Ajker Patrika

বগুড়ায় পুলিশের সঙ্গে হরতাল সমর্থকদের সংঘর্ষ, শিশুসহ গুলিবিদ্ধ ৫ 

বগুড়া প্রতিনিধি
বগুড়ায় পুলিশের সঙ্গে হরতাল সমর্থকদের সংঘর্ষ, শিশুসহ গুলিবিদ্ধ ৫ 

বগুড়া সদরে বাঘোপাড়া পাড়া এলাকায় পুলিশের সঙ্গে হরতাল সমর্থকদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশের গুলিতে শিশুসহ পাঁচজন আহত হয়েছে। অন্যদিকে বিএনপি কর্মী-সমর্থকদের ছোড়া ইট পাটকেলে আহত হয়েছেন পুলিশের দুই সদস্য। 

আজ রোববার বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ চলে। 

গুলিবিদ্ধেরা হলেন—নয়ন (৩০) রাজু (২২) আওলাদ (২৩) গফুর (২২) এবং ১০ বছর বয়সী শিশু মাহি। তাদের স্থানীয় টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

অন্যদিকে ইট-পাটকেলের আঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। তবে আহতদের নাম পরিচয় জানা যায়নি। 

বগুড়ায় সড়ক আটকে সব ধরনের পরিবহনে ভাংচুর চালায় হরতাল সমর্থনকারীরা। ছবি: আজকের পত্রিকা

প্রত্যক্ষদর্শীরা বলছে, হরতালের সমর্থনে বগুড়া-রংপুর মহাসড়কে বগুড়া সদরের বাঘোপাড়া খেলাঘর এলাকায় শতাধিক নারী-পুরুষ সকাল ১০টার দিকে মহাসড়কে অবস্থান নেন। তারা যানবাহন চলাচল বন্ধ করে দিয়ে হরতালের সমর্থনে পিকেটিং শুরু করেন। এ সময় ডিবি পুলিশের একটি দল সেখানে পৌঁছে মহাসড়ক থেকে বিএনপির কর্মী সমর্থকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে সংঘর্ষ শুরু হয়। 

বিএনপির কর্মী সমর্থকদের ধাওয়া এবং নিক্ষিপ্ত ইট-পাটকেলে পুলিশ পিছু হটে। পরে বিপুলসংখ্যক পুলিশ সেখানে গিয়ে ধাওয়া করে। এ সময় বিএনপির কর্মী-সমর্থকেরা পাল্টা প্রতিরোধ গড়ে তুললে পুলিশ শটগানের গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। 

বগুড়ায় সড়ক আটকে সব ধরনের পরিবহনে ভাংচুর চালায় হরতাল সমর্থনকারীরা। ছবি: আজকের পত্রিকাএ বিষয়ে বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল আজকের পত্রিকাকে বলেন, ‘বাঘোপাড়ায় বিএনপির কোনো নেতা ছিল না। সাধারণ নারী-পুরুষ হরতালকে সমর্থন জানিয়ে রাস্তায় নামে। সেখানে পুলিশ গুলি করলে, শিশুসহ পাঁচজন আহত হয়।’ 

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ‘বাঘোপাড়ায় বিএনপির কর্মী সমর্থকেরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে পুলিশের দুই সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শটগানের গুলি ছোড়ে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

বিড়াল নির্যাতনের ঘটনায় গ্রামীণফোন ও অ্যারিস্টোফার্মা কেন আলোচনায়

বাগ্‌বিতণ্ডার মধ্যে সাম্যকে ইট ও ধারালো অস্ত্রের আঘাত করা হয়: ডিএমপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত