Ajker Patrika

পানির ট্যাংক পরিষ্কার করতে গিয়ে কৃষকের মৃত্যু

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ২৯ আগস্ট ২০২৩, ১৬: ০৭
পানির ট্যাংক পরিষ্কার করতে গিয়ে কৃষকের মৃত্যু

বগুড়ার শিবগঞ্জে পানির ট্যাংক পরিষ্কার করতে গিয়ে ছাদ থেকে পড়ে কৃষক মো. নবীর উদ্দিন মোল্লার (৬০) মৃত্যু হয়েছে। 

আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার আটমুল ইউনিয়নের ডাবুইর গ্রামে এ ঘটনা ঘটে। 

মৃত মোহাম্মদ নবীর উদ্দিন মোল্লা ডাবুইর গ্রামের মৃত হাবিবুর মোল্লার ছেলে। তিনি কৃষিকাজ করতেন। 

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে বাড়ির ছাদে থাকা পানির ট্যাংক পরিষ্কার করার সময় হঠাৎ ছাদ থেকে মাটিতে পড়ে যান নবীর উদ্দিন। এ সময় তিনি মাথায় আঘাত পান। পরে তাঁকে পরিবারের সদস্যরা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। 

আটমুল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বেলাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত