বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের (সিএইচসিপি) গত তিন মাস ধরে বেতন বন্ধ রয়েছে। এতে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন নাটোরের বাগাতিপাড়ার ১৭ জন সিএইচসিপি। কবে নাগাদ বেতন পাবেন সেটিও অনিশ্চিত।
কমিউনিটি ক্লিনিকে কর্মরত সিএইচসিপিরা জানান, প্রতি মাসের ২ থেকে ৩ তারিখের মধ্যে একটি প্রকল্পের মাধ্যমে তাঁরা বেতন পেয়ে থাকেন। কিন্তু গত জুলাই, আগস্ট ও সেপ্টেম্বরের বেতন তাঁরা এখনো পাননি। উপজেলায় ১৭টি কমিউনিটি ক্লিনিকে ১৭ জন সিএইচসিপি রয়েছেন। তাঁরা প্রায় সবাই এই বেতনের ওপর নির্ভরশীল। দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির বাজারে বেতন না পেয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন তাঁরা। কারও-কারও পরিবারে অনেক সময় তিন বেলা খাবারও জুটছে না।
নূরপুর মালঞ্চি কমিউনিটি ক্লিনিকে কর্মরত আক্তারুজ্জামান জানান, বৃদ্ধ বাবা ও ছেলে-মেয়ে দিয়ে মোট ছয়জনের সংসার তাঁর। উপার্জনক্ষম ব্যক্তি তিনি একাই। কমিউনিটি ক্লিনিকে সকাল থেকে বিকেল পর্যন্ত অফিস করায় অন্য কাজ করতে পারেন না। নিজের জমি-জমাও নাই। চাকরির সামান্য বেতনেই তাঁর সংসার চলে। তাও গত তিন মাস ধরে বন্ধ। পরিবার নিয়ে খুব কষ্টে খেয়ে না খেয়ে দিন পার করছেন তিনি।
বাঁশবাড়িয়া কমিউনিটি ক্লিনিকের আরেক সিএইচসিপি রফিকুল ইসলাম বলেন, ‘বাড়ির ভিটা ছাড়া আর কিছুই নাই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই বাজারে সামান্য ওই বেতন দিয়ে টেনেটুনে কোনো রকমে সংসার চালাই। তারপর আবার গত তিন মাস থেকে তাও বন্ধ। দোকানদাররা বাকিতে জিনিস দিতে চাচ্ছেন না। কি যে বিপদে রয়েছি, কাউকে বলে বোঝাতে পারব না।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, ‘একটি প্রকল্পের মাধ্যমে সিএইচসিপিদের বেতন দেওয়া হয়। সারা দেশেই তাঁদের বেতন বন্ধ রয়েছে। অর্থ ছাড় হয়ে এলেই তাঁরা বেতন পাবেন।’
কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের (সিএইচসিপি) গত তিন মাস ধরে বেতন বন্ধ রয়েছে। এতে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন নাটোরের বাগাতিপাড়ার ১৭ জন সিএইচসিপি। কবে নাগাদ বেতন পাবেন সেটিও অনিশ্চিত।
কমিউনিটি ক্লিনিকে কর্মরত সিএইচসিপিরা জানান, প্রতি মাসের ২ থেকে ৩ তারিখের মধ্যে একটি প্রকল্পের মাধ্যমে তাঁরা বেতন পেয়ে থাকেন। কিন্তু গত জুলাই, আগস্ট ও সেপ্টেম্বরের বেতন তাঁরা এখনো পাননি। উপজেলায় ১৭টি কমিউনিটি ক্লিনিকে ১৭ জন সিএইচসিপি রয়েছেন। তাঁরা প্রায় সবাই এই বেতনের ওপর নির্ভরশীল। দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির বাজারে বেতন না পেয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন তাঁরা। কারও-কারও পরিবারে অনেক সময় তিন বেলা খাবারও জুটছে না।
নূরপুর মালঞ্চি কমিউনিটি ক্লিনিকে কর্মরত আক্তারুজ্জামান জানান, বৃদ্ধ বাবা ও ছেলে-মেয়ে দিয়ে মোট ছয়জনের সংসার তাঁর। উপার্জনক্ষম ব্যক্তি তিনি একাই। কমিউনিটি ক্লিনিকে সকাল থেকে বিকেল পর্যন্ত অফিস করায় অন্য কাজ করতে পারেন না। নিজের জমি-জমাও নাই। চাকরির সামান্য বেতনেই তাঁর সংসার চলে। তাও গত তিন মাস ধরে বন্ধ। পরিবার নিয়ে খুব কষ্টে খেয়ে না খেয়ে দিন পার করছেন তিনি।
বাঁশবাড়িয়া কমিউনিটি ক্লিনিকের আরেক সিএইচসিপি রফিকুল ইসলাম বলেন, ‘বাড়ির ভিটা ছাড়া আর কিছুই নাই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই বাজারে সামান্য ওই বেতন দিয়ে টেনেটুনে কোনো রকমে সংসার চালাই। তারপর আবার গত তিন মাস থেকে তাও বন্ধ। দোকানদাররা বাকিতে জিনিস দিতে চাচ্ছেন না। কি যে বিপদে রয়েছি, কাউকে বলে বোঝাতে পারব না।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, ‘একটি প্রকল্পের মাধ্যমে সিএইচসিপিদের বেতন দেওয়া হয়। সারা দেশেই তাঁদের বেতন বন্ধ রয়েছে। অর্থ ছাড় হয়ে এলেই তাঁরা বেতন পাবেন।’
মাদারীপুরের ডাসারে হাত-পা বাঁধা অবস্থায় আজিজুল হাওলাদার (৬০) নামের এক চায়ের দোকানির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ধামুসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
৬ মিনিট আগেঘন কুয়াশার কারণে প্রায় ১১ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দুই পথের উভয় প্রান্তে আটকা পড়ে অ্যাম্বুলেন্স, ব্যক্তিগত গাড়ি, যাত্রীবাহী বাসসহ দুই শতাধিক পণ্যবাহী ট্রাক।
৩২ মিনিট আগেরংপুরে ঘন কুয়াশার কারণে সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একই স্থানে একে একে ছয়টি পরিবহন দুর্ঘটনার কবলে পড়েছে। এতে প্রাণহানির কোনো ঘটনা না ঘটলেও অন্তত ২৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত পরিবহনগুলোর মধ্যে তিনটি যাত্রীবাহী বাসসহ ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান রয়েছে। গাড়িগুলো ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়ার কাজ চলছে...
৩৪ মিনিট আগেচট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে বাসে-ট্রাকে করে মানুষ মাহফিলে আসতে থাকে। বিকেল ৪টা নাগাদ প্যারেড ময়দানের আশপাশের রাস্তাঘাট লোকারণ্য হয়ে যায়, বন্ধ হয়ে যায় যান চলাচল। প্যারেড ময়দানসংলগ্ন চকবাজার তেলিপট্টি মোড় থেকে এক্সেস রোড, অলিখাঁ মোড় থেকে গণি বেকারির মোড় পর্যন্ত যানচলাচল সীমিত হয়ে পড়ে।
১ ঘণ্টা আগে