতুপাড়া গ্রামের লোহাই প্রামাণিকের ছেলে এবং ক্ষেতুপাড়া উচ্চবিদ্যালয়ের অফিস সহকারী ছিলেন।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমরা ঘটনাস্থলে আছি। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করছি। পরে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।’

নিহতের পরিবার, প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ক্ষেতুপাড়া এলাকার খালেক, ইমু ও মিঠুর সঙ্গে নিহত আমিরুলের পূর্ববিরোধ চলছিল। সেই বিরোধের জেরে আজ রাত ৮টার দিকে আমিরুলের ভাই আশরাফকে মারধর করেন তাঁরা।

এ খবর শুনে আমিরুল সেখানে গেলে অভিযুক্তরা তাঁকে সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে গিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যান। এ সময় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অভিযুক্তরা স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

পাগল বেশে রাস্তায় মেয়েদের উত্ত্যক্ত করা কন্টেন্ট ক্রিয়েটর সম্পর্কে যা জানা গেল

প্রধান উপদেষ্টার নতুন বিশেষ সহকারী কে এই আনিসুজ্জামান চৌধুরী

সেনাবাহিনীর ভূমিকা নিয়ে জাতিসংঘের ফলকার তুর্কের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল আইএসপিআর

হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত