Ajker Patrika

ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২২, ১৫: ৪১
ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের শাহজাদপুরে রানা শেখ (২৫) নামের এক ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে শাহজাদপুর পৌর এলাকার প্রাণনাথপুর মহল্লার নিজ বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। 

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিহতর বাবা আব্দুল মান্নান শেখ বলেন, ‘তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় কয়েকজন আমার ছেলেকে মারপিট করে আহত করে। এ কারণে ক্ষোভে আমার ছেলে আত্মহত্যা করেছে।’ 

পুলিশ জানায়, রানা শেখ মানসিক প্রতিবন্ধী ও নেশাগ্রস্ত। তাঁর পরিবারের দাবি, স্থানীয়রা তাঁকে মারপিট করায় অভিমান করে আত্মহত্যা করেছেন। 

ওসি নজরুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত