Ajker Patrika

তরুণীর অশ্লীল ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে টাকা দাবির অভিযোগ

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
তরুণীর অশ্লীল ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে টাকা দাবির অভিযোগ

নাটোরের বড়াইগ্রামে নারীর ‘অশ্লীল’ ছবি ছড়িয়ে দিয়ে টাকার দাবি করার অভিযোগ উঠেছে। শুক্রবার মেয়েটির বাবা বাদী হয়ে বড়াইগ্রাম থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযুক্তের মহসিন আলী (৩০) উপজেলার জোনাইল ইউনিয়নের বর্ণী গ্রামের আব্দুল ওয়াহাবের ছেলে। 

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, অভিযুক্ত কয়েক বছর আগে মেয়েটি কলেজে যাওয়া আসার পথে উত্ত্যক্ত করত। একপর্যায়ে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সেই সময় ওই তরুণীর কিছু ছবি সংরক্ষণ করে রাখে মহসিন। উভয় পরিবার তাঁদের দুজনের বিয়েতে অসম্মতি জানালে মহসিন অন্যত্র বিয়ে করে। কিছুদিন আগে ওই তরুণীর বাবাকে সকল ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে দেড় লাখ টাকা দাবি করে মহসিন। টাকা না দেওয়ায় ফেসবুকে ওই তরুণীর একাধিক ছবি আপলোড দেওয়া হয়। 

মেয়েটির বাবা বলেন, ‘আমি গরিব মানুষ। ভ্যান চালিয়ে মেয়েকে নার্সিংয়ে লেখা–পড়া করাচ্ছি। আমার মেয়ে লেখাপড়া করে মানুষের সেবা করবে এই আশায় কষ্ট করে যাচ্ছি। আমি এই ঘটনার বিচার চাই।’

বড়াইগ্রাম থানার পরিদর্শক আবু সিদ্দিক বলেন, ‘অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত