Ajker Patrika

ফেসবুকে ক্ষমা চাওয়ার ২ দিন পর আ.লীগ নেতার মৃত্যু

সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
শহিদুর রহমান শহিদ। ছবি: সংগৃহীত
শহিদুর রহমান শহিদ। ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের সিঙ্গাইরে নিজের ভুলের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষমা চাওয়ার দুই দিনের মাথায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহিদ (৫২) মারা গেছেন। আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) ভোররাতে তিনি নিজের বাড়িতে মারা যান।

শহিদুর রহমান ১৫ জুলাই তাঁর ফেসবুক পেজ থেকে লাইভে রাজনৈতিক বিভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘বিএনপি-আওয়ামী লীগ কোনো ভেদাভেদ নয়, ষড়যন্ত্র থেকে দেশকে বাঁচাতে এক হওয়া দরকার।’

তিনি নিজের অতীতের ভুলের জন্য সবার কাছে ক্ষমা চান। ক্ষমা চাওয়ার দুই দিনের মাথায় তিনি মারা যান।

পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ নানা জটিল রোগে ভুগছিলেন। গত বছরের ৫ আগস্ট সরকারবিরোধী আন্দোলনের সময় নাশকতা ও হত্যাচেষ্টার মামলায় তিনি গ্রেপ্তার হন এবং প্রায় দুই মাস কারাগারে ছিলেন। মাত্র দুই সপ্তাহ আগে তিনি জামিনে মুক্ত হন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাষ্ট্রের গোপন নথি ফাঁস: এনবিআরের দ্বিতীয় সচিব মুকিতুলের বিরুদ্ধে এবার মামলা

গোপালগঞ্জে হামলার ঘটনায় ফেসবুকে সরব ইসলামপুরের পলাতক আওয়ামী নেতারা

২৫ সেকেন্ডে ১২ গুলি, হাসপাতালে গ্যাংস্টারের শরীর ঝাঁঝরা

গোপালগঞ্জে চলছে কারফিউ, পরিবেশ থমথমে

রক্ত কেনা যায় না—ইয়েমেনে নিমিশাকে ক্ষমা করতে অস্বীকৃতি মাহদির পরিবারের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত