Ajker Patrika

শতকোটি টাকার সন্দেহজনক লেনদেন: স্ত্রী, দুই মেয়েসহ তারিক সিদ্দিকের নামে মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
তারিক আহমেদ সিদ্দিক। ফাইল ছবি
তারিক আহমেদ সিদ্দিক। ফাইল ছবি

অবৈধ সম্পদ অর্জন এবং ব্যাংকে অস্বাভাবিক লেনদেনের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, তাঁর স্ত্রী ও দুই মেয়ের নামে পৃথক চারটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বৃহস্পতিবার দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, একটি মামলায় তারিক আহমেদ সিদ্দিকের বিরুদ্ধে ২৮ কোটি ৫৮ লাখ ৬৩ হাজার ২৩২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। বাকি তিন মামলায় তাঁর স্ত্রী ও দুই মেয়েকে আসামি করা হয়।

মামলার এজাহার থেকে জানা গেছে, তারিক সিদ্দিক সরকারি কর্মচারী থাকাকালে তাঁর স্ত্রী শাহিন সিদ্দিক ও তাঁদের দুই মেয়ে এসব অবৈধ সম্পদ অর্জন করেন। এ ছাড়া তারিক সিদ্দিকের নামে থাকা চারটি ব্যাংক হিসাবে ৬২ কোটি ৬০ হাজার ৯৮৪ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ রয়েছে।

আরেক মামলায় শাহিন সিদ্দিকের বিরুদ্ধে ২৫ কোটি ৭৬ লাখ ৯৩ হাজার ২১৩ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। শাহিন সিদ্দিকের নামে থাকা ১১টি ব্যাংক হিসাবে ৫৯ কোটি ৩৮ লাখ ৩৭ হাজার ৩৮৭ টাকার অস্বাভাবিক লেনদেন পাওয়া গেছে বলেও জানায় দুদক।

অপর দুই মামলায় তাঁদের দুই মেয়ের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। এতে এই দম্পতির বড় মেয়ে নুরিন তাসমিয়া সিদ্দিকের বিরুদ্ধে ৩ কোটি ৩৭ লাখ ১৭ হাজার ১৯২ টাকার সম্পদ অর্জন এবং ছোট মেয়ে বুশরা সিদ্দিকের বিরুদ্ধে ৪ কোটি ২ লাখ ৯৭ হাজার ৮৬ টাকার সম্পদ অর্জনের অভিযোগে পৃথক দুটি মামলা করা হয়।

গত ২৮ জানুয়ারি তারিক সিদ্দিকের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন আদালত। পরে গত ২৯ এপ্রিল শাহিন সিদ্দিক, বুশরা, নুরিনসহ মোট আটজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়।

এরপর গত ১৪ মে তারিক সিদ্দিক ও তাঁর পরিবারের ১৩টি ব্যাংক হিসাবের ৬ কোটি ৭৯ লাখ ৬৭ হাজার ২৭১ টাকা জব্দের আদেশ দেন আদালত।

চলতি বছরের শুরুতে সাবেক এই সামরিক উপদেষ্টার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাষ্ট্রের গোপন নথি ফাঁস: এনবিআরের দ্বিতীয় সচিব মুকিতুলের বিরুদ্ধে এবার মামলা

গোপালগঞ্জে হামলার ঘটনায় ফেসবুকে সরব ইসলামপুরের পলাতক আওয়ামী নেতারা

২৫ সেকেন্ডে ১২ গুলি, হাসপাতালে গ্যাংস্টারের শরীর ঝাঁঝরা

গোপালগঞ্জে চলছে কারফিউ, পরিবেশ থমথমে

রক্ত কেনা যায় না—ইয়েমেনে নিমিশাকে ক্ষমা করতে অস্বীকৃতি মাহদির পরিবারের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত