সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জ-৩ আসনের (রায়গঞ্জ-তাড়াশ) সাবেক সংসদ সদস্য ডা. আব্দুল আজিজকে কারাগার এলাকা থেকে আটক করে পুলিশে দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্ররা।
আজ মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার কান্দাপাড়ায় সিরাজগঞ্জ জেলা কারাগার এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মুনতাসির মেহেদী হাসান বলেন, ‘বিশ্বস্ত সূত্রে জানতে পারি, সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল আজিজ কারাগার থেকে জামিনে ছাড়া পাচ্ছেন। এমন খবরে আমরা কারাগারের সামনে যাই এবং জেল সুপারের সঙ্গে মোবাইলে কথা বলি। তিনি বিষয়টি নিশ্চিত করেন। এরপর জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে কথা বলি। পরে ১০ মিনিটের মধ্যে সাবেক এমপি আব্দুল আজিজকে কারাগার থেকে বের করে দেওয়া হয়। তিনি কারাগারের বাইরে এলে কারাফটক থেকে বৈষম্যবিরোধী ছাত্রনেতারা আজিজকে ধরে থানায় নিয়ে যান।
থানায় নেওয়ার সময় চলন্ত গাড়ির মধ্যে সাবেক এমপি আব্দুল আজিজ ছাত্রদের বলেন, ‘তোমরা আমাকে ছেড়ে দাও। তোমাদের ৫ কোটি টাকা দেব। আমরা তাঁকে সিরাজগঞ্জ সদর থানা-পুলিশের কাছে হস্তান্তর করি। আব্দুল আজিজ ছাত্র হত্যাকারী। তাঁর জামিন আমরা মেনে নিতে পারি না।’
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হুমায়ুন কবির বলেন, ‘সাবেক এমপি আব্দুল আজিজকে ছাত্ররা থানায় নিয়ে আসেন। তাঁর বিরুদ্ধে মামলার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’
এদিকে সাবেক এমপি আব্দুল আজিজের গ্রেপ্তারের বিষয়টি ছড়িয়ে পড়লে থানার সামনে ছাত্র-জনতা ভিড় করে। বিএনপির নেতা-কর্মীরা আব্দুল আজিজের ফাঁসির দাবিতে স্লোগান দেন।
সিরাজগঞ্জ জেলা কারাগারের জেলার আবু নুর রেজা বলেন, ‘আমি ছুটিতে আছি। সাবেক এমপির ঘটনার বিষয়ে আমি কিছু বলতে পারব না।’
সিরাজগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের গাড়িবহরে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় গত ৩ ফেব্রুয়ারি রাতে ঢাকার কলাবাগান থেকে আব্দুল আজিজকে গ্রেপ্তার করে র্যাব। এই মামলায় আদালতে জামিন নিয়ে আজ কারাগার থেকে মুক্তি পান আব্দুল আজিজ। পারে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা তাঁকে আটক করে পুলিশে দেয়।
সিরাজগঞ্জ-৩ আসনের (রায়গঞ্জ-তাড়াশ) সাবেক সংসদ সদস্য ডা. আব্দুল আজিজকে কারাগার এলাকা থেকে আটক করে পুলিশে দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্ররা।
আজ মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার কান্দাপাড়ায় সিরাজগঞ্জ জেলা কারাগার এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মুনতাসির মেহেদী হাসান বলেন, ‘বিশ্বস্ত সূত্রে জানতে পারি, সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল আজিজ কারাগার থেকে জামিনে ছাড়া পাচ্ছেন। এমন খবরে আমরা কারাগারের সামনে যাই এবং জেল সুপারের সঙ্গে মোবাইলে কথা বলি। তিনি বিষয়টি নিশ্চিত করেন। এরপর জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে কথা বলি। পরে ১০ মিনিটের মধ্যে সাবেক এমপি আব্দুল আজিজকে কারাগার থেকে বের করে দেওয়া হয়। তিনি কারাগারের বাইরে এলে কারাফটক থেকে বৈষম্যবিরোধী ছাত্রনেতারা আজিজকে ধরে থানায় নিয়ে যান।
থানায় নেওয়ার সময় চলন্ত গাড়ির মধ্যে সাবেক এমপি আব্দুল আজিজ ছাত্রদের বলেন, ‘তোমরা আমাকে ছেড়ে দাও। তোমাদের ৫ কোটি টাকা দেব। আমরা তাঁকে সিরাজগঞ্জ সদর থানা-পুলিশের কাছে হস্তান্তর করি। আব্দুল আজিজ ছাত্র হত্যাকারী। তাঁর জামিন আমরা মেনে নিতে পারি না।’
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হুমায়ুন কবির বলেন, ‘সাবেক এমপি আব্দুল আজিজকে ছাত্ররা থানায় নিয়ে আসেন। তাঁর বিরুদ্ধে মামলার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’
এদিকে সাবেক এমপি আব্দুল আজিজের গ্রেপ্তারের বিষয়টি ছড়িয়ে পড়লে থানার সামনে ছাত্র-জনতা ভিড় করে। বিএনপির নেতা-কর্মীরা আব্দুল আজিজের ফাঁসির দাবিতে স্লোগান দেন।
সিরাজগঞ্জ জেলা কারাগারের জেলার আবু নুর রেজা বলেন, ‘আমি ছুটিতে আছি। সাবেক এমপির ঘটনার বিষয়ে আমি কিছু বলতে পারব না।’
সিরাজগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের গাড়িবহরে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় গত ৩ ফেব্রুয়ারি রাতে ঢাকার কলাবাগান থেকে আব্দুল আজিজকে গ্রেপ্তার করে র্যাব। এই মামলায় আদালতে জামিন নিয়ে আজ কারাগার থেকে মুক্তি পান আব্দুল আজিজ। পারে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা তাঁকে আটক করে পুলিশে দেয়।
রাজধানীর মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমানটি বিধ্বস্ত হওয়ার প্রায় ১ ঘণ্টা পর উদ্ধার করা হয় এর পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলামকে। তখনো তাঁর দেহে প্রাণ ছিল। প্যারাস্যুট না খোলায় পাইলট অনিয়ন্ত্রিত গতিতে মূল দুর্ঘটনাস্থলের অদূরেই পড়ে গুরুতর আহত হন। তবে ভয়াবহ..
৬ ঘণ্টা আগেঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীর ভুরঘাটা বাসস্ট্যান্ড থেকে উজিরপুরের জয়শ্রী পর্যন্ত ২৩ কিলোমিটার অংশে প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে সংস্কারকাজ করা হচ্ছে। কিন্তু সেই কাজ শেষ না হতেই আবার অসংখ্য খানাখন্দ সৃষ্টি হয়েছে। এতে প্রতিদিনই ঝুঁকি নিয়ে চলাচল করছে শত শত দূরপাল্লার বাস, ট্রাকসহ স্থানীয় যানবাহন।
৬ ঘণ্টা আগেআসল দুধের সঙ্গে সোডা, পাম তেল, ডিটারজেন্ট, হাইড্রোজেন পার-অক্সাইডসহ বিভিন্ন উপাদান মিশিয়ে বিপুল পরিমাণ ভেজাল দুধ তৈরি করা হতো। সরবরাহ করা হতো স্থানীয় প্রাণ দুগ্ধ সংগ্রহ কেন্দ্রে। সেই দুধ চলে যেত রাজধানী ঢাকাসহ সারা দেশে।
৬ ঘণ্টা আগেগ্রামীণ এলাকায় গড়ে তোলা হয়েছে মুরগির খামার। সেই খামারের গন্ধ ছড়িয়ে পড়ছে বসতবাড়িতে। এখানেই শেষ নয়, মুরগির বিষ্ঠা ফেলা হচ্ছে গ্রামের খালে। এতে দুর্গন্ধ যেমন ছড়াচ্ছে, তেমনি নষ্ট হচ্ছে জলাধারের পরিবেশ। এলাকাবাসী অভিযোগ করলে দেওয়া হচ্ছে হুমকি। প্রশাসনের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়ার পরও থামছে না পরিবেশদূষণ।
৭ ঘণ্টা আগে