Ajker Patrika

শিবগঞ্জে ট্রাক্টর যাতায়াত নিয়ে ২ গ্রুপের সংঘর্ষ, আহত ১৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৮ এপ্রিল ২০২৪, ১৯: ৫৪
শিবগঞ্জে ট্রাক্টর যাতায়াত নিয়ে ২ গ্রুপের সংঘর্ষ, আহত ১৫

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বালুবাহী ট্রাক্টর যাতায়াতে বাধা দেওয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও কয়েক দফার সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। 

আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার মনাকষা ইউনিয়নের ঠুঠাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, মনাকষা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সমির উদ্দিনের সমর্থকেরা পদ্মা নদী থেকে বালু তুলে ট্রাক্টরে বিভিন্ন স্থানে বিক্রি করে। ট্রাক্টর চলাচলের কারণে সড়কের ক্ষতি হচ্ছে বলে গতকাল বুধবার বিকেলে একই গ্রামের আওয়ামী লীগ নেতা আলাউদ্দিনের লোকজন ট্রাক্টর যাতায়াতে বাধা দেন। 

এ নিয়ে উভয় গ্রুপের মধ্যে উত্তেজনা তৈরি হলে রাতে সমির ইউপি সদস্য ঠুঠাপাড়া দক্ষিণপাড়া গিয়ে আলাউদ্দিন ও তাঁর লোকজনের সঙ্গে দেখা করে সমাধানের কথা বললে তাঁকে দুই ঘণ্টা আটকে রাখে। পরে ইউপি সদস্যের সমর্থকেরা এসে তাঁকে উদ্ধার করেন। পরদিন বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত আবারও দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হলে উভয় পক্ষের ১৫ জন আহত হন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। 

এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, ‘সামান্য ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মাঝে ভুল-বোঝাবুঝি হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত