Ajker Patrika

কচুখেতে মিলল স্কুলছাত্রের মরদেহ

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
কচুখেতে মিলল স্কুলছাত্রের মরদেহ

বগুড়া শাজাহানপুর উপজেলার সাজাপুর বানারশি নামক ফসলি মাঠের একটি কচুখেত থেকে ফয়সাল ফাহিম (১৬) এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে শাজাহানপুর থানা–পুলিশ। আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। তাৎক্ষণিকভাবে হত্যার কারণ নিশ্চিত করতে পারেনি পুলিশ। তবে জিজ্ঞাসাবাদের জন্য প্রতিবেশী সিএনজিচালিত অটো রিকশাচালক আব্দুল্লাহ আল মামুনকে (২৬) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। 

মরদেহের বুকের বাম পাশে কাদা দিয়ে ইংরেজি অক্ষরে ‘এস’ এবং ডান পাশে ‘এন’ লেখা রয়েছে। নিহত শিক্ষার্থী ওই এলাকার সাজাপুর পশ্চিমপাড়া গ্রামের শাহাদত হোসেনের ছেলে ফয়সাল ফাহিম (১৬)। সে বগুড়া সুলতানগঞ্জ উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল। 

নিহতের দাদা আব্দুস সাত্তার আজকের পত্রিকাকে বলেন, ‘গত ৬ মাস আগে ফাহিমকে তার মা নতুন মোটরসাইকেল কিনে দিয়েছে। সেটি এখন বাড়িতেই পড়ে রয়েছে। প্রায় ৪ মাস আগে ফাহিম এবং তার চাচা সাজ্জাদ হোসেনের সঙ্গে প্রতিবেশী অটো রিকশাচালক আব্দুল্লাহ আল মামুনের মারামারি হয়। এ সময় মামুনের ছুরিকাঘাতে সাজ্জাদ গুরুতর আহত হয়। এই ঘটনায় দায়ের করা মামলায় পুলিশ মামুনকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠায়। মাস খানেক হলো মামুন সেই মামলায় জামিনে মুক্ত হয়ে এসে সাজ্জাদ এবং ফাহিমকে হুমকি দেয়। হুমকির ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করি আমরা। ধারণা করছি মামুন কাউকে দিয়ে মোবাইল ফোনে ডেকে নিয়ে ফাহিমকে হত্যা করেছে।’

এদিকে পুলিশের হাতে আটক আব্দুল্লাহ আল মামুনের বোন রোকসানা বেগম (৩০) আজকের পত্রিকাকে জানান, মামুন এই ঘটনায় জড়িত না। তিনি বাড়িতেই ছিল। পুলিশ এসে তাঁকে বাড়ি থেকে নিয়ে গেছে। গতকাল সোমবার রাতে সাজাপুর ফুলতলা মসজিদে স্থানীয় কিছু যুবকের সঙ্গে ফাহিমের গন্ডগোল হয়। এর আগে ফটকি ব্রিজ এলাকায় একজন সিএনজিচালিত অটো রিকশাচালকের কাছ থেকে টাকা ছিনতাই করে। একটা না একটা ঘটনা ফাহিমের লেগেই থাকে। গ্রামে উচ্ছৃঙ্খল হিসেবে ফাহিম পরিচিত। অন্য কেউ ফাহিমকে হত্যা করে মামুনের ওপরে দোষ চাপাচ্ছে। 

ঘটনাস্থলে পরিদর্শনে যাওয়া শাজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) শামীম হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘নিহত ফাহিমের বুকে কাদা দিয়ে দুটি অক্ষর লিখে গেছে খুনিরা। অটো রিকশাচালক আব্দুল্লাহ আল মামুনসহ জিজ্ঞাসাবাদের জন্য ফাহিমের কয়েক বন্ধুকে থানায় আনা হয়েছে। আমরা তাদের সঙ্গে কথা বলে বিষয়টি জানার চেষ্টা করব।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত