কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের কামারখন্দে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সিদ্ধান্ত উপেক্ষা করে জামতৈল বাজারের ফুটপাত দখল করে চলছে বেচাকেনা। এতে যানজট সৃষ্টি হওয়ায় পথচারীরা ভোগান্তিতে পড়ছেন।
গত ৭ জুলাই জামতৈল বাজারের ফুটপাত দখলমুক্ত করার দাবিতে ব্যাটারিচালিত ভ্যানচালকেরা দুই ঘণ্টা সড়ক অবরোধ ও মিছিল করেন। পরে উপজেলা পুলিশ, প্রশাসন ও উপজেলা নির্বাহী কর্মকর্তার আশ্বাসে শ্রমিকেরা অবরোধ তুলে নেন।
নিজের কার্যালয়ের সভাকক্ষে গত ৮ জুলাই ব্যাটারিচালিত শ্রমিক ও ফুটপাতের দোকানদারদের সঙ্গে ইউএনও শাহীন সুলতানা সভা করেন। এই সভায় বিভিন্ন জনপ্রতিনিধি, সাংবাদিক ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
সভায় দুই দিনের মধ্যে ফুটপাতে বসা দোকানগুলো জামতৈল পূর্ব পাশের সড়কে বসার নির্দেশ দেন ইউএনও। কিন্তু দুই দিন পার হলেও ফুটপাতে বসানো হচ্ছে দোকান। এতে যানজট সৃষ্টি হওয়ায় ভোগান্তিতে পড়ছে মানুষ।
আজ বৃহস্পতিবার দুপুরে জামতৈল বাজারে গিয়ে দেখা গেছে, ফুটপাতের জায়গা দখল করে ফলসহ বিভিন্ন ধরনের দোকান বসিয়ে ব্যবসা পরিচালনা করছেন ব্যবসায়ীরা। ফুটপাত দখলের বিষয়ে জানতে চাইলে কোনো দোকানদার মন্তব্য করতে রাজি হননি।
স্থানীয় শ্রমিকনেতা আশরাফ আলী বলেন, ‘জামতৈল বাজারের ফুটপাত বন্ধ করে দোকান দেওয়ার ঘটনা নিয়ে উপজেলা প্রশাসন দুই দিনের মধ্যে দোকান সরিয়ে দেওয়ার কথা বলেছিলেন। কিন্তু তিন দিন হয়ে গেলেও কোনো দোকান সরানো হয়নি। সাধারণ মানুষের চলাচল ও অটো ভ্যান চলাচলের জন্য সড়ক বাধামুক্ত রাখতে প্রয়োজনে আমরা দোকান উচ্ছেদের দাবিতে কঠোর আন্দোলন কর্মসূচি দেব।’
ইউএনও শাহীন সুলতানা আজকের পত্রিকাকে বলেন, ‘সভায় ফুটপাত দখলকারীদের দুই দিন সময় দেওয়া হয়েছিল। জামতৈল পূর্ব পাশের জায়গায় বসার জন্য এখনো তাঁরা স্বেচ্ছায় যায়নি। আমরা সিনিয়র স্যারদের সঙ্গে কথা বলে প্রশাসনিক ব্যবস্থা নেব।’
সিরাজগঞ্জের কামারখন্দে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সিদ্ধান্ত উপেক্ষা করে জামতৈল বাজারের ফুটপাত দখল করে চলছে বেচাকেনা। এতে যানজট সৃষ্টি হওয়ায় পথচারীরা ভোগান্তিতে পড়ছেন।
গত ৭ জুলাই জামতৈল বাজারের ফুটপাত দখলমুক্ত করার দাবিতে ব্যাটারিচালিত ভ্যানচালকেরা দুই ঘণ্টা সড়ক অবরোধ ও মিছিল করেন। পরে উপজেলা পুলিশ, প্রশাসন ও উপজেলা নির্বাহী কর্মকর্তার আশ্বাসে শ্রমিকেরা অবরোধ তুলে নেন।
নিজের কার্যালয়ের সভাকক্ষে গত ৮ জুলাই ব্যাটারিচালিত শ্রমিক ও ফুটপাতের দোকানদারদের সঙ্গে ইউএনও শাহীন সুলতানা সভা করেন। এই সভায় বিভিন্ন জনপ্রতিনিধি, সাংবাদিক ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
সভায় দুই দিনের মধ্যে ফুটপাতে বসা দোকানগুলো জামতৈল পূর্ব পাশের সড়কে বসার নির্দেশ দেন ইউএনও। কিন্তু দুই দিন পার হলেও ফুটপাতে বসানো হচ্ছে দোকান। এতে যানজট সৃষ্টি হওয়ায় ভোগান্তিতে পড়ছে মানুষ।
আজ বৃহস্পতিবার দুপুরে জামতৈল বাজারে গিয়ে দেখা গেছে, ফুটপাতের জায়গা দখল করে ফলসহ বিভিন্ন ধরনের দোকান বসিয়ে ব্যবসা পরিচালনা করছেন ব্যবসায়ীরা। ফুটপাত দখলের বিষয়ে জানতে চাইলে কোনো দোকানদার মন্তব্য করতে রাজি হননি।
স্থানীয় শ্রমিকনেতা আশরাফ আলী বলেন, ‘জামতৈল বাজারের ফুটপাত বন্ধ করে দোকান দেওয়ার ঘটনা নিয়ে উপজেলা প্রশাসন দুই দিনের মধ্যে দোকান সরিয়ে দেওয়ার কথা বলেছিলেন। কিন্তু তিন দিন হয়ে গেলেও কোনো দোকান সরানো হয়নি। সাধারণ মানুষের চলাচল ও অটো ভ্যান চলাচলের জন্য সড়ক বাধামুক্ত রাখতে প্রয়োজনে আমরা দোকান উচ্ছেদের দাবিতে কঠোর আন্দোলন কর্মসূচি দেব।’
ইউএনও শাহীন সুলতানা আজকের পত্রিকাকে বলেন, ‘সভায় ফুটপাত দখলকারীদের দুই দিন সময় দেওয়া হয়েছিল। জামতৈল পূর্ব পাশের জায়গায় বসার জন্য এখনো তাঁরা স্বেচ্ছায় যায়নি। আমরা সিনিয়র স্যারদের সঙ্গে কথা বলে প্রশাসনিক ব্যবস্থা নেব।’
রাজধানীর মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমানটি বিধ্বস্ত হওয়ার প্রায় ১ ঘণ্টা পর উদ্ধার করা হয় এর পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলামকে। তখনো তাঁর দেহে প্রাণ ছিল। প্যারাস্যুট না খোলায় পাইলট অনিয়ন্ত্রিত গতিতে মূল দুর্ঘটনাস্থলের অদূরেই পড়ে গুরুতর আহত হন। তবে ভয়াবহ..
২ ঘণ্টা আগেঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীর ভুরঘাটা বাসস্ট্যান্ড থেকে উজিরপুরের জয়শ্রী পর্যন্ত ২৩ কিলোমিটার অংশে প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে সংস্কারকাজ করা হচ্ছে। কিন্তু সেই কাজ শেষ না হতেই আবার অসংখ্য খানাখন্দ সৃষ্টি হয়েছে। এতে প্রতিদিনই ঝুঁকি নিয়ে চলাচল করছে শত শত দূরপাল্লার বাস, ট্রাকসহ স্থানীয় যানবাহন।
২ ঘণ্টা আগেআসল দুধের সঙ্গে সোডা, পাম তেল, ডিটারজেন্ট, হাইড্রোজেন পার-অক্সাইডসহ বিভিন্ন উপাদান মিশিয়ে বিপুল পরিমাণ ভেজাল দুধ তৈরি করা হতো। সরবরাহ করা হতো স্থানীয় প্রাণ দুগ্ধ সংগ্রহ কেন্দ্রে। সেই দুধ চলে যেত রাজধানী ঢাকাসহ সারা দেশে।
২ ঘণ্টা আগেগ্রামীণ এলাকায় গড়ে তোলা হয়েছে মুরগির খামার। সেই খামারের গন্ধ ছড়িয়ে পড়ছে বসতবাড়িতে। এখানেই শেষ নয়, মুরগির বিষ্ঠা ফেলা হচ্ছে গ্রামের খালে। এতে দুর্গন্ধ যেমন ছড়াচ্ছে, তেমনি নষ্ট হচ্ছে জলাধারের পরিবেশ। এলাকাবাসী অভিযোগ করলে দেওয়া হচ্ছে হুমকি। প্রশাসনের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়ার পরও থামছে না পরিবেশদূষণ।
৩ ঘণ্টা আগে