Ajker Patrika

বড়াইগ্রামে ট্রাকের ধাক্কায় অটো ভ্যানচালক নিহত, যাত্রী আহত

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
আপডেট : ২৫ এপ্রিল ২০২৪, ১৫: ২৪
বড়াইগ্রামে ট্রাকের ধাক্কায় অটো ভ্যানচালক নিহত, যাত্রী আহত

নাটোরের বড়াইগ্রামে ট্রাকের ধাক্কায় মোজাহার আলী শেখ (৪২) নামের এক অটো ভ্যানচালক নিহত ও এক যাত্রী আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের আগ্রাণ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহত মোজাহার আলী শেখ উপজেলার মাঝগাঁও ইউনিয়নের আগ্রাণ পুর্বপাড়া গ্রামের মৃত শাহাদত আলী শেখের ছেলে। এ ঘটনায় ভ্যানযাত্রী উপজেলার নুরদহ গ্রামের মিজানুর রহমান (৩৬) আহত হয়েছেন। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

দুর্ঘটনার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন বনপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আলিমুল আল রাজি। তিনি বলেন, ‘খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি শনাক্ত করে আটক করার চেষ্টা চলছে।’ 

মাঝগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল্লাহ আল আজাদ দুলাল বলেন, ‘মোজাহার আলী শেখ পেশায় ভ্যানচালক। যাত্রী নিয়ে তিরাইল থেকে আগ্রাণ বাজারে যাওয়ার পথে মহাসড়ক পারাপার হওয়ার সময় অজ্ঞাত একটি ট্রাক তাঁদের ধাক্কা দিয়ে চলে যায়। এতে মাথা থেঁতলে গিয়ে মোজাহার আলী ঘটনাস্থলেই মারা যান। মিজানুর রহমানকে স্থানীয়রা গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে বড়াইগ্রামে পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত