Ajker Patrika

স্কুল থেকে বাড়ি ফেরা হলো না ফাতেমার

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
আপডেট : ২২ মার্চ ২০২৩, ১৬: ০৫
স্কুল থেকে বাড়ি ফেরা হলো না ফাতেমার

নওগাঁর আত্রাইয়ে স্কুল থেকে বাড়ি ফেরার পথে অটো চার্জার ভ্যানের চাপায় ছয় বছরের শিক্ষার্থী ফাতেমা খাতুন নিহত হয়েছে। আজ বুধবার দুপুরে আত্রাই-ভবানীগঞ্জ রাস্তার জাতআমরুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুটি উপজেলার জাতআমরুল উত্তরপাড়া গ্রামের উজ্জ্বল হোসেনের মেয়ে এবং আহসানগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্রী।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আত্রাই থানার উপপরিদর্শক (এসআই) সাম মোহাম্মদ বলেন, শিশুটি তার মায়ের হাত ধরে স্কুল থেকে বাড়ি ফিরছিল। এ সময় আত্রাই-ভবানীগঞ্জ রাস্তার জামআমরুল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা টিনবোঝাই একটি অটো চার্জার ভ্যান শিশুটিকে চাপা দেয়। এ সময় গুরুতর আহত শিশুটিকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার সময় চালক পালিয়ে গেলেও স্থানীয়রা ভ্যানটি জব্দ করে ইউনিয়ন পরিষদের রেখেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা রোকসানা হাপি বলেন, ভ্যানে চাপা পড়ে শিশুটির মাথা ও মুখে ক্ষত হয়েছে। ঘটনাস্থলেই শিশুটি নিহত হয়।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার বলেন, শিশুটির মরদেহ হাসপাতালে রয়েছে। এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত