রাবি প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় গত মঙ্গলবার তিন সদস্যের একটি উচ্চতর তদন্ত কমিটি গঠন করে হল প্রশাসন। কমিটিকে দুই কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়। আজ বৃহস্পতিবার নির্ধারিত সময় শেষ হলেও প্রতিবেদন জমা দেয়নি তদন্ত কমিটি। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন হল প্রাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর হোসেন।
প্রাধ্যক্ষ বলেন, ‘তদন্ত কমিটিকে দুই কার্যদিবস সময় দেওয়া হয়েছিল। আজ বৃহস্পতিবার নির্ধারিত সময় শেষ হলেও তারা এখন পর্যন্ত আমার কাছে তদন্ত প্রতিবেদন জমা দেয়নি।’
তদন্ত কমিটির আহ্বায়ক ও হলের আবাসিক শিক্ষক অধ্যাপক অনুপম হীরা মণ্ডল বলেন, ‘এখন পর্যন্ত আমরা প্রতিবেদন জমা দিইনি। আজকে কমিটির সদস্যদের নিয়ে মিটিংয়ে বসব। আর আজকে আমাদের হাতে আরও কিছু তথ্য আসবে। সেগুলো একত্রে করার পর যদি মনে হয় প্রতিবেদন দাখিল করার মতো, তাহলে আমরা দাখিল করব। তবে পূর্ণ তদন্তের জন্য আমাদের আরও এক দিন সময় লাগতে পারে।’
প্রসঙ্গত, গত শনিবার হলের অতিথিকক্ষে বসাকে কেন্দ্র করে রাত ১১টা থেকে দিবাগত রাত আড়াইটা পর্যন্ত ছাত্রলীগের দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও ছয়টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় দফায় দফায় রামদা ও লাঠিসোঁটা হাতে একে অপরকে ধাওয়া দেয়।
বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হল গেট ও মাদার বখ্শ হলের মধ্যবর্তী স্থানে দুই পক্ষ অবস্থান নিয়ে এ হামলা চালায়। পরদিন সকালে তথ্য পাচারের অভিযোগ সোহরাওয়ার্দী হলের নিরাপত্তা প্রহরী মনিরুল ইসলামকে মারধর করেন সভাপতির অনুসারীরা।
দুই পক্ষ সংঘর্ষে জড়ানোর পর গত সোমবার রাতে এক নেতাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে একপক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় তারা রামদা, রড, লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেয়। এরপর দিবাগত রাত সোয়া ৩টার দিকে হল প্রশাসন ও পুলিশ সদস্যরা হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে তল্লাশি করেন। অভিযান শেষে মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে নেতা-কর্মীরা ঘটনাস্থল ত্যাগ করেন। এরপর পরিস্থিতি স্বাভাবিক হয়।
ঘটনা তদন্তের জন্য গত মঙ্গলবার সন্ধ্যায় তিন সদস্যবিশিষ্ট একটি ‘উচ্চতর তদন্ত কমিটি’ গঠন করে হল প্রশাসন। কমিটির আহ্বায়ক করা হয়েছে হলের আবাসিক শিক্ষক অধ্যাপক ড. অনুপম হীরা মণ্ডলকে। বাকি দুজন সদস্য হলেন আবাসিক শিক্ষক ড. মো. ফারুক হোসেন ও তানজিল ভূঞা।
আরও পড়ুন:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় গত মঙ্গলবার তিন সদস্যের একটি উচ্চতর তদন্ত কমিটি গঠন করে হল প্রশাসন। কমিটিকে দুই কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়। আজ বৃহস্পতিবার নির্ধারিত সময় শেষ হলেও প্রতিবেদন জমা দেয়নি তদন্ত কমিটি। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন হল প্রাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর হোসেন।
প্রাধ্যক্ষ বলেন, ‘তদন্ত কমিটিকে দুই কার্যদিবস সময় দেওয়া হয়েছিল। আজ বৃহস্পতিবার নির্ধারিত সময় শেষ হলেও তারা এখন পর্যন্ত আমার কাছে তদন্ত প্রতিবেদন জমা দেয়নি।’
তদন্ত কমিটির আহ্বায়ক ও হলের আবাসিক শিক্ষক অধ্যাপক অনুপম হীরা মণ্ডল বলেন, ‘এখন পর্যন্ত আমরা প্রতিবেদন জমা দিইনি। আজকে কমিটির সদস্যদের নিয়ে মিটিংয়ে বসব। আর আজকে আমাদের হাতে আরও কিছু তথ্য আসবে। সেগুলো একত্রে করার পর যদি মনে হয় প্রতিবেদন দাখিল করার মতো, তাহলে আমরা দাখিল করব। তবে পূর্ণ তদন্তের জন্য আমাদের আরও এক দিন সময় লাগতে পারে।’
প্রসঙ্গত, গত শনিবার হলের অতিথিকক্ষে বসাকে কেন্দ্র করে রাত ১১টা থেকে দিবাগত রাত আড়াইটা পর্যন্ত ছাত্রলীগের দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও ছয়টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় দফায় দফায় রামদা ও লাঠিসোঁটা হাতে একে অপরকে ধাওয়া দেয়।
বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হল গেট ও মাদার বখ্শ হলের মধ্যবর্তী স্থানে দুই পক্ষ অবস্থান নিয়ে এ হামলা চালায়। পরদিন সকালে তথ্য পাচারের অভিযোগ সোহরাওয়ার্দী হলের নিরাপত্তা প্রহরী মনিরুল ইসলামকে মারধর করেন সভাপতির অনুসারীরা।
দুই পক্ষ সংঘর্ষে জড়ানোর পর গত সোমবার রাতে এক নেতাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে একপক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় তারা রামদা, রড, লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেয়। এরপর দিবাগত রাত সোয়া ৩টার দিকে হল প্রশাসন ও পুলিশ সদস্যরা হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে তল্লাশি করেন। অভিযান শেষে মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে নেতা-কর্মীরা ঘটনাস্থল ত্যাগ করেন। এরপর পরিস্থিতি স্বাভাবিক হয়।
ঘটনা তদন্তের জন্য গত মঙ্গলবার সন্ধ্যায় তিন সদস্যবিশিষ্ট একটি ‘উচ্চতর তদন্ত কমিটি’ গঠন করে হল প্রশাসন। কমিটির আহ্বায়ক করা হয়েছে হলের আবাসিক শিক্ষক অধ্যাপক ড. অনুপম হীরা মণ্ডলকে। বাকি দুজন সদস্য হলেন আবাসিক শিক্ষক ড. মো. ফারুক হোসেন ও তানজিল ভূঞা।
আরও পড়ুন:
চট্টগ্রাম নগরীতে চলন্ত অটোরিকশায় পেট্রল বোমা হামলা করেছে দুর্বৃত্তরা। এতে দুই নারী যাত্রী দগ্ধ হয়েছেন। আজ রোববার ভোরে নগরীর বায়েজিদ বোস্তামী থানার আতুরার ডিপো চামড়ার গুদামসংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। দগ্ধ যাত্রীরা হলেন লায়লা বেগম (৫০) ও তাঁর পুত্রবধূ ঝরনা বেগম (৩০)। তাঁরা রাউজান পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের
১১ মিনিট আগেরাজশাহী জেলা পুলিশ লাইনসের ব্যারাকের শৌচাগারে এক কনস্টেবলের ঝুলন্ত লাশ পাওয়া গেছে। মাসুদ রানা (৩৪) নামের ওই কনস্টেবল গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে পুলিশ জানাচ্ছে। আজ রোববার সকালে ব্যারাকের শৌচাগারে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়। মাসুদ রানা রাজশাহীর বাগমারা থানার যোগীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত
৪১ মিনিট আগেরাজধানীর ওয়ারীর একটি বাসা থেকে মোহাম্মদ মুঈদ (৩২) ও স্ত্রী আইরিন আক্তার রত্না (৩৫) নামে এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত ৯টার দিকে ওয়ারী থানার ওয়ার স্ট্রিটের জমজম টাওয়ারের পাঁচতলার একটি বাসা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।
৪২ মিনিট আগেগত ১৮ ফেব্রুয়ারি বহিরাগত সন্ত্রাসী কর্তৃক শিক্ষার্থীদের ওপর হামলা ও আহত করা, ভিসিসহ শিক্ষকদের লাঞ্ছিত ও প্রতিটি বিশৃঙ্খল ঘটনার সঙ্গে জড়িতদের সুষ্ঠু বিচার নিশ্চিত না হলে শিক্ষকেরা পাঠদানে ফিরবেন না বলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির জরুরি সাধারণ সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।
১ ঘণ্টা আগে