Ajker Patrika

নিজ ঘর থেকে গৃহকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ০৭ অক্টোবর ২০২১, ২২: ৩৬
নিজ ঘর থেকে গৃহকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার মালশন গ্রামের একটি বাড়ি থেকে কালাম হোসেন (৪২) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি নওগাঁ সদর উপজেলার খাট্রা সাহাপুর গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে।

পুলিশ জানায়, আজ দুপুরে পরিবারের লোকজন নিজ ঘরের ফ্যানের সঙ্গে কালাম হোসেনের ঝুলন্ত মরদেহ দেখতে পায়। এরপর তাঁরা টাউন ফাঁড়ি পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে নিহতের মৃতদেহ উদ্ধার করে। 

এ বিষয়ে সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির পরিদর্শক আরিফুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় আদমদীঘি থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত