বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে যমজ তিন কন্যাসন্তানের জন্মের পর তাদের লালনপালন নিয়ে দুশ্চিন্তায় পড়েছে পরিবার। গত রোববার উপজেলার বনপাড়া এলাকার একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে ওই শিশুদের জন্ম হয়। মা ও শিশুরা সুস্থ আছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
জন্মদানকারী মায়ের নাম আম্বিয়া বেগম (২৬)। তিনি উপজেলার জোনাইল ইউনিয়নের সাড়াবাড়িয়া গ্রামের নুর ইসলামের স্ত্রী। নুর ইসলাম একজন শারীরিক প্রতিবন্ধী এবং পেশায় সোনার দোকানের কর্মচারী।
আম্বিয়া খাতুন বলেন, ‘২০১১ সালে আমাদের বিয়ে হয়। বিয়ে পরের বছর একটি ছেলেসন্তানের জন্ম হয়েছে। একটি কন্যাসন্তানের জন্য অনেক দিন ধরে চেষ্টা করছিলাম। এভাবে যে তিন কন্যার জন্ম হবে ভাবতে পারিনি। তাদের জন্ম হওয়ায় আমার পরিবার অনেক খুশি। তবে লালনপালন নিয়ে দুশ্চিন্তায় আছি।’
নুর ইমলাম বলেন, ‘আমি একটি জুয়েলারির দোকানের কর্মচারী। সামান্য কিছু টাকা বেতন দিয়ে সংসার চলে। তিন সন্তানের জন্মের দিন থেকে দুধ কিনতে হিমশিম খেতে হচ্ছে। আত্মীয়স্বজনের কাছ থেকে ধারদেনা করে সব কাজ করছি। শুধু তাই নয়, হাসপাতালের বিল তো রয়েছেই।
নুর ইমলাম আরও বলেন, ‘আমার ছেলেসন্তানটি অসুস্থ। তার গলায় অপারেশন করাতে হবে। সবকিছু মিলিয়ে আমার সন্তানদের সঠিকভাবে চাহিদা পূরণ নিয়ে চিন্তায় আছি।’
হাসপাতালের কর্তব্যরত ডাক্তার ইমরান হোসাইন বলেন, শিশু ও মা সুস্থ আছে। জন্মের সময় দুটি শিশুর ওজন ২ কেজি করে ও একটির ২ কেজি ২০০ গ্রাম হয়েছিল।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়াম খাতুন বলেন, উপজেলা প্রশাসন থেকে সহযোগিতার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
নাটোরের বড়াইগ্রামে যমজ তিন কন্যাসন্তানের জন্মের পর তাদের লালনপালন নিয়ে দুশ্চিন্তায় পড়েছে পরিবার। গত রোববার উপজেলার বনপাড়া এলাকার একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে ওই শিশুদের জন্ম হয়। মা ও শিশুরা সুস্থ আছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
জন্মদানকারী মায়ের নাম আম্বিয়া বেগম (২৬)। তিনি উপজেলার জোনাইল ইউনিয়নের সাড়াবাড়িয়া গ্রামের নুর ইসলামের স্ত্রী। নুর ইসলাম একজন শারীরিক প্রতিবন্ধী এবং পেশায় সোনার দোকানের কর্মচারী।
আম্বিয়া খাতুন বলেন, ‘২০১১ সালে আমাদের বিয়ে হয়। বিয়ে পরের বছর একটি ছেলেসন্তানের জন্ম হয়েছে। একটি কন্যাসন্তানের জন্য অনেক দিন ধরে চেষ্টা করছিলাম। এভাবে যে তিন কন্যার জন্ম হবে ভাবতে পারিনি। তাদের জন্ম হওয়ায় আমার পরিবার অনেক খুশি। তবে লালনপালন নিয়ে দুশ্চিন্তায় আছি।’
নুর ইমলাম বলেন, ‘আমি একটি জুয়েলারির দোকানের কর্মচারী। সামান্য কিছু টাকা বেতন দিয়ে সংসার চলে। তিন সন্তানের জন্মের দিন থেকে দুধ কিনতে হিমশিম খেতে হচ্ছে। আত্মীয়স্বজনের কাছ থেকে ধারদেনা করে সব কাজ করছি। শুধু তাই নয়, হাসপাতালের বিল তো রয়েছেই।
নুর ইমলাম আরও বলেন, ‘আমার ছেলেসন্তানটি অসুস্থ। তার গলায় অপারেশন করাতে হবে। সবকিছু মিলিয়ে আমার সন্তানদের সঠিকভাবে চাহিদা পূরণ নিয়ে চিন্তায় আছি।’
হাসপাতালের কর্তব্যরত ডাক্তার ইমরান হোসাইন বলেন, শিশু ও মা সুস্থ আছে। জন্মের সময় দুটি শিশুর ওজন ২ কেজি করে ও একটির ২ কেজি ২০০ গ্রাম হয়েছিল।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়াম খাতুন বলেন, উপজেলা প্রশাসন থেকে সহযোগিতার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
মাদারীপুরের ডাসারে হাত-পা বাঁধা অবস্থায় আজিজুল হাওলাদার (৬০) নামের এক চায়ের দোকানির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ধামুসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
৬ মিনিট আগেঘন কুয়াশার কারণে প্রায় ১১ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দুই পথের উভয় প্রান্তে আটকা পড়ে অ্যাম্বুলেন্স, ব্যক্তিগত গাড়ি, যাত্রীবাহী বাসসহ দুই শতাধিক পণ্যবাহী ট্রাক।
৩২ মিনিট আগেরংপুরে ঘন কুয়াশার কারণে সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একই স্থানে একে একে ছয়টি পরিবহন দুর্ঘটনার কবলে পড়েছে। এতে প্রাণহানির কোনো ঘটনা না ঘটলেও অন্তত ২৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত পরিবহনগুলোর মধ্যে তিনটি যাত্রীবাহী বাসসহ ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান রয়েছে। গাড়িগুলো ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়ার কাজ চলছে...
৩৩ মিনিট আগেচট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে বাসে-ট্রাকে করে মানুষ মাহফিলে আসতে থাকে। বিকেল ৪টা নাগাদ প্যারেড ময়দানের আশপাশের রাস্তাঘাট লোকারণ্য হয়ে যায়, বন্ধ হয়ে যায় যান চলাচল। প্যারেড ময়দানসংলগ্ন চকবাজার তেলিপট্টি মোড় থেকে এক্সেস রোড, অলিখাঁ মোড় থেকে গণি বেকারির মোড় পর্যন্ত যানচলাচল সীমিত হয়ে পড়ে।
১ ঘণ্টা আগে