আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
জয়পুরহাটের আক্কেলপুরে এক মাদ্রাসাছাত্রীকে (১৬) ধর্ষণের অভিযোগে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে গত সোমবার সকাল পৌনে ১০টার দিকে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের একটি গ্রামে। এ ঘটনায় আজ বিকেলে ওই মাদ্রাসাছাত্রীর বাবা বাদী হয়ে গ্রেপ্তার আসামির নাম উল্লেখ করে ধর্ষণের মামলা করেছেন।
গ্রেপ্তার ওই তরুণের নাম মোবাশ্বের আহম্মেদ ওরফে মোবিন (১৯)। তিনি উপজেলার পূর্ণ গোপীনাথপুর গ্রামের বাসিন্দা। আর ধর্ষণের স্বীকার ওই মাদ্রাসাছাত্রীর বাড়ি জেলার ক্ষেতলাল উপজেলার একটি গ্রামে।
এজাহার সূত্রে জানা গেছে, আক্কেলপুর উপজেলার পূর্ণ গোপীনাথপুর মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী (১৬) গত সোমবার সকাল সাড়ে ৮টার দিকে বাড়ি থেকে বের হয়ে মাদ্রাসায় আসছিল। পথে ওই তরুণ মেয়েটিকে বিয়ের প্রলোভনে গোপীনাথপুর বাজারের এক আত্মীয়র বাড়িতে নিয়ে যান। সেখানে মেয়েটিকে ধর্ষণ করেন। এতে মেয়েটির রক্তক্ষরণ শুরু হয়। তখন ওই তরুণ প্রথমে মেয়েটিকে বগুড়ার দুপচাঁচিয়ার নাহার ক্লিনিকে নিয়ে যান।
সেখানে অবস্থার অবনতি দেখে ওই তরুণ মেয়েটিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসা চলাকালে কর্তব্যরত চিকিৎসক ও পুলিশ ফাঁড়ির পুলিশের সন্দেহ হলে ওই তরুণকে তাদের হেফাজতে নেয়। পরে মেয়েটির পরিবার ও আক্কেলপুর থানা-পুলিশকে খবর দেয়। পরে সেখান থেকে তাঁকে গ্রেপ্তার করে আক্কেলপুর থানায় নিয়ে আসে পুলিশ।
মেয়েটির বাবা বলেন, ‘আমার মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে রক্তাক্ত করেছে। মেয়ের প্রতি এমন ঘটনার বিচার চেয়ে আমি নিজে বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছি।’
আক্কেলপুর থানার পরিদর্শক আবু বকর সিদ্দিক বলেন, ধর্ষণের মামলায় এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। আর মেয়েটি বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
জয়পুরহাটের আক্কেলপুরে এক মাদ্রাসাছাত্রীকে (১৬) ধর্ষণের অভিযোগে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে গত সোমবার সকাল পৌনে ১০টার দিকে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের একটি গ্রামে। এ ঘটনায় আজ বিকেলে ওই মাদ্রাসাছাত্রীর বাবা বাদী হয়ে গ্রেপ্তার আসামির নাম উল্লেখ করে ধর্ষণের মামলা করেছেন।
গ্রেপ্তার ওই তরুণের নাম মোবাশ্বের আহম্মেদ ওরফে মোবিন (১৯)। তিনি উপজেলার পূর্ণ গোপীনাথপুর গ্রামের বাসিন্দা। আর ধর্ষণের স্বীকার ওই মাদ্রাসাছাত্রীর বাড়ি জেলার ক্ষেতলাল উপজেলার একটি গ্রামে।
এজাহার সূত্রে জানা গেছে, আক্কেলপুর উপজেলার পূর্ণ গোপীনাথপুর মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী (১৬) গত সোমবার সকাল সাড়ে ৮টার দিকে বাড়ি থেকে বের হয়ে মাদ্রাসায় আসছিল। পথে ওই তরুণ মেয়েটিকে বিয়ের প্রলোভনে গোপীনাথপুর বাজারের এক আত্মীয়র বাড়িতে নিয়ে যান। সেখানে মেয়েটিকে ধর্ষণ করেন। এতে মেয়েটির রক্তক্ষরণ শুরু হয়। তখন ওই তরুণ প্রথমে মেয়েটিকে বগুড়ার দুপচাঁচিয়ার নাহার ক্লিনিকে নিয়ে যান।
সেখানে অবস্থার অবনতি দেখে ওই তরুণ মেয়েটিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসা চলাকালে কর্তব্যরত চিকিৎসক ও পুলিশ ফাঁড়ির পুলিশের সন্দেহ হলে ওই তরুণকে তাদের হেফাজতে নেয়। পরে মেয়েটির পরিবার ও আক্কেলপুর থানা-পুলিশকে খবর দেয়। পরে সেখান থেকে তাঁকে গ্রেপ্তার করে আক্কেলপুর থানায় নিয়ে আসে পুলিশ।
মেয়েটির বাবা বলেন, ‘আমার মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে রক্তাক্ত করেছে। মেয়ের প্রতি এমন ঘটনার বিচার চেয়ে আমি নিজে বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছি।’
আক্কেলপুর থানার পরিদর্শক আবু বকর সিদ্দিক বলেন, ধর্ষণের মামলায় এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। আর মেয়েটি বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় বিচার ও ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভে নেমেছে শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে স্কুল সংলগ্ন গোলচত্বর এলাকায় তারা বিক্ষোভ শুরু করে।
৩১ মিনিট আগেরাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান বিধ্বস্ত হয়ে নিহত রজনী ইসলামের লাশ দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) সকাল ১০টায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সাদিপুর গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। এর আগে সকাল ৯টায় জানাজা অনুষ্ঠিত হয়।
১ ঘণ্টা আগেনোয়াখালীর হাতিয়া উপজেলার মেঘনা নদীতে নিষিদ্ধ কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান পরিচালনার সময় কোস্ট গার্ডের একটি টহল টিমের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে কোস্টগার্ডের একজন সদস্য ও একজন মাঝি আহত হয়েছে। এ সময় ৩০ লাখ মিটার অবৈধ কারেন্টজালসহ ৩৩ জেলেকে আটক করা হয়েছে।
১ ঘণ্টা আগেজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জে দফায় দফায় সংঘর্ষ ও হামলায় ক্ষতিগ্রস্থ বিভিন্ন স্থাপনা ও স্থান পরিদর্শন করেছেন দুই উপদেষ্টা। আজ মঙ্গলবার সকাল সাড়ে দশটায় সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজও
১ ঘণ্টা আগে