আব্দুল্লাহ আল মাসুদ,সিরাজদিখান (মুন্সিগঞ্জ)
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার তাজপুর গ্রামে প্রায় ২০০ বছরের পুরোনো একটি মসজিদ ধ্বংসের দ্বারপ্রান্তে। পাঁচ দশকের বেশি সময় ধরে মসজিদটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে।
দৈর্ঘ্যে ২০ ফুট ও প্রস্থে ১৬ ফুটের ছোট্ট মসজিদটি স্থানীয় বাসিন্দাদের কাছে প্রাচীন স্থাপত্য ও ঐতিহ্যের প্রতীক হিসেবে পরিচিত। একসময় এটি ছিল এলাকার ধর্মচর্চার গুরুত্বপূর্ণ কেন্দ্র।
স্থানীয় বাসিন্দারা জানান, ধর্মপ্রাণ লেবু মুন্সি নিয়মিত এখানে ইমামতি করতেন। তাঁর মৃত্যুর পর থেকে মসজিদটি ব্যবহারের বাইরে চলে যায় এবং অযত্ন-অবহেলায় ধীরে ধীরে জরাজীর্ণ হয়ে পড়ে। মসজিদটি বর্তমানে গাছপালা, ঝোপঝাড় ও বড় বড় বটগাছে ঘেরা।
স্থানীয় প্রবীণদের মতে, তৎকালীন হিন্দু জমিদার শান্তি বাবুর পূর্বপুরুষেরা তাঁদের মুসলিম খাজনা আদায়কারীদের জন্য মসজিদটি নির্মাণ করেন। সেই সূত্রে এটি ধর্মীয় সহনশীলতার প্রতীক হিসেবেও বিবেচিত হয়ে আসছে।
সম্প্রতি মসজিদটির পাশ দিয়ে একটি নতুন রাস্তা নির্মাণের সময় পুরোনো মসজিদটির অস্তিত্ব স্থানীয় বাসিন্দাদের দৃষ্টি আকর্ষণ করে। তখন থেকে আবারও মসজিদটির সংরক্ষণ নিয়ে আলোচনা শুরু হয়।
দক্ষিণ তাজপুর গ্রামের বাসিন্দা ইকবাল শেখ বলেন, সরকারি বা বেসরকারি সহায়তা পেলে ছোট্ট মসজিদটি শুধু ধর্মীয় উপাসনাস্থল নয়, বরং ঐতিহাসিক নিদর্শন ও সম্প্রীতির প্রতীক হিসেবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য টিকে থাকবে। আমাদের প্রত্যাশা ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্ব বহনকারী ছোট মসজিদটি সংস্কারের মাধ্যমে সংরক্ষণ করা হলে, তা জেলার অন্যতম প্রাচীন স্থাপত্যের নিদর্শন হিসেবে নতুনভাবে মূল্যায়িত হবে।
রশুনিয়া ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ড সদস্য মো. শাহীন সরদার বলেন, ‘মুরব্বিদের মুখে শুনেছি, এটি মুন্সিগঞ্জ জেলার সবচেয়ে ছোট এবং প্রায় ২০০ বছরের পুরোনো মসজিদ। ইতিমধ্যে এর পাশে একটি নতুন মসজিদ নির্মাণের জন্য মাটি ভরাট করা হয়েছে এবং পুরোনো মসজিদটি সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে।’
উপজেলা বিএনপির নেতা ও স্থানীয় বাসিন্দা আতাউর রহমান হাওলাদার বলেন, ‘এলাকাটি একসময় হিন্দু অধ্যুষিত ছিল। ধারণা করা হয়, কেউ ইসলাম প্রচারে এসে মসজিদটি নির্মাণে ভূমিকা রাখেন। আমরা স্থানীয়ভাবে উদ্যোগ নিয়ে এর সংস্কার শুরু করব।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আমাদের জানা আছে। যথাযথ প্রক্রিয়ায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার তাজপুর গ্রামে প্রায় ২০০ বছরের পুরোনো একটি মসজিদ ধ্বংসের দ্বারপ্রান্তে। পাঁচ দশকের বেশি সময় ধরে মসজিদটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে।
দৈর্ঘ্যে ২০ ফুট ও প্রস্থে ১৬ ফুটের ছোট্ট মসজিদটি স্থানীয় বাসিন্দাদের কাছে প্রাচীন স্থাপত্য ও ঐতিহ্যের প্রতীক হিসেবে পরিচিত। একসময় এটি ছিল এলাকার ধর্মচর্চার গুরুত্বপূর্ণ কেন্দ্র।
স্থানীয় বাসিন্দারা জানান, ধর্মপ্রাণ লেবু মুন্সি নিয়মিত এখানে ইমামতি করতেন। তাঁর মৃত্যুর পর থেকে মসজিদটি ব্যবহারের বাইরে চলে যায় এবং অযত্ন-অবহেলায় ধীরে ধীরে জরাজীর্ণ হয়ে পড়ে। মসজিদটি বর্তমানে গাছপালা, ঝোপঝাড় ও বড় বড় বটগাছে ঘেরা।
স্থানীয় প্রবীণদের মতে, তৎকালীন হিন্দু জমিদার শান্তি বাবুর পূর্বপুরুষেরা তাঁদের মুসলিম খাজনা আদায়কারীদের জন্য মসজিদটি নির্মাণ করেন। সেই সূত্রে এটি ধর্মীয় সহনশীলতার প্রতীক হিসেবেও বিবেচিত হয়ে আসছে।
সম্প্রতি মসজিদটির পাশ দিয়ে একটি নতুন রাস্তা নির্মাণের সময় পুরোনো মসজিদটির অস্তিত্ব স্থানীয় বাসিন্দাদের দৃষ্টি আকর্ষণ করে। তখন থেকে আবারও মসজিদটির সংরক্ষণ নিয়ে আলোচনা শুরু হয়।
দক্ষিণ তাজপুর গ্রামের বাসিন্দা ইকবাল শেখ বলেন, সরকারি বা বেসরকারি সহায়তা পেলে ছোট্ট মসজিদটি শুধু ধর্মীয় উপাসনাস্থল নয়, বরং ঐতিহাসিক নিদর্শন ও সম্প্রীতির প্রতীক হিসেবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য টিকে থাকবে। আমাদের প্রত্যাশা ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্ব বহনকারী ছোট মসজিদটি সংস্কারের মাধ্যমে সংরক্ষণ করা হলে, তা জেলার অন্যতম প্রাচীন স্থাপত্যের নিদর্শন হিসেবে নতুনভাবে মূল্যায়িত হবে।
রশুনিয়া ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ড সদস্য মো. শাহীন সরদার বলেন, ‘মুরব্বিদের মুখে শুনেছি, এটি মুন্সিগঞ্জ জেলার সবচেয়ে ছোট এবং প্রায় ২০০ বছরের পুরোনো মসজিদ। ইতিমধ্যে এর পাশে একটি নতুন মসজিদ নির্মাণের জন্য মাটি ভরাট করা হয়েছে এবং পুরোনো মসজিদটি সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে।’
উপজেলা বিএনপির নেতা ও স্থানীয় বাসিন্দা আতাউর রহমান হাওলাদার বলেন, ‘এলাকাটি একসময় হিন্দু অধ্যুষিত ছিল। ধারণা করা হয়, কেউ ইসলাম প্রচারে এসে মসজিদটি নির্মাণে ভূমিকা রাখেন। আমরা স্থানীয়ভাবে উদ্যোগ নিয়ে এর সংস্কার শুরু করব।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আমাদের জানা আছে। যথাযথ প্রক্রিয়ায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
বগুড়ার শাজাহানপুরে মামলা তুলে না নেওয়া ও চাঁদা না দেওয়ায় হাতুড়িপেটায় আহত আল আমিন (৩৫) নামের এক ব্যবসায়ী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল শনিবার রাত ১১টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে তিনি মারা যান।
৪ মিনিট আগেনাটোর চিনিকলে দুর্ধর্ষ ডাকাতি ঘটেছে। রাতভর কারখানার নিরাপত্তা প্রহরীদের হাত-পা বেঁধে অস্ত্রের মুখে বিপুল পরিমাণ সরঞ্জাম ও যন্ত্রাংশ লুট করেছে ৪০ থেকে ৫০ জনের একটি ডাকাতদল। গতকাল শনিবার দিবাগত রাত দেড়টা থেকে ভোর পর্যন্ত এ ডাকাতির ঘটনা ঘটে। চিনিকলের নিরাপত্তা প্রহরীদের বরাত দিয়ে নাটোর সদর থানার ভারপ্র
১২ মিনিট আগেগাজীপুরের শ্রীপুরে স্ত্রীকে পুড়িয়ে মেরেছে এক স্বামী। স্ত্রীকে ঘরের ভেতর রেখে বাইরে তালাবদ্ধ করে পেট্রল ঢেলে আগুন দিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় ঘাতক স্বামী। স্থানীয়রা বসতবাড়িতে আগুন দেখতে পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করে। ততক্ষণে পুড়ে অঙ্গার গার্মেন্টস কর্মী গৃহবধূর শরীর। গতকাল শনিবার দিবাগ
৪২ মিনিট আগেপিরোজপুরের নেছারাবাদ উপজেলায় মোসা. আইমিন (২৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে উপজেলার বলদিয়া ইউনিয়নের দক্ষিণ বিন্না গ্রামে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আইমিন একই গ্রামের ফাইজুল হক ও আখতারুননাহারের মেয়ে। তিনি মো. রাজু মাঝির স্ত্রী।
১ ঘণ্টা আগে