Ajker Patrika

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা-শিশুর মৃত্যু, বাবা হাসপাতালে

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ১৪ জুলাই ২০২৩, ২১: ৪০
ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা-শিশুর মৃত্যু, বাবা হাসপাতালে

বগুড়া শাজাহানপুর উপজেলায় ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মা ও শিশুপুত্র ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন মোটরসাইকেলের চালক নিহত শিশুর বাবা।

আজ শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে বগুড়া ঢাকা মহাসড়কের কাটাবাড়িয়া সি-ব্লক এলাকায় মহাসড়কের পশ্চিম পাশে দ্বিতীয় লেনে এই দুর্ঘটনা ঘটে। চালকসহ ট্রাকটি জব্দ করে হেফাজতে নিয়েছে হাইওয়ে পুলিশ।

হতাহতরা বগুড়া শহরের মিশন হাসপাতাল থেকে আত্মীয়ের সদ্যোজাত সন্তানকে দেখে বাড়ি ফিরছিলেন।

নিহতরা হলেন বগুড়া শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের বারআঞ্জুল গ্রামের গৃহবধূ জাকিয়া রেজওয়ানা তাছলিমা (২৫) এবং তাঁর ছেলে তামিম ইশরাত তাসফি (৬)। আহত হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শিশুটির বাবা মোস্তাফিজার রহমান মিঠু (৩৫)।

প্রত্যক্ষদর্শী স্থানীয় ব্যবসায়ীরা জানান, দ্রুত গতির ট্রাকটি বগুড়া শহরের দিকে যাচ্ছিল। একই লেনে মোটরসাইকেলটি ঢুকে পড়ে। এ সময় ট্রাকটির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মোটরসাইকেলের আরোহী মা ও ছেলে নিহত হয়। আহত অবস্থায় চালককে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখান থেকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

আড়িয়া ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য সাইদুর রহমান নিহতের পরিবারের বরাত দিয়ে আজকের পত্রিকাকে জানান, নিকটাত্মীয়ের সদ্যোজাত সন্তানকে দেখতে মোস্তাফিজার রহমান মিঠু পরিবার নিয়ে বগুড়া শহরের মিশন হাসপাতালে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

জানতে চাইলে বগুড়া শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি আব্দুল ওয়াদুদ আজকের পত্রিকাকে জানান, মা ও ছেলে নিহত হয়েছেন। মোটরসাইকেল এবং চালকসহ ট্রাকটি জব্দ করা হয়েছে। ট্রাকচালকের নাম-ঠিকানা পরে জানানো হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত