Ajker Patrika

শিবগঞ্জে সাপের ছোবলে অটোচালকের মৃত্যু

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ১৪ আগস্ট ২০২৩, ১৮: ১০
শিবগঞ্জে সাপের ছোবলে অটোচালকের মৃত্যু

বগুড়ার শিবগঞ্জে সাপের ছোবলে শিপুল মোহন্ত (৩৫) নামের এক সিএনজিচালিত অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। 

গতকাল রোববার রাত ১২টার দিকে উপজেলার মোকামতলা ইউনিয়নের চকরামচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। শিপুল মোহন্ত ওই গ্রামের শচীন মোহন্তের ছেলে। 

স্থানীয় বাসিন্দা কৃষ্ণা রানী জানান, শিপুল মোহন্ত গতকাল রাত ১২টার দিকে অটোরিকশা চালিয়ে বাড়ি ফেরেন। পরে বাড়ির বাইরে বের হলে তাঁকে গোখরো সাপ ছোবল দেয়। স্থানীয়রা প্রথমে দুদু মিয়া নামের এক ওঝার কাছে নিয়ে যান। সেখানে ঝাড়ফুঁক করে ভালো না হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

মোকামতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান হাবিব সবুজ সাপের ছোবলে মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত