রাবি প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার বি ইউনিটের ফল প্রকাশিত হয়েছে। ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত এই ইউনিটের বাণিজ্য, বিজ্ঞান ও মানবিক শাখায় যথাক্রমে ৪৫ দশমিক ৩ শতাংশ, ১১ দশমিক ৫ শতাংশ ও ১৬ দশমিক ৭ শতাংশ পরীক্ষার্থী পাস করেছেন।
আজ বুধবার বেলা পৌনে ১১টায় বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারে এই ফল প্রকাশ করেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে ফল দেখা যাবে।
প্রকাশিত ফল অনুযায়ী এবারের ভর্তি পরীক্ষায় এই ইউনিটে বাণিজ্য শাখায় ১৫ হাজার ৬২৫ জন আবেদনকারীর মধ্যে পরীক্ষায় উপস্থিত ছিলেন ১৪ হাজার ৩৬১ জন। তাঁদের মধ্যে পাস করেছেন ৭ হাজার ৭৭ জন পরীক্ষার্থী। অকৃতকার্য হয়েছেন ৮ হাজার ৩৫৯ জন। ওএমআর বাতিল হয়েছে ১৮ পরীক্ষার্থীর। পাসের হার ৪৫ দশমিক ৩ শতাংশ। প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থীর নম্বর ৮৬ দশমিক ৫।
‘বি’ ইউনিটের বিজ্ঞান শাখায় মোট আবেদন করেন ১১ হাজার ৩৯২ জন। তাঁদের মধ্যে পরীক্ষায় অংশ নেন ৯ হাজার ৫২০ জন। পাস করেছেন ১ হাজার ৩০০ জন। অকৃতকার্য হয়েছেন ৮ হাজার ১৮৯ জন। ওএমআর বাতিল হয়েছে ২৮ পরীক্ষার্থীর। এই শাখায় পাসের হার ১১ দশমিক ৫ শতাংশ। প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থীর নম্বর ৭২।
এই ইউনিটের মানবিক শাখায় মোট আবেদন করেন ৭ হাজার ৫২৪ জন। তাঁদের মধ্যে পরীক্ষায় উপস্থিত ছিলেন ৭ হাজার ১৭ জন। তাঁদের মধ্যে পাস করেছেন ১ হাজার ২৫৭ জন। অকৃতকার্য হয়েছেন ৫ হাজার ৭৪৩ জন। ওএমআর বাতিল হয়েছে ১৭ পরীক্ষার্থীর। পাসের হার ১৬ দশমিক ৭ শতাংশ। প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থীর নম্বর ৭৬ দশমিক ৫।
গত ৭ মার্চ ‘বি’ ইউনিটভুক্ত ব্যবসায় শিক্ষা অনুষদের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই ইউনিটে ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ছয়টি বিভাগ ও ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট আছে। চলতি শিক্ষাবর্ষে বি ইউনিটে আসন রয়েছে ৫১৫টি। ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট থেকে ফল জানতে পারবেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার বি ইউনিটের ফল প্রকাশিত হয়েছে। ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত এই ইউনিটের বাণিজ্য, বিজ্ঞান ও মানবিক শাখায় যথাক্রমে ৪৫ দশমিক ৩ শতাংশ, ১১ দশমিক ৫ শতাংশ ও ১৬ দশমিক ৭ শতাংশ পরীক্ষার্থী পাস করেছেন।
আজ বুধবার বেলা পৌনে ১১টায় বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারে এই ফল প্রকাশ করেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে ফল দেখা যাবে।
প্রকাশিত ফল অনুযায়ী এবারের ভর্তি পরীক্ষায় এই ইউনিটে বাণিজ্য শাখায় ১৫ হাজার ৬২৫ জন আবেদনকারীর মধ্যে পরীক্ষায় উপস্থিত ছিলেন ১৪ হাজার ৩৬১ জন। তাঁদের মধ্যে পাস করেছেন ৭ হাজার ৭৭ জন পরীক্ষার্থী। অকৃতকার্য হয়েছেন ৮ হাজার ৩৫৯ জন। ওএমআর বাতিল হয়েছে ১৮ পরীক্ষার্থীর। পাসের হার ৪৫ দশমিক ৩ শতাংশ। প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থীর নম্বর ৮৬ দশমিক ৫।
‘বি’ ইউনিটের বিজ্ঞান শাখায় মোট আবেদন করেন ১১ হাজার ৩৯২ জন। তাঁদের মধ্যে পরীক্ষায় অংশ নেন ৯ হাজার ৫২০ জন। পাস করেছেন ১ হাজার ৩০০ জন। অকৃতকার্য হয়েছেন ৮ হাজার ১৮৯ জন। ওএমআর বাতিল হয়েছে ২৮ পরীক্ষার্থীর। এই শাখায় পাসের হার ১১ দশমিক ৫ শতাংশ। প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থীর নম্বর ৭২।
এই ইউনিটের মানবিক শাখায় মোট আবেদন করেন ৭ হাজার ৫২৪ জন। তাঁদের মধ্যে পরীক্ষায় উপস্থিত ছিলেন ৭ হাজার ১৭ জন। তাঁদের মধ্যে পাস করেছেন ১ হাজার ২৫৭ জন। অকৃতকার্য হয়েছেন ৫ হাজার ৭৪৩ জন। ওএমআর বাতিল হয়েছে ১৭ পরীক্ষার্থীর। পাসের হার ১৬ দশমিক ৭ শতাংশ। প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থীর নম্বর ৭৬ দশমিক ৫।
গত ৭ মার্চ ‘বি’ ইউনিটভুক্ত ব্যবসায় শিক্ষা অনুষদের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই ইউনিটে ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ছয়টি বিভাগ ও ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট আছে। চলতি শিক্ষাবর্ষে বি ইউনিটে আসন রয়েছে ৫১৫টি। ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট থেকে ফল জানতে পারবেন।
চট্টগ্রাম ওয়াসার পানি উৎপাদন ও চাহিদার মধ্যে প্রতিদিন ৫ কোটি লিটারের ফারাক। অনেক জায়গায় সুপেয় পানির জন্য হাহাকার করছে নগরবাসী। কিন্তু মানুষের ভোগান্তিকে দূরে ঠেলে নতুন মোবাইল কেনা এবং ভ্রমণ বিলাসে মেতেছেন ওয়াসার কর্মকর্তারা। সংস্থার ৯১ কর্মকর্তার জন্য মোবাইল ফোন কেনা এবং ২২
১ ঘণ্টা আগেবঙ্গোপসাগরের তীরঘেঁষা উপকূলীয় জেলা বরগুনার ছয়টি উপজেলায় ১২ লাখ মানুষের বসবাস। তাঁদের চিকিৎসাসেবা নিশ্চিতের জন্য জেলার ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালটি আধুনিকায়নের মাধ্যমে ২৫০ শয্যায় উন্নীত করা হয় ২০১৩ সালে। কিন্তু এক যুগেও হাসপাতালটির শূন্য পদে প্রয়োজনীয় চিকিৎসক ও নার্স নিয়োগ দেওয়া হয়নি।
২ ঘণ্টা আগেব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভায় ৮ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়িত একটি পানি সরবরাহ প্রকল্পে চরম অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। প্রকল্পটি তিন বছর আগে উদ্বোধন করা হলেও আজ পর্যন্ত পৌরবাসীর ঘরে পৌঁছায়নি একফোঁটা পানি। প্রকল্পের কাজ কাগজ-কলমে সম্পন্ন দেখানো হলেও বাস্তবে এর অগ্রগতি ‘শূন্য’। ঠিকাদারি প্রত
২ ঘণ্টা আগেসুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর, শহীদ সিরাজ লেক, শিমুলবাগানসহ পর্যটন এলাকায় গতি আনতে ২০১৮ সালে তাহিরপুরের ডাম্পের বাজার এলাকায় পাটলাই নদের ওপর সেতু নির্মাণ শুরু হয়। তিন বছরের মধ্যে সেতুর কাজ শেষ হওয়ার কথা থাকলেও তা হয়নি। উল্টো গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর সেতু চালু নিয়েই দেখা দিয়েছে অনিশ্চয়তা।
২ ঘণ্টা আগে