রাবি প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় গত মঙ্গলবার তিন সদস্যের একটি উচ্চতর তদন্ত কমিটি গঠন করে হল প্রশাসন। কমিটিকে দুই কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়। আজ বৃহস্পতিবার নির্ধারিত সময় শেষ হলেও প্রতিবেদন জমা দেয়নি তদন্ত কমিটি। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন হল প্রাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর হোসেন।
প্রাধ্যক্ষ বলেন, ‘তদন্ত কমিটিকে দুই কার্যদিবস সময় দেওয়া হয়েছিল। আজ বৃহস্পতিবার নির্ধারিত সময় শেষ হলেও তারা এখন পর্যন্ত আমার কাছে তদন্ত প্রতিবেদন জমা দেয়নি।’
তদন্ত কমিটির আহ্বায়ক ও হলের আবাসিক শিক্ষক অধ্যাপক অনুপম হীরা মণ্ডল বলেন, ‘এখন পর্যন্ত আমরা প্রতিবেদন জমা দিইনি। আজকে কমিটির সদস্যদের নিয়ে মিটিংয়ে বসব। আর আজকে আমাদের হাতে আরও কিছু তথ্য আসবে। সেগুলো একত্রে করার পর যদি মনে হয় প্রতিবেদন দাখিল করার মতো, তাহলে আমরা দাখিল করব। তবে পূর্ণ তদন্তের জন্য আমাদের আরও এক দিন সময় লাগতে পারে।’
প্রসঙ্গত, গত শনিবার হলের অতিথিকক্ষে বসাকে কেন্দ্র করে রাত ১১টা থেকে দিবাগত রাত আড়াইটা পর্যন্ত ছাত্রলীগের দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও ছয়টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় দফায় দফায় রামদা ও লাঠিসোঁটা হাতে একে অপরকে ধাওয়া দেয়।
বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হল গেট ও মাদার বখ্শ হলের মধ্যবর্তী স্থানে দুই পক্ষ অবস্থান নিয়ে এ হামলা চালায়। পরদিন সকালে তথ্য পাচারের অভিযোগ সোহরাওয়ার্দী হলের নিরাপত্তা প্রহরী মনিরুল ইসলামকে মারধর করেন সভাপতির অনুসারীরা।
দুই পক্ষ সংঘর্ষে জড়ানোর পর গত সোমবার রাতে এক নেতাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে একপক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় তারা রামদা, রড, লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেয়। এরপর দিবাগত রাত সোয়া ৩টার দিকে হল প্রশাসন ও পুলিশ সদস্যরা হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে তল্লাশি করেন। অভিযান শেষে মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে নেতা-কর্মীরা ঘটনাস্থল ত্যাগ করেন। এরপর পরিস্থিতি স্বাভাবিক হয়।
ঘটনা তদন্তের জন্য গত মঙ্গলবার সন্ধ্যায় তিন সদস্যবিশিষ্ট একটি ‘উচ্চতর তদন্ত কমিটি’ গঠন করে হল প্রশাসন। কমিটির আহ্বায়ক করা হয়েছে হলের আবাসিক শিক্ষক অধ্যাপক ড. অনুপম হীরা মণ্ডলকে। বাকি দুজন সদস্য হলেন আবাসিক শিক্ষক ড. মো. ফারুক হোসেন ও তানজিল ভূঞা।
আরও পড়ুন:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় গত মঙ্গলবার তিন সদস্যের একটি উচ্চতর তদন্ত কমিটি গঠন করে হল প্রশাসন। কমিটিকে দুই কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়। আজ বৃহস্পতিবার নির্ধারিত সময় শেষ হলেও প্রতিবেদন জমা দেয়নি তদন্ত কমিটি। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন হল প্রাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর হোসেন।
প্রাধ্যক্ষ বলেন, ‘তদন্ত কমিটিকে দুই কার্যদিবস সময় দেওয়া হয়েছিল। আজ বৃহস্পতিবার নির্ধারিত সময় শেষ হলেও তারা এখন পর্যন্ত আমার কাছে তদন্ত প্রতিবেদন জমা দেয়নি।’
তদন্ত কমিটির আহ্বায়ক ও হলের আবাসিক শিক্ষক অধ্যাপক অনুপম হীরা মণ্ডল বলেন, ‘এখন পর্যন্ত আমরা প্রতিবেদন জমা দিইনি। আজকে কমিটির সদস্যদের নিয়ে মিটিংয়ে বসব। আর আজকে আমাদের হাতে আরও কিছু তথ্য আসবে। সেগুলো একত্রে করার পর যদি মনে হয় প্রতিবেদন দাখিল করার মতো, তাহলে আমরা দাখিল করব। তবে পূর্ণ তদন্তের জন্য আমাদের আরও এক দিন সময় লাগতে পারে।’
প্রসঙ্গত, গত শনিবার হলের অতিথিকক্ষে বসাকে কেন্দ্র করে রাত ১১টা থেকে দিবাগত রাত আড়াইটা পর্যন্ত ছাত্রলীগের দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও ছয়টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় দফায় দফায় রামদা ও লাঠিসোঁটা হাতে একে অপরকে ধাওয়া দেয়।
বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হল গেট ও মাদার বখ্শ হলের মধ্যবর্তী স্থানে দুই পক্ষ অবস্থান নিয়ে এ হামলা চালায়। পরদিন সকালে তথ্য পাচারের অভিযোগ সোহরাওয়ার্দী হলের নিরাপত্তা প্রহরী মনিরুল ইসলামকে মারধর করেন সভাপতির অনুসারীরা।
দুই পক্ষ সংঘর্ষে জড়ানোর পর গত সোমবার রাতে এক নেতাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে একপক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় তারা রামদা, রড, লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেয়। এরপর দিবাগত রাত সোয়া ৩টার দিকে হল প্রশাসন ও পুলিশ সদস্যরা হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে তল্লাশি করেন। অভিযান শেষে মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে নেতা-কর্মীরা ঘটনাস্থল ত্যাগ করেন। এরপর পরিস্থিতি স্বাভাবিক হয়।
ঘটনা তদন্তের জন্য গত মঙ্গলবার সন্ধ্যায় তিন সদস্যবিশিষ্ট একটি ‘উচ্চতর তদন্ত কমিটি’ গঠন করে হল প্রশাসন। কমিটির আহ্বায়ক করা হয়েছে হলের আবাসিক শিক্ষক অধ্যাপক ড. অনুপম হীরা মণ্ডলকে। বাকি দুজন সদস্য হলেন আবাসিক শিক্ষক ড. মো. ফারুক হোসেন ও তানজিল ভূঞা।
আরও পড়ুন:
রাজধানীর মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমানটি বিধ্বস্ত হওয়ার প্রায় ১ ঘণ্টা পর উদ্ধার করা হয় এর পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলামকে। তখনো তাঁর দেহে প্রাণ ছিল। প্যারাস্যুট না খোলায় পাইলট অনিয়ন্ত্রিত গতিতে মূল দুর্ঘটনাস্থলের অদূরেই পড়ে গুরুতর আহত হন। তবে ভয়াবহ..
৪ ঘণ্টা আগেঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীর ভুরঘাটা বাসস্ট্যান্ড থেকে উজিরপুরের জয়শ্রী পর্যন্ত ২৩ কিলোমিটার অংশে প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে সংস্কারকাজ করা হচ্ছে। কিন্তু সেই কাজ শেষ না হতেই আবার অসংখ্য খানাখন্দ সৃষ্টি হয়েছে। এতে প্রতিদিনই ঝুঁকি নিয়ে চলাচল করছে শত শত দূরপাল্লার বাস, ট্রাকসহ স্থানীয় যানবাহন।
৪ ঘণ্টা আগেআসল দুধের সঙ্গে সোডা, পাম তেল, ডিটারজেন্ট, হাইড্রোজেন পার-অক্সাইডসহ বিভিন্ন উপাদান মিশিয়ে বিপুল পরিমাণ ভেজাল দুধ তৈরি করা হতো। সরবরাহ করা হতো স্থানীয় প্রাণ দুগ্ধ সংগ্রহ কেন্দ্রে। সেই দুধ চলে যেত রাজধানী ঢাকাসহ সারা দেশে।
৪ ঘণ্টা আগেগ্রামীণ এলাকায় গড়ে তোলা হয়েছে মুরগির খামার। সেই খামারের গন্ধ ছড়িয়ে পড়ছে বসতবাড়িতে। এখানেই শেষ নয়, মুরগির বিষ্ঠা ফেলা হচ্ছে গ্রামের খালে। এতে দুর্গন্ধ যেমন ছড়াচ্ছে, তেমনি নষ্ট হচ্ছে জলাধারের পরিবেশ। এলাকাবাসী অভিযোগ করলে দেওয়া হচ্ছে হুমকি। প্রশাসনের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়ার পরও থামছে না পরিবেশদূষণ।
৫ ঘণ্টা আগে