লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ নিহত ও ইপিজেডের ১৪ শ্রমিক আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের উধনপাড়া গ্রামে ও ঈশ্বরদী ইউনিয়নের পালিদেহা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুনতাজ আলী (৭৮) বিলমাড়িয়া ইউনিয়নের উধনপাড়া গ্রামের মৃত সুলতান মণ্ডলের ছেলে। সকাল ৬টার দিকে নিজ বাড়ির সামনে দাঁড়িয়ে থাকার সময় লালপুর থেকে বাঘা অভিমুখী একটি দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে ধাক্কা দেয়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে সকাল সাড়ে ৯টার দিকে তিনি মারা যান। সন্ধ্যায় জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন তাঁর ভাই মো. মকবুল হোসেন।
অন্যদিকে সকাল পৌনে ৭টার দিকে ঈশ্বরদী ইউনিয়নের পালিদেহা গ্রামে ইপিজেড শ্রমিক পরিবহনকারী দুটি ইঞ্জিনচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন আহত হন।
স্থানীয় লোকজন জানায়, এক শ্রমিককে গাড়িতে ওঠানোর সময় পেছন থেকে দ্রুতগতির অপর একটি ভ্যান এসে ধাক্কা দেয়। এতে উভয় ভ্যানে থাকা শ্রমিকেরা আহত হন। তাঁদের লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়।
আহত ব্যক্তিদের মধ্যে নবীনগরের আফসানা খাতুন (২২), উত্তর লালপুরের মিতা খাতুন (২৩) ও তিলকপুরের মো. লিমনকে (২৪) আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. মুনজুর রহমান।
লালপুর থানার ওসি (তদন্ত) মো. মমিনুজ্জামান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করে। ঘাতক ট্রাক ও দুটি ভ্যান জব্দ করা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
নাটোরের লালপুরে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ নিহত ও ইপিজেডের ১৪ শ্রমিক আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের উধনপাড়া গ্রামে ও ঈশ্বরদী ইউনিয়নের পালিদেহা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুনতাজ আলী (৭৮) বিলমাড়িয়া ইউনিয়নের উধনপাড়া গ্রামের মৃত সুলতান মণ্ডলের ছেলে। সকাল ৬টার দিকে নিজ বাড়ির সামনে দাঁড়িয়ে থাকার সময় লালপুর থেকে বাঘা অভিমুখী একটি দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে ধাক্কা দেয়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে সকাল সাড়ে ৯টার দিকে তিনি মারা যান। সন্ধ্যায় জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন তাঁর ভাই মো. মকবুল হোসেন।
অন্যদিকে সকাল পৌনে ৭টার দিকে ঈশ্বরদী ইউনিয়নের পালিদেহা গ্রামে ইপিজেড শ্রমিক পরিবহনকারী দুটি ইঞ্জিনচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন আহত হন।
স্থানীয় লোকজন জানায়, এক শ্রমিককে গাড়িতে ওঠানোর সময় পেছন থেকে দ্রুতগতির অপর একটি ভ্যান এসে ধাক্কা দেয়। এতে উভয় ভ্যানে থাকা শ্রমিকেরা আহত হন। তাঁদের লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়।
আহত ব্যক্তিদের মধ্যে নবীনগরের আফসানা খাতুন (২২), উত্তর লালপুরের মিতা খাতুন (২৩) ও তিলকপুরের মো. লিমনকে (২৪) আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. মুনজুর রহমান।
লালপুর থানার ওসি (তদন্ত) মো. মমিনুজ্জামান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করে। ঘাতক ট্রাক ও দুটি ভ্যান জব্দ করা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে আজ বুধবার সকাল থেকেই উত্তপ্ত গোপালগঞ্জ। পুলিশের গাড়িতে হামলার পর অগ্নিসংযোগ, ইউএনওর গাড়িতে হামলা, এনসিপির সমাবেশ মঞ্চে ভাঙচুর এবং পরে পদযাত্রায় নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে।
১৪ মিনিট আগেগোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশের পর পদযাত্রায় হামলার ঘটনা ঘটেছে। আজ বুধবার দুপুরের পর এ ঘটনা ঘটে। পরে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এ অবস্থায় গোপালগঞ্জ পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ে আশ্রয় নেন এনসিপির কেন্দ্রীয় নেতারা।
১৫ মিনিট আগেকক্সবাজারে বন্ধুদের সঙ্গে সাগরে গোসল করতে নেমে রাইয়ান নূর আবু সামি (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল ১১টার দিকে সৈকতের কবিতা চত্ত্বর পয়েন্টে এ ঘটনা ঘটেছে। সি-সেফ লাইফগার্ডের সুপারভাইজার ওসমান গনি এ তথ্য নিশ্চিত করেছেন।
৩৬ মিনিট আগেগোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশস্থলে হামলার উপযুক্ত জবাব দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
৪২ মিনিট আগে