Ajker Patrika

নাটোরে পলকসহ ৩ আসনে নৌকার জয়, ১টিতে স্বতন্ত্র 

নাটোর প্রতিনিধি
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ২২: ১৬
নাটোরে পলকসহ ৩ আসনে নৌকার জয়, ১টিতে স্বতন্ত্র 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোরের ৪টি আসনের ৩টিতে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এবং একটিতে স্বতন্ত্র প্রার্থী বেসরকারিভাবে জয়লাভ করেছেন। তাঁরা হলেন নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনে শফিকুল ইসলাম শিমুল, নাটোর-৩ (সিংড়া) আসনে জুনাইদ আহমেদ পলক, নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনে ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী এবং নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের আবুল কালাম আজাদ। 

আজ রোববার রাতে কেন্দ্রভিত্তিক বেসরকারি ফলাফলে এ তথ্য জানা গেছে। বেসরকারি এসব ফলাফল ঘোষণা করেন সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তারা। 

নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনে নৌকা প্রতীকের শফিকুল ইসলাম শিমুল পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ১৪৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আহাদ আলী সরকার পেয়েছেন ৬১ হাজার ৮৫ ভোট। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সারমিনা সাত্তার ও নলডাঙ্গা উপজেলা নির্বাহী ও সহকারী রিটার্নিং কর্মকর্তা দেওয়ান আকরামুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। 

নাটোর-৩ (সিংড়া) আসনে নৌকা প্রতীকের জুনাইদ আহমেদ পলক পেয়েছেন ১ লাখ ৩৫ হাজার ৮০২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম শফিক পেয়েছেন ৪২ হাজার ৯৯৭ ভোট। সিংড়া উপজেলা নির্বাহী ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহমুদা খাতুন এ তথ্য নিশ্চিত করেছেন। 

নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনে নৌকা প্রতীকের প্রার্থী ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী পেয়েছেন ১ লাখ ৭ হাজার ১২৭। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভন পেয়েছেন ৮৭ হাজার ৪৩৮ ভোট। গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সালমা আক্তার ও বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আবু রাসেল এ তথ্য নিশ্চিত করেন। 

অপরদিকে, নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের আবুল কালাম আজাদ পেয়েছেন ৭৭ হাজার ৯৪৩। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের শহিদুল ইসলাম বকুল পেয়েছেন ৭৫ হাজার ৯৪৭। লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শারমিন আকতার ও বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাইমিনা শারমিন এ তথ্য নিশ্চিত করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

সখীপুরে সন্তানদের সামনেই ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত