Ajker Patrika

তাড়াশে লক্ষাধিক টাকার কারেন্ট জাল জব্দ

প্রতিনিধি, তাড়াশ (সিরাজগঞ্জ) 
আপডেট : ০৮ জুলাই ২০২১, ১২: ০১
Thumbnail image

সিরাজগঞ্জের তাড়াশে বিনসাড়া হাটে অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে দেওয়া হয়েছে। গতকাল বুধবার বিকেলে তাড়াশ উপজেলা মৎস্য কর্মকর্তা মশগুল আজাদের নেতৃত্বে মৎস্য অফিসের কর্মকর্তারা বিনসাড়া হাটে অভিযান পরিচালনা করে ওই অবৈধ কারেন্ট জালগুলো জব্দ করেন। 

এ সময় অভিযানকারী দলের উপস্থিতি টের পেয়ে অবৈধ কারেন্ট জাল ক্রেতা-বিক্রেতারা পালিয়ে যান। পরে জব্দকৃত অবৈধ কারেন্ট জালগুলো হাটে উপস্থিত জনসম্মুখে পুড়িয়ে দেওয়া হয়। 

এ প্রসঙ্গে উপজেলা মৎস্য কর্মকর্তা মশগুল আজাদ বলেন, কারেন্ট জাল ডিমওয়ালা মা মাছ ও ছোট মাছ ধ্বংস করে দেয়। তাই মা মাছ ও ছোট মাছ রক্ষার্থে তাড়াশ উপজেলার প্রতিটি হাটবাজারে অবৈধ কারেন্ট জালের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত