Ajker Patrika

সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৫ জুন ২০২৩, ১৯: ৫৮
সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু

অবশেষে আবার পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। আজ সোমবার চাঁপাইনবাবগঞ্জের স্থলবন্দরে পেঁয়াজবাহী ট্রাক প্রবেশের মধ্য দিয়ে আমদানি শুরু হয়। এর আগে গতকাল রোববার পেঁয়াজ আমদানির ঘোষণা দেয় সরকার।

সোনামসজিদ স্থলবন্দর কাস্টমসের ডেপুটি কমিশনার প্রভাত কুমার সিংহ আজকের পত্রিকাকে বলেন, ‘বিকেল থেকে পেঁয়াজবাহী ট্রাক প্রবেশ শুরু করেছে। আইপি অনুমোদন পাওয়া নথিপত্র পেলেই ট্রাক প্রবেশের অনুমোদন দেওয়া হচ্ছে।’

জানা যায়, দেশে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ উৎপাদন হওয়ায় সরকার পেঁয়াজ আমদানি বন্ধ রাখে। ফলে পণ্যটির বাজারে অস্থিরতা দেখা দেয়। আড়াই থেকে তিনগুণ বেড়ে যায় বাজারে পেঁয়াজের দাম। বাজারে ভোক্তা-অধিদপ্তর এবং ভ্রাম্যমাণ আদালতের অভিযানেও পণ্যটির দামের লাগাম টানা যায়নি।

পেঁয়াজ আমদানিকারক মাসুদ রানা বলেন, ‘সরকার পেঁয়াজ আমদানির অনুমোদন দেওয়ার পর থেকেই আমরা কার্যক্রম শুরু করি। বিকেলের দিকে আমদানি শুরু হয়েছে। কয়েকজন আমদানিকারক পেঁয়াজ আমদানির অনুমোদন পেয়েছেন।’

সোনামসজিদ স্থলবন্দর পানামা পোর্ট লিংক লিমিটেডের পোর্ট ম্যানেজার মাইনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘বিকেল থেকে পেঁয়াজ আসা শুরু হয়েছে। ইতিমধ্যে কয়েক ট্রাক পেঁয়াজ এসেছে। আগামীকাল মঙ্গলবার থেকে পুরোপুরি শুরু হবে পেঁয়াজ আমদানি।’

উল্লেখ্য, দীর্ঘ দুই মাস ২০ দিন বন্ধ থাকার পর আজ সোমবার (৫ জুন) সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। সর্বশেষ গত ১৫ মার্চ পেঁয়াজ এসেছিল সোনামসজিদ স্থলবন্দর দিয়ে। এরপরই বাংলাদেশে পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত