সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব খন্দকার মাসুদ রানাকে কুপিয়ে আহত করার ঘটনা ঘটেছে। পৌর যুবদলের আহ্বায়ক ও বিএনপি মনোনীত মেয়র পদপ্রার্থী মাহমুদুল হাসান উজ্জল ও তাঁর সমর্থকেরা এই ঘটনা ঘটিয়েছেন বলে জানা গেছে।
আজ শনিবার দুপুর সোয়া ১২টার দিকে শাহজাদপুর উপজেলার মনিরামপুর বাজারে এ ঘটনা ঘটে। গুরুতর আহত খন্দকার মাসুদ রানাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
শাহজাদপুর উপজেলা বিএনপির সদস্যসচিব ইকবাল হোসেন হিরু বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে তিন-চার মাস আগে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব খন্দকার মাসুদ রানা ও পৌর যুবদলের আহ্বায়ক মাহমুদুল হাসান উজ্জলের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে জেলা ও উপজেলা বিএনপির নেতারা বৈঠক করে উভয়ের মধ্যে মীমাংসা করে দেন। শনিবার হঠাৎ করে মাহমুদুল হাসান উজ্জল তাঁর লোকজনসহ লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে মাসুদ রানার ওপর হামলা করেন। তাঁকে কুপিয়ে গুরুতর আহত করেন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যান। পরে অবস্থা গুরুতর হলে তাঁকে ঢাকায় পাঠানো হয়। বিষয়টি নিয়ে উপজেলা বিএনপির নেতাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু বলেন, শাহজাদপুর পৌর যুবদলের আহ্বায়ক যে ঘটনা ঘটিয়েছেন, তা ন্যক্কারজনক। জেলা যুবদল তাঁকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ মাহমুদ খান বলেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব খন্দকার মাসুদ রানার ওপর হামলার ঘটনায় তাঁর পরিবারের সদস্যরা থানায় এসেছিলেন। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব খন্দকার মাসুদ রানাকে কুপিয়ে আহত করার ঘটনা ঘটেছে। পৌর যুবদলের আহ্বায়ক ও বিএনপি মনোনীত মেয়র পদপ্রার্থী মাহমুদুল হাসান উজ্জল ও তাঁর সমর্থকেরা এই ঘটনা ঘটিয়েছেন বলে জানা গেছে।
আজ শনিবার দুপুর সোয়া ১২টার দিকে শাহজাদপুর উপজেলার মনিরামপুর বাজারে এ ঘটনা ঘটে। গুরুতর আহত খন্দকার মাসুদ রানাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
শাহজাদপুর উপজেলা বিএনপির সদস্যসচিব ইকবাল হোসেন হিরু বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে তিন-চার মাস আগে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব খন্দকার মাসুদ রানা ও পৌর যুবদলের আহ্বায়ক মাহমুদুল হাসান উজ্জলের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে জেলা ও উপজেলা বিএনপির নেতারা বৈঠক করে উভয়ের মধ্যে মীমাংসা করে দেন। শনিবার হঠাৎ করে মাহমুদুল হাসান উজ্জল তাঁর লোকজনসহ লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে মাসুদ রানার ওপর হামলা করেন। তাঁকে কুপিয়ে গুরুতর আহত করেন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যান। পরে অবস্থা গুরুতর হলে তাঁকে ঢাকায় পাঠানো হয়। বিষয়টি নিয়ে উপজেলা বিএনপির নেতাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু বলেন, শাহজাদপুর পৌর যুবদলের আহ্বায়ক যে ঘটনা ঘটিয়েছেন, তা ন্যক্কারজনক। জেলা যুবদল তাঁকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ মাহমুদ খান বলেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব খন্দকার মাসুদ রানার ওপর হামলার ঘটনায় তাঁর পরিবারের সদস্যরা থানায় এসেছিলেন। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে একটি আইসক্রিম কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) ভোরে ঈশ্বরগঞ্জ পৌর এলাকার পাট বাজারের উদয় আইসক্রিম ফ্যাক্টরিতে এ ঘটনা ঘটে।
৩৯ মিনিট আগেকুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মাথাভাঙ্গা নদীর ওপর নির্মাণাধীন সেতুর কাছে নির্মাণসামগ্রী রাখার ঘরে বোমা হামলার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের তেকালা এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেআখেরি মোনাজাত উপলক্ষে শনিবার রাত ১২টা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে আবদুল্লাহপুর, টঙ্গী থেকে গাজীপুরের ভোগরা বাইপাস পর্যন্ত এবং আবদুল্লাহপুর-নবীনগর-চন্দ্রা মহাসড়কের আবদুল্লাহপুর থেকে বাইপাইল পর্যন্ত সড়কে আখেরি মোনাজাত শেষ না হওয়া পর্যন্ত যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
১ ঘণ্টা আগেরাজধানীর যাত্রাবাড়ীতে দনিয়া কলেজের ছাত্র মিনহাজ হত্যার সঙ্গে জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গ্রেপ্তারকৃতরা হলেন মাহফুজ সরকার ওরফে কিং মাহফুজ, জাহিদুল ভূঁইয়া শাওন, সাব্বির সরকার, আশিক ও সোহান মিয়া।
১ ঘণ্টা আগে