Ajker Patrika

লালপুরে যুবকের লাশ উদ্ধার

লালপুর (নাটোর) প্রতিনিধি
লালপুরে যুবকের লাশ উদ্ধার

নাটোরের লালপুরে মো. রিপন হোসেন (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে উপজেলার কদিমচিলান ইউনিয়নের শেখচিলান গ্রামে এই ঘটনা ঘটে। 

লাশ উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উজ্জ্বল হোসেন। তিনি বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ 

নিহত রিপন হোসেন কদিমচিলান ইউনিয়নের শেখচিলান গ্রামের মো. সোলাইমান হোসেনের ছেলে। 

স্থানীয় লোকজন বলেন, আজ দুপুরে রিপনের সঙ্গে স্ত্রীর ঝগড়া হয়। একপর্যায়ে স্ত্রীর ওপর অভিমান করে নিজের শোয়ার ঘরে তীরের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে পড়েন। তাৎক্ষণিক আত্মীয়স্বজন জানতে পেরে উদ্ধার করে ধুপইল সার্জিকাল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত