Ajker Patrika

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে মৃত্যু ১৫ 

প্রতিনিধি, বগুড়া সদর (বগুড়া)
বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে মৃত্যু ১৫ 

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত নয়জন এবং উপসর্গে আরও ছয়জন মারা গেছেন। আজ শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সাজ্জাদ-উল-হক। 

করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত ব্যক্তিদের মধ্যে মোহাম্মদ আলী হাসপাতালে চারজন, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের (শজিমেক) তিনজন এবং বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে হয়ে দুজন। নতুন নয়জনের মৃত্যু নিয়ে জেলায় মোট করোনায় মৃত্যুসংখ্যা দাঁড়াল ৪৫৩ জনে। 

এ ছাড়া করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া ছয়জনের মধ্যে শজিমেক হাসপাতালে চারজন ও মোহাম্মদ আলী হাসপাতালে দুজন রয়েছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছ। 

ডা. সাজ্জাদ-উল-হক জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় ৫১২টি নমুনা পরীক্ষায় করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৭০ জন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৫ হাজার ৪২৭ জন। 

একই সময়ে জেলায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৯৫ জন। এ হিসাবে জেলায় করোনা থেকে মোট সুস্থ হলেন ১৩ হাজার ৩৪৫ জন। বর্তমানে করোনা আক্রান্ত হয়ে জেলায় চিকিৎসাধীন রয়েছেন ১৬২৯ জন রোগী। 

ডা. সাজ্জাদ-উল-হক আরও জানান, নতুন শনাক্তদের মধ্য সদর উপজেলার ৯৬ জন, শাজাহানপুরের ১৪ জন, শিবগঞ্জ ও ধুনটে নয়জন করে, গাবতলীতে সাতজন, সারিয়াকান্দি, দুপচাঁচিয়ায়, নন্দীগ্রাম ও শেরপুরে ছয়জন করে, কাহালুতে পাঁচজন, সোনাতলায় চারজন ও আদমদীঘি উপজেলায় দুজন রয়েছেন। নমুনা পরীক্ষার ফলাফলে জেলায় করোনা শনাক্তের হার ৩৩ দশমিক দুই শতাংশ। 

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, গত ২৪ ঘণ্টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের পিসি আর ল্যাবে ২৮২টি নমুনা পরীক্ষায় ৮৭ জন শনাক্ত হন। এ ছাড়া জিন এক্সপার্ট মেশিনে ২৪টি নমুনায় ১২ জনের, অ্যান্টিজেন পরীক্ষায় ১৬২টি নমুনায় ৫৫ জনের করোনা শনাক্ত হয়। আর বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজের পিসি আর ল্যাবে ৪৪টি নমুনা পরীক্ষায় ১৬ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত