আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার জামালগঞ্জ বাজারে একটি নির্বাচনী পথসভা চলার সময় গত শনিবার বিকেলে একটি ব্যাটারি চালিত অটো ভ্যানের ব্যাটারি চুরি করেন শফিকুল ইসলাম (৩৬) নামে এক ব্যক্তি। শনিবার রাতেই সেই ব্যাটারি বিক্রি করতে গিয়ে ধরা পড়েন শফিকুল। লোকলজ্জায় তিনি আজ রোববার সকাল সাড়ে দশটায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানায় তাঁর পরিবারের লোকজন।
নিহত শফিকুল ইসলাম জামালগঞ্জ রেলস্টেশন এলাকার মৃত লাল মিয়া মণ্ডলের ছেলে।
আজ রোববার সকাল সাড়ে দশটায় উপজেলার জামালগঞ্জ রেলওয়ে স্টেশনের পূর্বপাশে নিজ বাড়ির একটি ঘর থেকে নিহতের মরদেহ উদ্ধার করেন পুলিশ। তবে পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় মরদেহটি দাফনের অনুমতি দেয় পুলিশ।
স্থানীয় বাসিন্দারা জানান, শফিকুল ইসলাম কোন কাজ করতেন না। তিনি মাদকাসক্ত ছিলেন। তাঁর দুই কন্যা সন্তান রয়েছে। নিহত শফিকুলের শ্বশুর আবু বক্কর সিদ্দিক জামাইয়ের সংসার চালাতেন। জামাই শ্বশুরের বাড়ি পাশাপাশি হওয়ায় সব সময় খোঁজ রাখতেন শ্বশুর। তবে শফিকুল মাঝেমধ্যে বাড়ি ছেড়ে নিরুদ্দেশ হতেন। কিছুদিন পর আবার বাড়িতে ফিরে আসতেন।
তারা আরও জানান, গত শনিবার বিকেলে জামালগঞ্জ বাজারে একটি ব্যাটারি চালিত অটো ভ্যানের ব্যাটারি চুরি করেন শফিকুল। পরে সেটি ভাঙারি দোকানে বিক্রি করতে যাওয়ার সময় হাত থেকে পড়ে গিয়ে ব্যাটারিটি ভেঙে যায়। পরে ব্যাটারি চুরির ঘটনাটি জানাজানি হয়। তখন ভ্যানের মালিক ভেঙে যাওয়া ব্যাটারি নিতে অস্বীকৃতি জানায়।
পরিবার সূত্রে জানা যায়, আজ রোববার সকালে শফিকুলের শ্বশুর সাড়ে পাঁচ হাজার টাকায় একটি ব্যাটারি কিনে আনেন ভ্যানের মালিককে দেওয়ার জন্য। এরই মধ্যে শফিকুল আজ সকালে তাঁর মাকে বাড়িতে ডেকে পাঠান। মা তাঁর বাড়িতে আসার পর মা ছেলে উঠানে বসে বেশ কিছুক্ষণ গল্প করেন। মা সকালে কিছু খেয়েছে কি তা জিজ্ঞাসা করার পর শফিকুল তাঁর স্ত্রীকে মায়ের জন্য পরোটা কিনতে হোটেলে পাঠান। এরপর শফিকুল তাঁর শয়নঘরে চলে যান। ঘরের দরজা বন্ধ দেখে শফিকুলকে তাঁর মা ডাকতে থাকেন। শফিকুলের কোনো সাড়াশব্দ না পেয়ে মা চিৎকার করতে থাকেন। এ সময় প্রতিবেশীরা ছুটে এসে দেখেন ঘরের দরজা ভেঙে শফিকুলকে ঘরের আড়ার সঙ্গে ঝুলে থাকতে দেখেন। পরে তারা আড়া থেকে নামিয়ে শফিকুলের মাথায় পানি দেন। এর কিছুক্ষণ পর শফিকুল মারা যান।
শফিকুলের মা জোবেদা বিবি বলেন, ‘আমার নাড়ি ছেঁড়া ধন আমার সঙ্গে বাড়ির উঠানে বসে গল্প করছিল। আমি সকালে কিছু খেয়েছি কি না তা জিজ্ঞাসা করার পর বউমাকে পরোটা কিনতে হোটেলে পাঠাল। তখন আমি বাড়ির উঠানে বসে ছিলাম। অনেকক্ষণ ছেলেকে না দেখে আমি ডাকছিলাম। কোন সারা শব্দ না পেয়ে লোকজনকে ডাকলাম। লোকজন ঘরের দরজা ভেঙে আমার ছেলেকে বের করে আনেন। ব্যাটারি চুরির পর লজ্জায় আমার ছেলে এ কাজ করেছে।’
শফিকুলের স্ত্রী জুলেখা খাতুন আজকের পত্রিকাকে বলেন, সকালে শাশুড়ির জন্য আমার স্বামী আমাকে হোটেলে পরোটা আনতে পাঠিয়েছিল। এ সুযোগে স্বামী ঘরের মধ্যে ঢুকে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। আমার বাবা আমাদের সংসার চালাতেন। মানুষের জিনিস নেওয়ার অভ্যাস থাকায় তাকে বাড়ির বাইরে যেতে দিতাম না। কিছু খেতে চাইলে আমার বাবাই কিনে এনে দিতেন। বাবা আমার স্বামীকে খুব ভালোবাসতেন। আমার বড় মেয়েকে আমার বাবাই সব খরচ করে বিয়ে দিয়েছেন। গত শনিবার বিকেলে জামালগঞ্জ বাজারের জেডিসির মোড়ে জনসভা হচ্ছিল। এ সুযোগে বাড়ির বাইরে গিয়ে অটো ভ্যানের ব্যাটারি চুরি করেছিল সে। এ ঘটনাটি জানাজানি হওয়ার পর আমার আব্বা সাড়ে পাঁচ হাজার টাকা দিয়ে একটি নতুন ব্যাটারি কিনে আনেন ভ্যানের মালিককে দেওয়ার জন্য। এর মধ্যে সে এই কাজ করল।’
প্রতিবেশী নির্মল কুমার বলেন, ব্যাটারি চুরির পর লোকলজ্জায় শফিকুল আত্মহত্যা করেছে। সে আগে থেকে এমন ঘটনা ঘটাবে বলে ঠিক করে রেখেছিল। এ কারণে সকালে মাকে তাঁর বাড়িতে আসতে বলেছিল। মা ছেলে বসে গল্প করার পর শফিকুল ঘরে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। অনেক আগে থেকে শ্বশুর আবু বক্কর সিদ্দিক শফিকুলের সংসার চালাচ্ছিলেন।
নিহত শফিকুলের শ্বশুর আবু বক্কর সিদ্দিক বলেন, ’ আমি জামাইয়ের সংসারের খরচা চালাই। ব্যাটারি চুরির পর আজ সকালে সাড়ে পাঁচ হাজার টাকা দিয়ে একটি ব্যাটারি কিনে এনে দেখি শফিকুল আত্মহত্যা করেছে। এই কষ্ট কীভাবে সহ্য করব।’
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, শফিকুল ইসলাম নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার জামালগঞ্জ বাজারে একটি নির্বাচনী পথসভা চলার সময় গত শনিবার বিকেলে একটি ব্যাটারি চালিত অটো ভ্যানের ব্যাটারি চুরি করেন শফিকুল ইসলাম (৩৬) নামে এক ব্যক্তি। শনিবার রাতেই সেই ব্যাটারি বিক্রি করতে গিয়ে ধরা পড়েন শফিকুল। লোকলজ্জায় তিনি আজ রোববার সকাল সাড়ে দশটায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানায় তাঁর পরিবারের লোকজন।
নিহত শফিকুল ইসলাম জামালগঞ্জ রেলস্টেশন এলাকার মৃত লাল মিয়া মণ্ডলের ছেলে।
আজ রোববার সকাল সাড়ে দশটায় উপজেলার জামালগঞ্জ রেলওয়ে স্টেশনের পূর্বপাশে নিজ বাড়ির একটি ঘর থেকে নিহতের মরদেহ উদ্ধার করেন পুলিশ। তবে পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় মরদেহটি দাফনের অনুমতি দেয় পুলিশ।
স্থানীয় বাসিন্দারা জানান, শফিকুল ইসলাম কোন কাজ করতেন না। তিনি মাদকাসক্ত ছিলেন। তাঁর দুই কন্যা সন্তান রয়েছে। নিহত শফিকুলের শ্বশুর আবু বক্কর সিদ্দিক জামাইয়ের সংসার চালাতেন। জামাই শ্বশুরের বাড়ি পাশাপাশি হওয়ায় সব সময় খোঁজ রাখতেন শ্বশুর। তবে শফিকুল মাঝেমধ্যে বাড়ি ছেড়ে নিরুদ্দেশ হতেন। কিছুদিন পর আবার বাড়িতে ফিরে আসতেন।
তারা আরও জানান, গত শনিবার বিকেলে জামালগঞ্জ বাজারে একটি ব্যাটারি চালিত অটো ভ্যানের ব্যাটারি চুরি করেন শফিকুল। পরে সেটি ভাঙারি দোকানে বিক্রি করতে যাওয়ার সময় হাত থেকে পড়ে গিয়ে ব্যাটারিটি ভেঙে যায়। পরে ব্যাটারি চুরির ঘটনাটি জানাজানি হয়। তখন ভ্যানের মালিক ভেঙে যাওয়া ব্যাটারি নিতে অস্বীকৃতি জানায়।
পরিবার সূত্রে জানা যায়, আজ রোববার সকালে শফিকুলের শ্বশুর সাড়ে পাঁচ হাজার টাকায় একটি ব্যাটারি কিনে আনেন ভ্যানের মালিককে দেওয়ার জন্য। এরই মধ্যে শফিকুল আজ সকালে তাঁর মাকে বাড়িতে ডেকে পাঠান। মা তাঁর বাড়িতে আসার পর মা ছেলে উঠানে বসে বেশ কিছুক্ষণ গল্প করেন। মা সকালে কিছু খেয়েছে কি তা জিজ্ঞাসা করার পর শফিকুল তাঁর স্ত্রীকে মায়ের জন্য পরোটা কিনতে হোটেলে পাঠান। এরপর শফিকুল তাঁর শয়নঘরে চলে যান। ঘরের দরজা বন্ধ দেখে শফিকুলকে তাঁর মা ডাকতে থাকেন। শফিকুলের কোনো সাড়াশব্দ না পেয়ে মা চিৎকার করতে থাকেন। এ সময় প্রতিবেশীরা ছুটে এসে দেখেন ঘরের দরজা ভেঙে শফিকুলকে ঘরের আড়ার সঙ্গে ঝুলে থাকতে দেখেন। পরে তারা আড়া থেকে নামিয়ে শফিকুলের মাথায় পানি দেন। এর কিছুক্ষণ পর শফিকুল মারা যান।
শফিকুলের মা জোবেদা বিবি বলেন, ‘আমার নাড়ি ছেঁড়া ধন আমার সঙ্গে বাড়ির উঠানে বসে গল্প করছিল। আমি সকালে কিছু খেয়েছি কি না তা জিজ্ঞাসা করার পর বউমাকে পরোটা কিনতে হোটেলে পাঠাল। তখন আমি বাড়ির উঠানে বসে ছিলাম। অনেকক্ষণ ছেলেকে না দেখে আমি ডাকছিলাম। কোন সারা শব্দ না পেয়ে লোকজনকে ডাকলাম। লোকজন ঘরের দরজা ভেঙে আমার ছেলেকে বের করে আনেন। ব্যাটারি চুরির পর লজ্জায় আমার ছেলে এ কাজ করেছে।’
শফিকুলের স্ত্রী জুলেখা খাতুন আজকের পত্রিকাকে বলেন, সকালে শাশুড়ির জন্য আমার স্বামী আমাকে হোটেলে পরোটা আনতে পাঠিয়েছিল। এ সুযোগে স্বামী ঘরের মধ্যে ঢুকে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। আমার বাবা আমাদের সংসার চালাতেন। মানুষের জিনিস নেওয়ার অভ্যাস থাকায় তাকে বাড়ির বাইরে যেতে দিতাম না। কিছু খেতে চাইলে আমার বাবাই কিনে এনে দিতেন। বাবা আমার স্বামীকে খুব ভালোবাসতেন। আমার বড় মেয়েকে আমার বাবাই সব খরচ করে বিয়ে দিয়েছেন। গত শনিবার বিকেলে জামালগঞ্জ বাজারের জেডিসির মোড়ে জনসভা হচ্ছিল। এ সুযোগে বাড়ির বাইরে গিয়ে অটো ভ্যানের ব্যাটারি চুরি করেছিল সে। এ ঘটনাটি জানাজানি হওয়ার পর আমার আব্বা সাড়ে পাঁচ হাজার টাকা দিয়ে একটি নতুন ব্যাটারি কিনে আনেন ভ্যানের মালিককে দেওয়ার জন্য। এর মধ্যে সে এই কাজ করল।’
প্রতিবেশী নির্মল কুমার বলেন, ব্যাটারি চুরির পর লোকলজ্জায় শফিকুল আত্মহত্যা করেছে। সে আগে থেকে এমন ঘটনা ঘটাবে বলে ঠিক করে রেখেছিল। এ কারণে সকালে মাকে তাঁর বাড়িতে আসতে বলেছিল। মা ছেলে বসে গল্প করার পর শফিকুল ঘরে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। অনেক আগে থেকে শ্বশুর আবু বক্কর সিদ্দিক শফিকুলের সংসার চালাচ্ছিলেন।
নিহত শফিকুলের শ্বশুর আবু বক্কর সিদ্দিক বলেন, ’ আমি জামাইয়ের সংসারের খরচা চালাই। ব্যাটারি চুরির পর আজ সকালে সাড়ে পাঁচ হাজার টাকা দিয়ে একটি ব্যাটারি কিনে এনে দেখি শফিকুল আত্মহত্যা করেছে। এই কষ্ট কীভাবে সহ্য করব।’
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, শফিকুল ইসলাম নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
রাজধানীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহায়তার জন্য অক্সিলিয়ারি ফোর্স হিসেবে ৪২৬ জন ‘সহায়ক পুলিশ কর্মকর্তা’ নিয়োগ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। প্রশিক্ষণ ছাড়াই তড়িঘড়ি করে নিয়োগ দেওয়ায় তাঁদের অনেকে নিজেদের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে জানেন না।
২ ঘণ্টা আগেনতুন করে অচলাবস্থা দেখা দিল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট)। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক মুহাম্মদ মাছুদকে অপসারণের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। দাবি পূরণ না হলে আজ সোমবার বেলা ৩টা থেকে আমরণ অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তাঁরা।
২ ঘণ্টা আগেচট্টগ্রাম নগরের বাসিন্দাদের জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত করার জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ৩৬টি খাল ঘিরে বড় প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। ৫ হাজার ৬১৬ কোটি টাকা বরাদ্দে শুরু করা এ প্রকল্পের আকার এখন ৮ হাজার ৬২৬ কোটি টাকা।
২ ঘণ্টা আগেসরকার পতনের পর কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়রকে অপসারণ ও কাউন্সিলদের বরখাস্ত করা হয়। এরপর জরুরি সেবা কার্যক্রম পরিচালনা করছেন করপোরেশনের কর্মকর্তারা। তবে তাঁদের দৈনন্দিন কার্যক্রমের পর এই বাড়তি দায়িত্ব পালন করে থাকেন। নাগরিক সনদ, জন্ম-মৃত্যুনিবন্ধন, রাস্তা মেরামত, পরিচ্ছন্নতা, মশক নিয়ন্ত্রণসহ
২ ঘণ্টা আগে