Ajker Patrika

টিকা না নিয়েই মিলল সনদ

প্রতিনিধি, তানোর (রাজশাহী) 
টিকা না নিয়েই মিলল সনদ

নিবন্ধনের পর করোনাভাইরাসের টিকার কোনো ডোজ না নিয়েই টিকা গ্রহণের সনদ মিলেছে। কেবল নিবন্ধন করায় অনলাইনে চলে এসেছে এই সনদ। এই ঘটনা ঘটেছে রাজশাহীর তানোর পৌরশহরের গোল্লাপাড়া বাজারের হোটেল ব্যবসায়ী মোন্তাজ আলী (৫৩) ও তাঁর সহধর্মীনি পারভীন বেগমের (৪৩) সঙ্গে।

তাঁরা করোনাভাইরাসের টিকা নিতে গত ২৩ ফেব্রুয়ারি অনলাইনে নিবন্ধন করেন। পরে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ২৫ ফেব্রুয়ারি টিকা গ্রহণের জন্য মেসেজ পান। তবে সেদিন তানোরের বাইরে অবস্থান করায় টিকা নিতে পারেননি মোন্তাজ-পারভীন দম্পত্তি।

এর আট সপ্তাহ পর তাঁদের কাছে টিকার দ্বিতীয় ডোজ গ্রহণের নির্দেশনা আসে স্বাস্থ্য অধিদপ্তরের ‘কোভিড১৯ ভ্যাক্স’ এর পক্ষ থেকে। তবে প্রথম ডোজ গ্রহণ না করায় এবং হাসপাতালে টিকা স্বল্পতার খবরে ওই তারিখেও তাঁরা টিকা নিতে পারেননি।

এর কিছুদিন পরে দুজনের কাছে কোভিড১৯ ভ্যাক্সের আরেকটি করে মেসেজ আসে। সেখানে উল্লেখ ছিল, ‘আপনার দ্বিতীয় ডোজ গ্রহণ সম্পন্ন হয়েছে।  অথবা অ্যাপ থেকে ভ্যাকসিন সনদ গ্রহণ করুন।’ এই মেসেজ পেয়ে অনলাইনের লিঙ্কে প্রবেশ করে নিজেদের নামে টিকা গ্রহণের সনদ পান মোন্তাজ ও পারভীন দম্পত্তি।

মোন্তাজ আলী বলেন, নিয়ম অনুযায়ী ভ্যাকসিন নেওয়ার পরই কেবল ভ্যাকসিন গ্রহণের সনদ দেওয়া হয়ে থাকে। তবে তাঁদের ক্ষেত্রে উল্টো হয়েছে। বিষয়টি নিয়ে উপজেলা হাসপাতালের দায়িত্বপ্রাপ্তদের জানানোর পর তাঁরা কারিগরি জটিলতার কারণে এ রকম হয়েছে বলে জানান। সেই সঙ্গে আগের টিকা রেজিস্ট্রেশন কার্ড নিয়ে আসলে বিশেষ পন্থায় টিকা দেওয়া হবে বলেও জানান তাঁরা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বার্নাবাস হাঁসদাক বলেন, সুরক্ষা অ্যাপে কারিগরি জটিলতার কারণে এ রকম হতে পারে। তবে অ্যাস্ট্রাজেনেকার টিকার নিবন্ধন করে টিকা গ্রহণ না করায় তাদের এখন সিনোফার্মের টিকা দেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

বিড়াল নির্যাতনের ঘটনায় গ্রামীণফোন ও অ্যারিস্টোফার্মা কেন আলোচনায়

বাগ্‌বিতণ্ডার মধ্যে সাম্যকে ইট ও ধারালো অস্ত্রের আঘাত করা হয়: ডিএমপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত