Ajker Patrika

কামারখন্দে ইউএনওর সিদ্ধান্ত উপেক্ষা, চলছে ফুটপাত দখল করে বেচাকেনা

কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১১ জুলাই ২০২৪, ১৪: ২৪
কামারখন্দে ইউএনওর সিদ্ধান্ত উপেক্ষা, চলছে ফুটপাত দখল করে বেচাকেনা

সিরাজগঞ্জের কামারখন্দে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সিদ্ধান্ত উপেক্ষা করে জামতৈল বাজারের ফুটপাত দখল করে চলছে বেচাকেনা। এতে যানজট সৃষ্টি হওয়ায় পথচারীরা ভোগান্তিতে পড়ছেন। 

গত ৭ জুলাই জামতৈল বাজারের ফুটপাত দখলমুক্ত করার দাবিতে ব্যাটারিচালিত ভ্যানচালকেরা দুই ঘণ্টা সড়ক অবরোধ ও মিছিল করেন। পরে উপজেলা পুলিশ, প্রশাসন ও উপজেলা নির্বাহী কর্মকর্তার আশ্বাসে শ্রমিকেরা অবরোধ তুলে নেন। 

নিজের কার্যালয়ের সভাকক্ষে গত ৮ জুলাই ব্যাটারিচালিত শ্রমিক ও ফুটপাতের দোকানদারদের সঙ্গে ইউএনও শাহীন সুলতানা সভা করেন। এই সভায় বিভিন্ন জনপ্রতিনিধি, সাংবাদিক ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন। 

সভায় দুই দিনের মধ্যে ফুটপাতে বসা দোকানগুলো জামতৈল পূর্ব পাশের সড়কে বসার নির্দেশ দেন ইউএনও। কিন্তু দুই দিন পার হলেও ফুটপাতে বসানো হচ্ছে দোকান। এতে যানজট সৃষ্টি হওয়ায় ভোগান্তিতে পড়ছে মানুষ। 

আজ বৃহস্পতিবার দুপুরে জামতৈল বাজারে গিয়ে দেখা গেছে, ফুটপাতের জায়গা দখল করে ফলসহ বিভিন্ন ধরনের দোকান বসিয়ে ব্যবসা পরিচালনা করছেন ব্যবসায়ীরা। ফুটপাত দখলের বিষয়ে জানতে চাইলে কোনো দোকানদার মন্তব্য করতে রাজি হননি। 

স্থানীয় শ্রমিকনেতা আশরাফ আলী বলেন, ‘জামতৈল বাজারের ফুটপাত বন্ধ করে দোকান দেওয়ার ঘটনা নিয়ে উপজেলা প্রশাসন দুই দিনের মধ্যে দোকান সরিয়ে দেওয়ার কথা বলেছিলেন। কিন্তু তিন দিন হয়ে গেলেও কোনো দোকান সরানো হয়নি। সাধারণ মানুষের চলাচল ও অটো ভ্যান চলাচলের জন্য সড়ক বাধামুক্ত রাখতে প্রয়োজনে আমরা দোকান উচ্ছেদের দাবিতে কঠোর আন্দোলন কর্মসূচি দেব।’ 

ইউএনও শাহীন সুলতানা আজকের পত্রিকাকে বলেন, ‘সভায় ফুটপাত দখলকারীদের দুই দিন সময় দেওয়া হয়েছিল। জামতৈল পূর্ব পাশের জায়গায় বসার জন্য এখনো তাঁরা স্বেচ্ছায় যায়নি। আমরা সিনিয়র স্যারদের সঙ্গে কথা বলে প্রশাসনিক ব্যবস্থা নেব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত