Ajker Patrika

বড়াইগ্রামে ইউপি নির্বাচনের বিদ্রোহী প্রার্থীর অফিস পুড়িয়ে দেওয়ার অভিযোগ

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২২, ১০: ৫৭
বড়াইগ্রামে ইউপি নির্বাচনের বিদ্রোহী প্রার্থীর অফিস পুড়িয়ে দেওয়ার অভিযোগ

নাটোরের বড়াইগ্রাম উপজেলার মাঝগাঁও ইউপি নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী অফিস পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার দিবাগত রাত ১টার দিকে উপজেলা মাঝগাঁই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নটাবাড়িয়া মোড়ে এ ঘটনা ঘটে। 

বিদ্রোহী প্রার্থীর নাম খোকন মোল্লা (৫০)। তিনি মাঝগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান। তিনি চশমা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

খোকন মোল্লার ভাতিজা বাবলু মোল্লা বলেন, ‘গতকাল রাত সাড়ে ১২ দিকে ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নটাবাড়িয়া এলাকায় প্রচারণা শেষে আমাদের কর্মীরাসহ সবাই বাড়ি চলে যায়। আজ মঙ্গলবার ভোরে অফিসের পাশের চায়ের দোকানদার আরশেদ আলী এসে অফিসটি পোড়ানো অবস্থায় দেখতে পেয়ে আমাদের খবর দেন। পরে আমরা গিয়ে দেখি কেউ আমাদের অফিসের পোস্টার ও কাপড় পুরিয়ে দিয়েছে। এমনকি অফিসের ব্যবহৃত কোনো চেয়ারও নাই। এর আগেও নুরদহ গ্রামের আমার কর্মী নুরুল ও ফারুককে নৌকার কর্মীরা মারধর করেছিলেন।’ 

খোকন মোল্লা আরও বলেন, ‘আমার বিজয় নিশ্চিত সেটি বুঝতে পেরে এ ঘটনা ঘটানো হচ্ছে। আমি জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদনের পাশাপাশি পুলিশ সুপার, জেলা নির্বাচন কর্মকর্তা, ইউএনও, রিটার্নিং অফিসারকেও বিষয়টি নিয়ে অবহিত করা হবে।’ 

অভিযোগের বিষয়ে নৌকার প্রার্থী আব্দুল্লাহ আল আজাদ দুলাল বলেন, ‘আমার কোনো কর্মী-সমর্থক এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন।’ 

জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, ‘এ বিষয়ে আমি এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দেওয়া হয়েছে। সুষ্ঠু ভোটের পরিবেশ রক্ষায় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কক্সবাজার বিমান ঘাঁটিতে দুর্বৃত্তদের হামলা, সংঘর্ষে নিহত ১

বিমানবাহিনীর নির্মাণাধীন ঘাঁটিতে গুলি: যা বলছে আইএসপিআর, নিহতের মা-বাবা ও স্থানীয়রা

গভীর রাতে সংবাদ সম্মেলন, আওয়ামী দোসরদের ঘুম হারাম করে দেওয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার

ভারতের কাছে হারে পাকিস্তান টিম ম্যানেজমেন্টকে ধুয়ে দিলেন শোয়েব

মালিককে ঘরে আটকে রেখে খামারে পেট্রল ঢেলে আগুন, পুড়ল ৮ গরু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত