Ajker Patrika

দুর্নীতি-অনিয়মের অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ১২ সদস্যের অনাস্থা

সিরাজগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১০ মে ২০২৪, ১৭: ৫১
দুর্নীতি-অনিয়মের অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ১২ সদস্যের অনাস্থা

দুর্নীতি ও অনিয়মের অভিযোগ এনে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থার প্রস্তাব দিয়েছেন ১২ ইউপি সদস্য। আজ শুক্রবার দুপুরে রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাহিদ হাসান খান অনাস্থা প্রস্তাবের বিষয়টি নিশ্চিত করেছেন। 

গতকাল বৃহস্পতিবার বিকেলে রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও দুর্নীতি দমন কমিশন বরাবর লিখিত অনাস্থা দেন পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের সদস্যরা। এর আগে তাঁরা জরুরি সভা করে চেয়ারম্যান রফিকুল ইসলামের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেন। 

ইউএনও আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযোগটি পাওয়া গেছে। অনাস্থা প্রস্তাবে ১২ ইউপি সদস্য স্বাক্ষর করেছেন। স্থানীয় সরকার আইন ২০০৯ অনুযায়ী তাঁর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’ 

অনাস্থা প্রস্তাবে উল্লেখ করা হয়েছে, দুই বছর চার মাসের মধ্যে চেয়ারম্যান রফিকুল ইসলাম নানা অনিয়মে জড়িয়ে পড়েন। একাধিকবার সতর্ক করার পরও তিনি অনিয়ম করে যাচ্ছেন। ইউপি সদস্যদের কোনো সম্মানী ভাতা না দিয়ে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সভাপতি হয়ে নিজেই টাকা আত্মসাৎ করেছেন। 

ইউপি সদস্য আব্দুল মালেক মণ্ডল জানান, দায়িত্ব পাওয়ার পর থেকেই সরকারি টাকা উন্নয়ন প্রকল্পে ব্যয় না করে আত্মসাৎ করেছেন। এ ছাড়া পরিষদের বিভিন্ন কর্মকাণ্ড সদস্যদের সমন্বয় না করে চেয়ারম্যান একক সিদ্ধান্তে সব কার্যক্রম পরিচালনা করছেন। 

তবে ইউপি সদস্যদের এসব অভিযোগ অস্বীকার করেছেন পাঙ্গাসী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম। তিনি বলেন, ‘ইউপি সদস্যদের অভিযোগ মনগড়া। অভিযোগের কোনো ভিত্তি নেই। বিভিন্ন উন্নয়ন প্রকল্পের টাকা ইউপি সদস্যদের ভাগ করে দিতে রাজি না হওয়ায় আমার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট অভিযোগ দেওয়া হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত