Ajker Patrika

বড়াইগ্রামে নির্বাচনী সহিংসতায় নৌকা ও ঘোড়া প্রতীকের অফিস ভাঙচুর

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
আপডেট : ৩১ অক্টোবর ২০২১, ১০: ৪৩
বড়াইগ্রামে নির্বাচনী সহিংসতায় নৌকা ও ঘোড়া প্রতীকের অফিস ভাঙচুর

নাটোরের বড়াইগ্রামে নির্বাচনী সহিংসতায় নৌকা ও ঘোড়া প্রতীকের অফিস ভাঙচুর এবং নৌকার কর্মী-সমর্থকের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার নগর ইউনিয়নের ধানাইদহ বাজারে এ ঘটনা ঘটে। 

ঘোড়া প্রতীকের কর্মী আলেক বলেন, গতকাল সন্ধ্যায় ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সামসুজ্জোহা সাহেব ধানাইদহ বাজারে নির্বাচনী প্রচারণা অফিসের উদ্বোধন করেন। এরপর সবাই চলে গেলে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী নিলুফার ইয়াসমিন ডালুর লোকজন সেই অফিস ভাঙচুর করেন। 

নৌকার প্রার্থীর কর্মী মোহন বলেন, ঘোড়া প্রতীকের কর্মীরাই নিজেদের অফিস ভাঙচুর করেছেন। পরে নৌকার অফিসও ভাঙচুর করেন। আবার ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল কাদের মণ্ডল এবং সুমনের বাড়িতে হামলা ও ভাঙচুর করেন। 

বড়াইগ্রামে ঘোড়া প্রতীকের অফিস ভাঙচুর করা হয়এ বিষয়ে আব্দুল কাদের মণ্ডল বলেন, `আমি চেয়ারম্যান প্রার্থী নিলুফার ইয়াসমিন ডালুর সঙ্গে নির্বাচনী প্রচারণা শেষে বাড়ি ফিরছিলাম। এমন সময় খবর পেলাম বিপক্ষের লোকজন আমার বাড়িতে হামলা করেছে।'  

সমুনের বাড়ি ভাঙচুর সম্বন্ধে তাঁর ভাবি বলেন, `আমরা বাড়ির ভেতরে কাজ করছিলাম। কয়েকজন এসে গেটে ভাঙচুর করেছেন।'  

চেয়ারম্যান প্রার্থী সামসুজ্জোহা সাহেব বলেন, `ধানাইদহ বাজারে আমার অফিস করতে দেবে না বলে আগেই ঘোষণা দিয়েছিল। আমি সেই তথ্য পুলিশকে জানিয়েছিলাম। এখন তারা আমার অফিস ভাঙচুর করে নতুন নাটক তৈরি করছে। তারা আমার নির্বাচনী আমেজকে নষ্ট করার জন্য পাঁয়তারা করছে।' 

নিলুফার ইয়াসমিন ডালু বলেন, `আমার কর্মী-সমর্থক সবাই নির্বাচনী প্রচার-প্রচারণায় নগরে ছিল। সেখানে আমার সঙ্গে পুলিশের সদস্যও ছিল। এ সময় স্বতন্ত্র প্রার্থীরা পরিকল্পিতভাবে আমার অফিস ভাঙচুর করেছে। বাড়িঘরে হামলা করেছে।' 

এ ব্যাপারে বড়াইগ্রাম থানার পরিদর্শক নজরুল ইসলাম বলেন, পরিস্থিতি স্বাভাবিক আছে। দুর্ঘটনা এড়াতে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিচারককে ধন্যবাদ দিলেন হাসানুল হক ইনু

গোপালগঞ্জে কারাগার থেকে হাতকড়া-পোশাক চুরি, কারারক্ষী গ্রেপ্তার

ধর্মীয় কটূক্তির অভিযোগে হিন্দুপল্লিতে ভাঙচুর, ঠেকাতে গিয়ে আক্রান্ত পুলিশও

ঐকমত্য কমিশনের বৈঠকে উত্তেজনা, রাষ্ট্রের মূলনীতি নিয়ে বিরোধ

১৭ বছর পর আদালত অবমাননার রায়, সাবেক ডিসি-এডিসিসহ ৪ জনের কারাদণ্ড

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত