নাটোর প্রতিনিধি
নাটোরের বাগাতিপাড়ায় বন্ধুদের সঙ্গে নিয়ে প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে চার যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন উপজেলার কাকফো পুরাতনপাড়া এলাকার সাদেক আলীর ছেলে মেহেদী হাসান (১৯), ওপর হাটদৌল এলাকার বিচ্চাদ আলীর ছেলে মেহেদী হাসান রনি (২২), উত্তর হাটদৌল গ্রামের আব্দুল মান্নানের ছেলে শামসুল আলী ওরফে রাজিব হোসেন (২৪) ও সিংড়া উপজেলার আকপাড়া শেরকোল এলাকার রুহুল আমিনের ছেলে গোলাম মোস্তফা (২০)।
গতকাল মঙ্গলবার রাত থেকে আজ বুধবার ভোর পর্যন্ত বাগাতিপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
অভিযোগ সূত্রে জানা গেছে, মামলার প্রধান অভিযুক্ত মেহেদী হাসানের সঙ্গে ভুক্তভোগী তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। এই সম্পর্কের সুযোগ নিয়ে মেহেদী হাসান তাঁকে একাধিকবার শারীরিক সম্পর্কে বাধ্য করেন। এতে তাঁদের সম্পর্কের অবনতি হয়। ওই প্রেমিকা সম্পর্ক গুটিয়ে নিতে থাকেন ও যোগাযোগ বন্ধ করে দেন। এতে ক্ষিপ্ত হয়ে ৫ মার্চ ওই তরুণীর বাড়িতে গিয়ে তাঁর ঘরে ঢুকে ভয়ভীতি দেখিয়ে আবার শারীরিক সম্পর্ক করার চেষ্টা করেন। ভুক্তভোগী তরুণী রাজি না হলে তাঁর মুখ চেপে ধরে পাশের আমবাগানে নিয়ে মেহেদী হাসানসহ তাঁর তিন সহযোগী ওই তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ করেন। এ ঘটনায় ওই তরুণীর মা বাদী হয়ে গতকাল বাগাতিপাড়া থানায় মেহেদী হাসানসহ চারজনকে অভিযুক্ত করে মামলা করেন। বর্তমানে ওই তরুণী হাসপাতালে চিকিৎসাধীন।
বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, তরুণীর মায়ের করা মামলার কয়েক ঘণ্টার মধ্যে অভিযুক্ত চার ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
নাটোরের বাগাতিপাড়ায় বন্ধুদের সঙ্গে নিয়ে প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে চার যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন উপজেলার কাকফো পুরাতনপাড়া এলাকার সাদেক আলীর ছেলে মেহেদী হাসান (১৯), ওপর হাটদৌল এলাকার বিচ্চাদ আলীর ছেলে মেহেদী হাসান রনি (২২), উত্তর হাটদৌল গ্রামের আব্দুল মান্নানের ছেলে শামসুল আলী ওরফে রাজিব হোসেন (২৪) ও সিংড়া উপজেলার আকপাড়া শেরকোল এলাকার রুহুল আমিনের ছেলে গোলাম মোস্তফা (২০)।
গতকাল মঙ্গলবার রাত থেকে আজ বুধবার ভোর পর্যন্ত বাগাতিপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
অভিযোগ সূত্রে জানা গেছে, মামলার প্রধান অভিযুক্ত মেহেদী হাসানের সঙ্গে ভুক্তভোগী তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। এই সম্পর্কের সুযোগ নিয়ে মেহেদী হাসান তাঁকে একাধিকবার শারীরিক সম্পর্কে বাধ্য করেন। এতে তাঁদের সম্পর্কের অবনতি হয়। ওই প্রেমিকা সম্পর্ক গুটিয়ে নিতে থাকেন ও যোগাযোগ বন্ধ করে দেন। এতে ক্ষিপ্ত হয়ে ৫ মার্চ ওই তরুণীর বাড়িতে গিয়ে তাঁর ঘরে ঢুকে ভয়ভীতি দেখিয়ে আবার শারীরিক সম্পর্ক করার চেষ্টা করেন। ভুক্তভোগী তরুণী রাজি না হলে তাঁর মুখ চেপে ধরে পাশের আমবাগানে নিয়ে মেহেদী হাসানসহ তাঁর তিন সহযোগী ওই তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ করেন। এ ঘটনায় ওই তরুণীর মা বাদী হয়ে গতকাল বাগাতিপাড়া থানায় মেহেদী হাসানসহ চারজনকে অভিযুক্ত করে মামলা করেন। বর্তমানে ওই তরুণী হাসপাতালে চিকিৎসাধীন।
বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, তরুণীর মায়ের করা মামলার কয়েক ঘণ্টার মধ্যে অভিযুক্ত চার ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
গাজীপুরের শ্রীপুরে বৃষ্টিতে ভিজে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকেরা। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে উপজেলার জৈনা বাজার এলাকার এইচডিএফ অ্যাপারেলস কারখানার শ্রমিকেরা এই অবরোধ ও বিক্ষোভ করেন...
৩৪ মিনিট আগেদিনাজপুরের খানসামা উপজেলার উত্তর নলবাড়ী উচ্চবিদ্যালয়। গোয়ালডিহি ইউনিয়নে অবস্থিত এই শিক্ষাপ্রতিষ্ঠানের দুটি শ্রেণিকক্ষে আলু মজুত করে রেখেছেন স্থানীয় এক প্রভাবশালী। এতে ব্যাহত হচ্ছে পাঠদান। বসার জায়গার অভাবে ক্লাস না করেই বাড়ি ফিরতে হচ্ছে শিক্ষার্থীদের।
৪২ মিনিট আগেলালমনিরহাটের কালীগঞ্জে ভুট্টা খেত থেকে জান্নাতি বেগম (১২) নামের এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, কিশোরীটিকে মুখ থেকে গলা পর্যন্ত মাটি ঢুকিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত এক যুবককে গ্রেপ্তার করেছে। গতকাল বুধবার রাতে উপজেলার ভোটমারী ইউনিয়নের চর ভোটমারী গ্রামে...
১ ঘণ্টা আগেবুধবার রাত ১০টার দিকে বসুপাড়া কবরস্থান গেট সংলগ্ন এন এন ফার্মেসি লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি করে। গুলির শব্দে আশপাশের লোকজন আতঙ্কে দৌড়াতে থাকেন। গুলিটি দোকানের গ্লাস ভেঙে দেয়ালে গিয়ে লাগে। এতে দেয়াল ছিদ্র হয়ে যায়। দোকানটি হাজী ইসমাইল লিংক রোডের বাসিন্দা আতিকুর রহমানের।
১ ঘণ্টা আগে