নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অবৈধ সম্পদ অর্জন এবং ব্যাংকে অস্বাভাবিক লেনদেনের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, তাঁর স্ত্রী ও দুই মেয়ের নামে পৃথক চারটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ বৃহস্পতিবার দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, একটি মামলায় তারিক আহমেদ সিদ্দিকের বিরুদ্ধে ২৮ কোটি ৫৮ লাখ ৬৩ হাজার ২৩২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। বাকি তিন মামলায় তাঁর স্ত্রী ও দুই মেয়েকে আসামি করা হয়।
মামলার এজাহার থেকে জানা গেছে, তারিক সিদ্দিক সরকারি কর্মচারী থাকাকালে তাঁর স্ত্রী শাহিন সিদ্দিক ও তাঁদের দুই মেয়ে এসব অবৈধ সম্পদ অর্জন করেন। এ ছাড়া তারিক সিদ্দিকের নামে থাকা চারটি ব্যাংক হিসাবে ৬২ কোটি ৬০ হাজার ৯৮৪ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ রয়েছে।
আরেক মামলায় শাহিন সিদ্দিকের বিরুদ্ধে ২৫ কোটি ৭৬ লাখ ৯৩ হাজার ২১৩ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। শাহিন সিদ্দিকের নামে থাকা ১১টি ব্যাংক হিসাবে ৫৯ কোটি ৩৮ লাখ ৩৭ হাজার ৩৮৭ টাকার অস্বাভাবিক লেনদেন পাওয়া গেছে বলেও জানায় দুদক।
অপর দুই মামলায় তাঁদের দুই মেয়ের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। এতে এই দম্পতির বড় মেয়ে নুরিন তাসমিয়া সিদ্দিকের বিরুদ্ধে ৩ কোটি ৩৭ লাখ ১৭ হাজার ১৯২ টাকার সম্পদ অর্জন এবং ছোট মেয়ে বুশরা সিদ্দিকের বিরুদ্ধে ৪ কোটি ২ লাখ ৯৭ হাজার ৮৬ টাকার সম্পদ অর্জনের অভিযোগে পৃথক দুটি মামলা করা হয়।
গত ২৮ জানুয়ারি তারিক সিদ্দিকের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন আদালত। পরে গত ২৯ এপ্রিল শাহিন সিদ্দিক, বুশরা, নুরিনসহ মোট আটজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়।
এরপর গত ১৪ মে তারিক সিদ্দিক ও তাঁর পরিবারের ১৩টি ব্যাংক হিসাবের ৬ কোটি ৭৯ লাখ ৬৭ হাজার ২৭১ টাকা জব্দের আদেশ দেন আদালত।
চলতি বছরের শুরুতে সাবেক এই সামরিক উপদেষ্টার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক।
অবৈধ সম্পদ অর্জন এবং ব্যাংকে অস্বাভাবিক লেনদেনের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, তাঁর স্ত্রী ও দুই মেয়ের নামে পৃথক চারটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ বৃহস্পতিবার দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, একটি মামলায় তারিক আহমেদ সিদ্দিকের বিরুদ্ধে ২৮ কোটি ৫৮ লাখ ৬৩ হাজার ২৩২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। বাকি তিন মামলায় তাঁর স্ত্রী ও দুই মেয়েকে আসামি করা হয়।
মামলার এজাহার থেকে জানা গেছে, তারিক সিদ্দিক সরকারি কর্মচারী থাকাকালে তাঁর স্ত্রী শাহিন সিদ্দিক ও তাঁদের দুই মেয়ে এসব অবৈধ সম্পদ অর্জন করেন। এ ছাড়া তারিক সিদ্দিকের নামে থাকা চারটি ব্যাংক হিসাবে ৬২ কোটি ৬০ হাজার ৯৮৪ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ রয়েছে।
আরেক মামলায় শাহিন সিদ্দিকের বিরুদ্ধে ২৫ কোটি ৭৬ লাখ ৯৩ হাজার ২১৩ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। শাহিন সিদ্দিকের নামে থাকা ১১টি ব্যাংক হিসাবে ৫৯ কোটি ৩৮ লাখ ৩৭ হাজার ৩৮৭ টাকার অস্বাভাবিক লেনদেন পাওয়া গেছে বলেও জানায় দুদক।
অপর দুই মামলায় তাঁদের দুই মেয়ের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। এতে এই দম্পতির বড় মেয়ে নুরিন তাসমিয়া সিদ্দিকের বিরুদ্ধে ৩ কোটি ৩৭ লাখ ১৭ হাজার ১৯২ টাকার সম্পদ অর্জন এবং ছোট মেয়ে বুশরা সিদ্দিকের বিরুদ্ধে ৪ কোটি ২ লাখ ৯৭ হাজার ৮৬ টাকার সম্পদ অর্জনের অভিযোগে পৃথক দুটি মামলা করা হয়।
গত ২৮ জানুয়ারি তারিক সিদ্দিকের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন আদালত। পরে গত ২৯ এপ্রিল শাহিন সিদ্দিক, বুশরা, নুরিনসহ মোট আটজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়।
এরপর গত ১৪ মে তারিক সিদ্দিক ও তাঁর পরিবারের ১৩টি ব্যাংক হিসাবের ৬ কোটি ৭৯ লাখ ৬৭ হাজার ২৭১ টাকা জব্দের আদেশ দেন আদালত।
চলতি বছরের শুরুতে সাবেক এই সামরিক উপদেষ্টার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক।
রাজধানীর মতিঝিল এলাকার সেনা কল্যাণ ভবনে আগুন লেগেছে। আজ বৃহস্পতিবার রাত ১০টা ৪০ মিনিটে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সদর দপ্তরের কর্মকর্তা আনোয়ার উদ্দৌলা বিষয়টি নিশ্চিত করেছেন...
২২ মিনিট আগেজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘সংস্কারের পরই নির্বাচন করতে হবে। সংস্কার ছাড়া নির্বাচন অর্থবহ হবে না। জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে মানিকগঞ্জের শহীদ রফিক চত্বরে আয়োজিত পদযাত্রায় তিনি এসব কথা বলেন। এনসিপি নেতা আরও বলেন, জুলাই অভ্যুত্থান...
১ ঘণ্টা আগেগোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রাকে কেন্দ্র করে হামলা-সংঘর্ষের সময় গুলিতে নিহত চারজনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে নিহত কারও সুরতহাল ও ময়নাতদন্ত হয়নি। ইতিমধ্যে তাঁদের দাফন ও সৎকার সম্পন্ন হয়েছে।
১ ঘণ্টা আগেবরিশাল মহানগরের কাউনিয়া ব্রাঞ্চ রোডে অবস্থিত পুলিশ সেকশন খেলার মাঠের নির্মাণাধীন দেয়াল ভেঙে ফেলেছে শিশু-কিশোরেরা। আজ বৃহস্পতিবার দেয়াল ভাঙার আগে মাঠের সামনে মানববন্ধন করে পার্শ্ববর্তী তিনটি বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসী। স্থানীয়রা জানিয়েছেন, স্বাধীনতার আগে থেকেই মাঠটি এলাকার শিশু-কিশোরদের...
১ ঘণ্টা আগে